আজকাল ওয়েবডেস্ক: দেশের জনগণকে স্বস্তি দিতে বড় ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। দীর্ঘ পাঁচ বছর পর রেপো রেট কমালো দেশের শীর্ষ ব্যাঙ্ক। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা শুক্রবার মুদ্রানীতি কমিটি (মনিটারি পলিসি কমিটি বা এমপিসি)-র বৈঠকের পর জানান, ২৫ বেসিস পয়েন্ট কমানো হচ্ছে রেপো রেট। নতুন রেপো রেট ৬.২৫ শতাংশ। এই ঘোষণার পরে ঋণে সুদের হার কমাতে পারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি। এর ফলে গাড়ি-বাড়ির ঋণে সাশ্রয় হবে সাধারণ মানুষের।
গত বুধবার বৈঠকে বসে বুধবার বৈঠকে বসেছে শীর্ষ ব্যাঙ্কের কেন্দ্রীয় মুদ্রানীতি কমিটি। আরবিআইয়ের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার এটি প্রথম এমপিসি বৈঠক। আরবিআইয়ের সুদের হারকে রেপো রেট বলা হয়। দেশের সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্ক যে সুদের হারে ঋণ দিয়ে থাকে তাকেই রেপো রেট বলে। আর্থিক বিশ্লেষকরা আন্দাজ করেছিলেন, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। কারণ, গত ১ ফেব্রুয়ারি, শনিবার সংসদে পেশ করা বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে একটা টাকাও কর দিতে হবে না বলে ঘোষণা করেছেন। সেই ঘোষণায় স্বস্তি পেয়েছে মধ্যবিত্তের মানুষ। সকলেই চেয়েছিলেন আরবিআই সুদ কমাবে কি না। শুক্রবার সুদের হার কমানোর কথা ঘোষণা করল এমপিসি।
এই ঘোষণার পূর্বে রেপো রেট ছিল ৬.৫ শতাংশ। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে তা অপরিবর্তিত রয়েছে। ২০২০ সালের মে মাসে কোভিড অতিমারির সময় শেষ বার রেপো রেট কমানো হয়েছিল। টানা ১১ বার রেপো রেট অপরিবর্তিত রেখেছিল রিজার্ভ ব্যাঙ্ক।
