আজকাল ওয়েবডেস্ক: ফিক্সড ডিপোজিটের বেলায় বেশ কয়েকটি পরিবর্তন করল পিএনবি। তারা কমিয়ে দিল সুদের হার।
পিএনবি তাদের ফিক্সড ডিপোজিটে বেশ কয়েকটি সুদের বদল ঘটিয়েছে। তারা এবার থেকে জেনারেল সিটিজেনদের জন্য ৭ থেকে ১০ বছরে সুদের হার করেছে ৩.৫০ শতাংশ থেকে শুরু করে ৭.১০ শতাংশ। এটি ফিক্সড ডিপোজিটের বেলাতেই হবে।
যদি জেনারেল সিটিজেনরা ৩৯০ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে তারা ৭.১০ শতাংশ হারে সুদ পাবেন। এতদিন পর্যন্ত জেনারেল সিটিজেনরা ফিক্সড ডিপোজিটে সুদ পেতেন ৭.২৫ শতাশ করে। এর সময় ছিল ৪০০ দিন।
এতদিন পর্যন্ত এখানে ৩০০ দিনের জন্য সুদের হার ছিল ৭.০৫ শতাংশ। তবে সেখান থেকে এটি কমে গিয়ে হয়েছে ৬.৫০ শতাংশ। ৩০৩ দিনের জন্য সুদের হার ছিল ৭ শতাংশ। সেখান থেকে চলে এসেছে ৬.৪০ শতাংশ।
যারা ২ থেকে ৩ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতেন তারা ৭ শতাংশ সুদের পরিবর্তে পাবেন ৬.৭৫ শতাংশ। ১২০৪ দিনের জন্য যারা বিনিয়োগ করতেন তারা ৬.৪০ শতাংশ থেকে কমে গিয়ে পাবেন ৬.১৫ শতাংশ সুদ।
যারা ১২০৫ দিন থেকে শুরু করে ৫ বছরের জন্য বিনিয়োগ করতেন তারা সুদের হার পাবেন ৬.৫০ শতাংশ থেকে কমে পাবেন ৬.২৫ শতাংশ। ৫ বছর থেকে ১৮৯৪ দিনে সুদের হার কমেছে ৬.৫০ শতাংশ থেকে ৬ শতাংশ। যারা ১৮৯৬ দিন থেকে শুরু করে ১০ বছরের জন্য বিনিয়োগ করতেন তারা সুদের হার পাবেন ৬.৫০ শতাংশ থেকে কমে ৬ শতাংশ করে।
অন্যদিকে সিনিয়র সিটিজেন যাদের বয়স ৬০ বছর থেকে ৮০ বছরের মধ্যে তারা ৫০ বিপিএস সুদ অতিরিক্ত হিসেবে পাবেন। যাদের বয়স ৮০ বছরের বেশি তারা অতিরিক্ত ৮০ বিপিএস করে পাবেন।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে সমস্ত তথ্য জেনে নেবেন। যদি আপনি কোনও ক্ষতির সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।
