আজকাল ওয়েবডেস্ক: রিলিয়ান্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ভারতীয় শেয়ার বাজারে আরও একবার বড় ধাক্কা খেয়েছেন। সোমবার ০৩ মার্চ ২০২৫ তারিখটি ছিল আম্বানির জন্য খারাপ দিন। এদিন সংস্থার শেয়ারের দাম ২.১৭ শতাংশ কমে গিয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) বাজার মূলধন ছয় ঘন্টারও বেশি সময়ে ৩৫,৩১৯.৪৯ কোটি টাকা কমে গিয়েছে। বাজার বন্ধের সময় বাজারে রিলায়েন্সের মূলধন দাঁড়িয়েছে ১৫.৮৯ লক্ষ কোটি টাকায়। গত সপ্তাহের শুরুতে টানা তিন দিন লোকসানের পরে, আরআইএল এই টানা দুই দিন লোকসানের মুখোমুখি হয়েছে।
গত বৃহস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ২৬.১০ টাকা বা ২.১৭ শতাংশ কমে ১,১৭৪ টাকায় বন্ধ হয়। তাছাড়া, ৩ মার্চ, সোমবার রিলায়েন্স গ্রুপের সকল কোম্পানির শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে, যার ফলে তাদের বাজার মূলধন ৪০,০০০ কোটি টাকারও বেশি কমেছে। আরআইএল-সহ অন্যান্য সংস্থাগুলির মোট বাজার মূলধন ৪০,৫১১.৯১ কোটি টাকা কমে ১৭.৪৬ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে। খারাপ বাজারের কারণে গ্রুপের সমস্ত শেয়ার লোকসানের সম্মুখীন হয়েছে।
