আজকাল ওয়েবডেস্ক: মাইক্রোসফটের মালিকানাধীন চাকরি এবং নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিঙ্কডইন তার মূল সংস্থার সঙ্গে মিশে গিয়েছে। ফলে শুরু হয়েছে কর্মীছাঁটাই। ক্যালিফোর্নিয়ায় প্রায় ২৮১ জন কর্মীকে ছাঁটাই করেছে লিঙ্কডিন।
লিঙ্কডিন কর্মীছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে। সরকারকে দেওয়া তথ্য অনুসারে, এই ছাঁটাইয়ের ফলে বেশিরভাগ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি গিয়েছে। প্রতিবেদনে এমনই জানিয়েছে ইকোনমিক টাইমস।
২০২৩ সালের অক্টোবরে, লিঙ্কডইন ৬৬৮ জন কর্মীকে ছাঁটাই করেছিল। যার মধ্যে বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার এবং অর্থবিভাগের কর্মী ছিলেন। ২০২৩ সালের মে মাসেও সংস্থাটি তার বিক্রয়, পরিচালনা এবং সহায়তা দলে ৭১৬ জন কর্মী ছাঁটাই করেছিল। সংস্থাটি এই চাকরি ছাঁটাইয়ের জন্য কার্যক্রমকে সহজতর করার এবং সাংগঠনিক স্তর হ্রাস করার কারণ উল্লেখ করেছে।
সম্প্রতি বেশ কয়েকটি বড় টেক জায়ান্ট-ও কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। মে মাসে গুগল তার বিশ্বব্যাপী ব্যবসায়িক ইউনিট থেকে ২০০ জন কর্মী ছাঁটাই করেছে। কারণ হিসেবে সহযোগিতা এবং গ্রাহকদের আরও ভাল সেবা দেওয়াকে উল্লেখ করেছে।
ফেসবুক এবং ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা চলতি বছর ফেব্রুয়ারিতে প্রায় ৩,৬০০ কর্মী ছাঁটাই করেছিল। যা ওই সংস্থার মোট কর্মী বাহিনীর ৫ শতাংশ। এই হতভাগ্য কর্মীরা ফেসবুক, হরাইজন ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্ল্যাটফর্ম এবং লজিস্টিকসের জন্য কাজ করছিল।
অ্যাপল ২০২৪ সালের অগস্টে তার ডিজিটাল পরিষেবা দলের ১০০ জন কর্মীকেও ছাঁটাই করেছে। ছাঁটাই হওয়াকর্মীরা ছিলেন অ্যাপল বুকস এবং অ্যাপল বুকস্টোরে কর্মরত। অ্যাপল নিউজে কর্মরত ইঞ্জিনিয়র এবং কর্মীরাও এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
