আজকাল ওয়েবডেস্ক : পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বহু বছর ধরে নিজের কাজ সুনামের সঙ্গে করে আসছে। আর আপনি যদি এই ব্যাঙ্ক গ্রাহক হন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। ফিক্সড ডিপোজিট ক্ষেত্রে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক।
যদি আপনি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি পাবেন ৭. ৭৫% হারে সুদ। আর যদি সুপার সিনিয়র সিটিজেন হন তাহলে আপনি পাবেন ৮. ০৫% হারে সুদ। এই সুদের হার ঘোষণা করার পর রীতিমতো খুশির হওয়া এই ব্যাঙ্ক গ্রাহকদের মধ্যে।
শুধু সিনিয়র সিটিজেন নয়। সাধারণ গ্রাহক যারা রয়েছে তারাও এর সুবিধা ভোগ করবেন। ৫ বছর থেকে ১০ বছরের মধ্যে সুদের হার হয়েছে ৬. ৫০%। ৩ থেকে ৫ বছরের মধ্যে যারা টাকা রাখবেন তারাও এই এক সুদের হার পাবেন।
২ বছর থেকে ৩ বছরের মধ্যে সুদের হার হয়েছে ৭%। ৪০১ দিনের ফিক্সড ডিপোজিট করলে সুদের হার থাকবে ৭. ২৫%। ৩০০ দিনের মধ্যে সুদের হার থাকবে ৬. ৭৫%।
তাহলে আর দেরি না করে এই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট নিয়ে যে সুদের হার দিচ্ছে তার সুবিধা ভোগ করুন।
