আজকাল ওয়েবডেস্ক: পার্সোনাল লোন হল এমন একটি বিষয় যা যেকোনও ব্যক্তিকে সাহায্য করতে পারে। আর পার্সোনাল লোন পেতে হলে ক্রেডিট স্কোর একটি বিরাট ভূমিকা তৈরি করে থাকে। সেখানে অনেকেই জানেন না ক্রেডিট স্কোর কত থাকলে সেখান থেকে পার্সোনাল লোন অতি সহজে পেতে পারেন।


যদি আপনার ক্রেডিট স্কোর ৫১০ থাকে তাহলে সেখান থেকে আপনি পার্সোনাল লোন সহজে পাবেন না। সাধারণত ৬০০-র কম যদি ক্রোডিট স্কোর থাকে তাহলে সেটিকে খাবার বলেই ধরে নেওয়া হয়। 


যে ব্যাঙ্ক বা বেসরকারি সংস্থা আপনাকে পার্সোনাল লোন দেবে তারা সবার আগে আপনার ক্রেডিট স্কোর মেপে দেখবে। এখানে তাদের সবথেকে পছন্দের ক্রেডিট স্কোরটি হল ৭৫০ বা তার থেকেও বেশি। যদি এই হারে আপনার নম্বর থাকে তাহলে সেখানে আপনি অতি দ্রুত পার্সোনাল লোন পেতে পারেন।


বিশেষজ্ঞরা মনে করছেন, যদি আপনার ক্রেটিড স্কোর ৫১০ থাকে তাহলে সেখান থেকে আপনি সহজে ৩ লাখ টাকার পার্সোনাল লোন পাবেন না। এই ধরণের কম ক্রেডিট স্কোর আপনাকে লোন দিতে পারবে না। 


যদি আপনার ক্রেডিট কার্ডকে সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে সেখান থেকে আপনার ক্রেডিট স্কোর ভাল হতে পারবে। দ্রুত লোন পেতেও আপনার সুবিধা হবে। 


এবার জেনে নিন কীভাবে নিজের ক্রেডিট স্কোরকে বাড়াবেন। সঠিক সময় নিজের আগের লোনকে শোধ করে দিন। নিজের ক্রেডিট কার্ডকে ব্যবহার করুন সঠিকভাবে। নিজের ক্রেটিড লিমিটকে ১ লাখ টাকার মধ্যে রাখুন। এটি আপনার ক্রেডিট স্কোরকে বাড়িয়ে তুলবে। নিজের ক্রেডিট স্কোর কোথায় রয়েছে সেটা জানার জন্য মাঝে মাঝেই ক্রেডিট স্কোর চেক করতে থাকুন। এটি অতি সহজেই আপনার ক্রেডিট স্কোরকে বাড়তে সহায়তা করবে।


যদি দেখেন নিজের ক্রেডিট স্কোর নিচের দিকে রয়েছে তাহলে সেখান থেকেই তাকে বাড়িয়ে তুলুন। যদি সঠিকভাবে নিজের ক্রেডিট স্কোরকে বাড়িয়ে তুলতে পারেন তাহলে সেখানে সহজেই ৩ লাখ টাকা পার্সোনাল লোন পেতে পারেন।