আজকাল ওয়েবডেস্ক: নতুন আর্থিক বছর শুরু হতে না হতেই ফিক্সড ডিপোজিটে নতুন করে সুদের হার ঘোষণা করল এইচডিএফসি ব্যাঙ্ক। তাদের সুদের হার দেখে নিয়েই বিনিয়োগ হবে সহজ।


দেশের অন্যতম সেরা বেসরকারি ব্যাঙ্কের তালিকায় রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। নতুন বছরের শুরুতেই তারা এবার ফিক্স ডিপোজিটে নতুন করে সুদের হার ঘোষণা করল। এখানে জেনারেল সিটিজেনরা ৩ থেকে ৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন। এখানে সাতদিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত টাকা রাখতে পারেন। ১ এপ্রিল থেকেই শুরু হল নতুন এই সুদের হার।

 


অন্যদিকে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের জন্যেও থাকছে বিশেষ অফার। সেখানে ৩.৫ শতাংশ থেকে শুরু করে ৭.৭৫ শতাংশ হারে সুদ মিলবে। সাত দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত এখানে টাকা ফিক্সড ডিপোজিট করতে পারেন। এখানে ৩ কোটি টাকা পর্যন্ত রাখতে পারবেন। 
এছাড়াও ৩৫ মাসের জন্য বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমও থাকছে। সেখানে বছরে সুদের হার থাকবে ৭.৩৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৮৫ শতাংশ। ৫৫ মাসের আরও একটি অফার রয়েছে। সেখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৭.৪০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৯০ শতাংশ। 

 


দেশের প্রথম সারির ব্যাঙ্কের মধ্যে অন্যতম হল এইচডিএফসি ব্যাঙ্ক। তারা প্রতিসময় ধরে গ্রাহকদের স্বার্থে নানা ধরণের স্কিম সামনে নিয়ে আসেন। এবার নতুন আর্থিক বছরের শুরুতেই তারা নতুন করে ফিক্সড ডিপোজিটের সুদের হার ঘোষণা করে দিল। ফলে এটিকে দেখে সাধারণ নাগরিক থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সকলেই নিজেদের মতো করে বিনিয়োগ করতে পারবেন। এখানে বিনিয়োগ করলেই সেখান থেকে ভাল সুদের হার ঘরে তুলতে পারবেন।  

 


তবে একটি বিষয় মনে রাখবেন যখন বিনিয়োগ করতে যাবেন তখন সমস্ত তথ্য ব্যাঙ্ক থেকে গিয়ে জেনে নেবেন। তারপর বিনিয়োগ করবেন। যদি বিনিয়োগ করতে গিয়ে কোনও প্রতারণার শিকার হয়ে যান তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।