আজকাল ওয়েবডেস্ক: আধার কার্ড এবং ইউপিআই ডিজিটাল পেমেন্টকে অনেক বেশি উন্নত করেছে। তবে এখানেই থেমে থাকতে চায় না কেন্দ্রীয় সরকার। তারা আরও এগিয়ে যেতে চান। এবার নতুন পরিকল্পনা অনুসারে প্রতিটি ঠিকানায় একটি করে ডিজিটাল আইডি তৈরি করা হবে। 


এরফলে সেই ব্যক্তির ঠিকানা এবং স্থান খুঁজে পেতে অনেক বেশি সুবিধা হবে। যদি সেই ব্যক্তি সরকারি কোনও সুবিধা পেতে চান তাহলে সেই সুবিধা এবার থেকে তার কাছে দ্রুত পৌঁছে যাবে। সেখানে বেশি দেরি হবে না।


এই পরিকল্পনার কারণ হিসেবে বলা যায় কেন্দ্রীয় সরকার মনে করছে প্রতিটি ভারতীয়কে তারা সরকারি সমস্ত সুবিধা দিতে চান। পাশাপাশি যদি সকলের ঠিকানার একটি করে ডিজিটাল ঠিকানা তৈরি হয়ে যায় তাহলে সেটি তাদের কাছে অনেক বেশি ভাল হবে। 


অনেক সময় এমনটাও অভিযোগ আসে সঠিক ঠিকানা খুঁজে না পাওয়ার কারণে কোনও ব্যক্তি সঠিকভাবে সমস্ত সরকারি সুবিধা পান না। তবে এবার থেকে আর সেটি হবে না। প্রতিটি ভারতীয়র যদি একটি করে ডিজিটাল ঠিকানা তৈরি হয় তাহলে সেখান থেকে তারা নিজে থেকেই সমস্ত সরকারি সুবিধা অতি সহজে পেয়ে যেতে পারবেন।


এই বুদ্ধি কোথা থেকে এসেছে তার হিসেব দিতে গিয়ে অনলাইন ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে। প্রতিটি অনলাইন অর্ডার যেমন সঠিক ঠিকানায় গিয়ে সঠিকভাবে গ্রাহকের কাছে তাদের অর্ডার করা জিনিসটি পৌঁছে দেন ঠিক তেমনভাবেই এই ডিজিটাল ঠিকানা সেই কাজটি অতি সহজেই করতে পারবে।


ডিজিটাল ঠিকানা দিতে সমস্ত কাজ প্রায় শেষের পথে। এবার শেষ সময়ের অনুমোদনের প্রয়োজন রয়েছে। তবে গোটা কাজটি যেন অতি সাবধানে এবং সঠিকভাবে করা যায় সেদিকে বিশেষ জোর দেওয়া হবে। কোনও অন্য ব্যক্তি যাতে অন্য কারও ঠিকানাকে নকল করতে না পারেন সেদিকেও জোর দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন শীতকালীন অধিবেশন থেকেই এবিষয়ে মন্ত্রিসভার অনুমতি মেলার পরই এই কাজটি করা হবে।