আজকাল ওয়েবডেস্ক : ভারতবাসীর জন্য বহুদিন ধরে লাভের মুখ দেখিয়েছে পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্প। যারা পোস্ট অফিসে টাকা রাখেন তারা এই বিষয়টি খুব ভালোভাবে জানেন। সেই ধারা বজায় রেখে ফের নতুন সুদের হার নিয়ে এল পোস্ট অফিস।
পোস্ট অফিসে যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন তাহলে মিলবে এই সুযোগ। এক বছরের মধ্যে এই সুদের হার ৬. ৯%, দুই বছরের মধ্যে এই সুদের হার ৭. ০ %, তিন বছরের মধ্যে এই সুদ ৭. ১%, পাঁচ বছরের মধ্যে এই সুদের হার ৭. ৫%। হাজার টাকা থেকে শুরু করে এর কোনও লিমিট নেই। সব ক্ষেত্রে এই এক সুদের হার মিলবে।
আর আপনি যদি ১ লক্ষ টাকা রাখতে পারেন তাহলে ৫ বছরের মধ্যে প্রায় ৪৫ হাজার টাকা সুদ পাবেন। তাহলে দেখা যাচ্ছে পোস্ট অফিস ফের একবার মধ্যবিত্ত মানুষের মুখে হাসি ফোটাল।
পোস্ট অফিসে যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন তাহলে মিলবে এই সুযোগ। এক বছরের মধ্যে এই সুদের হার ৬. ৯%, দুই বছরের মধ্যে এই সুদের হার ৭. ০ %, তিন বছরের মধ্যে এই সুদ ৭. ১%, পাঁচ বছরের মধ্যে এই সুদের হার ৭. ৫%। হাজার টাকা থেকে শুরু করে এর কোনও লিমিট নেই। সব ক্ষেত্রে এই এক সুদের হার মিলবে।
আর আপনি যদি ১ লক্ষ টাকা রাখতে পারেন তাহলে ৫ বছরের মধ্যে প্রায় ৪৫ হাজার টাকা সুদ পাবেন। তাহলে দেখা যাচ্ছে পোস্ট অফিস ফের একবার মধ্যবিত্ত মানুষের মুখে হাসি ফোটাল।
