আজকাল ওয়েবডেস্ক: যদি মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে চান তাহলে সেখান থেকে আপনি ভাল টাকা রিটার্ন পেতে পারেন। তবে আপনাকে ধৈর্য্য ধরে নিজের সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তাহলেই দেখবেন সঠিক সময় পার হওয়ার পর আপনি অনেকটা টাকা রিটার্ন পাবেন।


নিপুন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড:  এটি একটি স্মল ক্যাপ ফান্ড। এখানে বিনিয়োগ করতে পারেন। ২০১০ সাল থেকে এটি চালু করা হয়েছে। যদি এখানে দীর্ঘমেয়াদীভাবে টাকা রাখতে পারেন তাহলে সেখান থেকে ভাল টাকা ঘরে তুলতে পারবেন। এখানে বর্তমানে মোট করপাস রয়েছে ৫৮০.২৮ বিলিয়ন। ১০ বছর ধরে এটি চলছে। এখানেই রয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের ২.২ শতাংশ শেয়ার, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ার ২ শতাংশ শেয়ার এবং ডিক্সন টেকনোলজিস লিমিটেডের ১.৩ শতাংশ শেয়ার।


এসবিআই স্মল ক্যাপ ফান্ড:  এটি বাজারে শুরু হয়েছে ২০০৯ সাল থেকে। শুরু থেকেই এটি গ্রাহকদের মন জয় করে নিয়েছে। দীর্ঘসময় থেকে শুরু করে স্বল্পসময় সবেতেই এর বিশেষ কার্যকারিতা রয়েছে। এখানে রয়েছে ৩১৭.৯০ বিলিয়ন। রয়েছে এসবিএফসি ফিনান্স লিমিটেডের ২.৯ শতাংশ শেয়ার, ডিওএমএস ইন্টাস্ট্রির ২.৮ শতাংশ শেয়ার এবং কৃষ্ণা ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ২.৫ শতাংশ শেয়ার।


মোতিলাল ওসওয়াল মিডক্যাপ ফান্ড:  এটি চালু হয়েছে ২০১৪ সাল থেকে। এখানেও ভাল টাকা ফেরত পেতে পারেন। এটি বর্তমানে ২৭৭.৮০ বিলিয়নের ঘরে রয়েছে। এখান থেকেই আপনি ১০ বছরের রিটার্ন পেতে পারেন। এখানে রয়েছে প্রেসিসটেন্ট সিস্টেম লিমিটেডের ১০.৫ শতাংশ শেয়ার, করফোর্জ লিমিটেডের ৯.৭ শতাংশ শেয়ার এবং কল্যান জুয়েলার্সের ৮.১ শতাশ শেয়ার।


এইচএসবিসি স্মল ক্যাপ ফান্ড: এটি চালু হয়েছে ২০১৪ সাল থেকে। এখানে স্মল ক্যাপ ফান্ড থেকে শুরু করে মিড ক্যাপ সবই রয়েছে। এখান থেকেও ১০ বছরে ভাল টাকা রিটার্ন পেতে পারেন। এখানে রয়েছে কেপিআর মিল লিমিটেডের ২.৩৮ শতাংশ শেয়ার, নুল্যান্ড ল্যাবরেটরির ২.১৩ শতাংশ শেয়ার এবং আদিত্য বিড়লা রিয়েল এস্টেটের ২.০৮ শতাংশ শেয়ার। এখান থেকেও আপনি ভাল টাকা পেতে পারেন।


অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড:  এখানেও ১০ বছরের মধ্যে ভাল লাভ পেতে পারেন। এখানে করপাস রয়েছে ২৩৩.১৮ বিলিয়ন। এখানে রয়েছে কৃষ্ণা ইন্সটিটিউট অফ মেডিক্যাল কলেজের ৩ শতাংশ শেয়ার, চোলামন্ডলম ফাইনান্সিয়াল হোল্ডিং লিমিটেডের ৩ শতাংশ শেয়ার এবং ব্লু স্টারের ২.৮ শতাংশ শেয়ার।


তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে জেনে নেবেন। যদি আপনার কোনও ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।