আজকাল ওয়েবডেস্ক: আপনার কী ইপিএফও রয়েছে। তাহলে সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকেই এই নিয়মটি আপনাকে মানতে হবে। এই নিয়মটি চালু হবে ১ সেপ্টেম্বর থেকেই। নতুন একটি প্রযুক্তিকে এখানে ব্যবহার করা হবে। সেখানে ইউএএন তৈরি করতে হলে আপনাকে আধার বেসড ফেস অথেনটিকেশন করতেই হবে। নাহলে আপনার ইউএএন নম্বরটি আপনি জেনারেট করতে পারবেন না।


এই গোটা প্রক্রিয়াটি আপনাকে করতে হবে উমাঙ্গ অ্যাপ থেকে। এখানে অন্য কারও সঙ্গে আর যোগাযোগ করতে হবে না। ৩০ জুলাই ইপিএফও একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে লেখা রয়েছে এবার থেকে নতুন ইউএএন করতে হলে আধার বেসড ফেস লাগবেই। তবে সেখানে বিশেষ ক্ষেত্রে খানিকটা হলেও ছাড় থাকবে। সেখানে নেপাল, ভুটানের বাসিন্দারা তাদের ইউএএন জেনারেট করতে পারবেন এই একইভাবে।

আরও পড়ুন: এটিএম থেকে আর মিলবে না ৫০০ টাকার নোট! কী জানাল কেন্দ্রীয় সরকার


নতুন এই নিয়মটি থেকে গোটা বিষয়টি আরও সহজ করা হয়েছে। এখানে যুক্ত করা হয়েছে ফেস অথেনটিকেশন প্রযুক্তি। এরফলে এই নম্বরটি আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত থাকবে বলেই খবর মিলেছে। এই প্রযুক্তি আপনার আধারের তথ্যের সঙ্গে সরাসরি কাজ করবে। সেখানে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্যও সুরক্ষিত থাকবে। এটি করার প্রধান টার্গেট হল যদি আপনার আধারকে অন্য কেউ ব্যবহার করে তাহলে সেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকে। তবে নতুন এই ব্যবস্থাটি সেখানে একেবারে সুরক্ষিত থাকবে বলেই খবর।


এই ব্যবস্থার সবথেকে বড় সুবিধা হল এখানে প্রতিটি ব্যক্তি নিজের ইউএএন নম্বরটি নিজেই তৈরি করতে পারবেন। সেখানে অন্য কারও সহায়তা লাগবে না। নিজেই উমাঙ্গ অ্যাপ থেকে এই কাজটি করতে পারবেন। এটি নিজের মোবাইলের প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারেন। সেখান থেকেই আপনি এই কাজটি অতি সহজে করতে পারবেন।


যে সময়ে আপনার ইউএএন নম্বরটি তৈরি হয়ে যাবে সেখানে আপনি ই-ইউএএন তখনই ডাউনলোড করতে পারবেন। ফলে নিজের ইপিএফও নিয়ে সমস্ত জটিলতা অতি সহজেই কমবে। এই কাজটি করতে হলে আপনার লাগবে একটি বৈধ আধার নম্বর। সেই আধার নম্বরটি যেন আপনার মোবাইলের সঙ্গে যুক্ত থাকে। কারণ সেখানে আপনার ওটিপি আসবে। আধার ফেস আরডি অ্যাপ আপনাকে নামাতে হবে। সেখানে আপনার মুখের ছবি স্ক্যান করা হবে। নিজের ফোন থেকেই কয়েক মিনিটের মধ্যেই এই কাজটি আপনি করতে পারবেন। 


প্রথমে আপনি উমাঙ্গ অ্যাপে যান। সেখান থেকে আধার ফেস অথেনটিকেশন নির্বাচন করুন। নিজের বৈধ আধার নম্বর, মোবাইল নম্বর সেখানে দিন। সেখান থেকে আপনার আধারটি ভ্যারিফিকেশন হবে। এরপর একটি ওটিপি আসবে। এরপর সেটি দিয়ে আপনাকে নিজের আধার ফেস আরডি অ্যাপটি ব্যবহার করতে হবে। এরপর নিজের মনের মতো নম্বর দিয়ে আপনি নিজের ইএনএন নম্বরটি জেনারেট করতে পারবেন। ফেস অথেনটিকেশনের পর আপনি সমস্ত নিয়মের দিকটি আপনি ক্লিক করবেন। আপনার মুখের ছবি ভ্যারিফাই হওয়ার পরই আপনি নিজের ইউএএন জেনারেট করতে পারবেন। এরপর বাকিটা আপনার এসএমএস দিয়ে আপনি করতে পারবেন।