আজকাল ওয়েবডেস্ক: নিজের অবসর নিয়ে সকলেই চিন্তাভাবনা করে থাকেন। সেদিক থেকে দেখতে হলে মাসে যদি কম টাকা আয় থাকে তাহলে সেখান থেকেও আপনি হতে পারে কোটিপতি। শুধু সঠিক সময়ে সঠিক বিনিয়োগ করা সবার আগে দরকার।
কেন্দ্রীয় সরকারের রয়েছে ইপিএফও স্কিম। এখানে প্রতিটি কর্মী এবং তাঁদের প্রতিষ্ঠান উভয়েই টাকা জমা করে থাকেন। সুদের হার এখানে রয়েছে ৮.২৫ শতাংশ করে। এই সুদের হার অন্য কোথাও সহজে থাকে না। এখানে টাকা বিনিয়োগ করার মানে হল সেটি করমুক্ত থাকে। এখান থেকেই অবসরের সময় মোটা টাকা পেতে পারেন সকলে। তাই এটি একটি বিরাট ভরসার জায়গা।
যদি হঠাৎ করে টাকার দরকার পড়ে তাহলে লোনের ব্যবস্থাও রয়েছে। শিক্ষা, বিয়ে এবং বাড়ি তৈরির কাজে এখান থেকে আপনি লোন পেতে পারেন। ফলে সেটি একটি বিশেষ সুবিধার জায়গা হিসাবে উঠে আসে।
যদি মাসে আপনি ২০ হাজার টাকা বেসিক পেয়ে থাকেন তাহলে সেখান থেকেও আপনি নিজের অবসরে হতে পারেন কোটিপতি। সেখানে আপনাকে ২১ বছর বয়স থেকে এখানে বিনিয়োগ করতে হবে। যদি বছরে ৫ শতাংশ করে আপনার মাইনে বাড়তে থাকে তাহলে আপনি অবসরের সময়ে ৪৫ লক্ষ ৪৩ হাজার ১৫৪ টাকা জমিয়ে ফেলতে পারবেন।
এরপর আপনি সুদ হিসাবে পাবেন ১ কোটি ৬৪ লক্ষ ৮৮ হাজার ৬৫৪ টাকা। সেখানে আপনি সুদ হিসাবে পাবেন ৮.২৫ শতাংশ করে। তাহলে দেখা যাবে আপনার হাতে মোট চলে আসবে ২ কোটি ১০ লক্ষ ৩১ হাজার ৮০৮ টাকা। ৩৯ বছর ধরে আপনাকে এই টাকা জমাতে হবে তাহলেই আপনি ২ কোটি টাকার মালিক হতে পারবেন।
তবে একটি বিষয়ে সর্বদা মনে রাখবেন। যেখানেই আপনি বিনিয়োগ করুন না কেন তার আগে সমস্ত খবর নিয়ে বিনিয়োগ করবেন। যদি আপনার কোনও ক্ষতি হয়ে থাকে তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না। সেখানে নিজের বুদ্ধি প্রয়োগ করেই কাজ করবেন।
