আজকাল ওয়েবডেস্ক: ভারতজুড়ে পালন করা হচ্ছে ধনতেরাস। হিন্দু ধর্মে অর্থ, সমৃদ্ধি ও শুভলক্ষণার প্রতীক হিসেবে এই দিনটি অত্যন্ত শুভ বলে বিবেচিত। প্রাচীন বিশ্বাস অনুযায়ী, ধনতেরাসে সোনা, রূপা বা ধাতব জিনিস কেনা সৌভাগ্য এবং আর্থিক উন্নতি বয়ে আনে। সেই ঐতিহ্যকে মাথায় রেখে দেশজুড়ে গয়নার দোকান এবং অনলাইন প্ল্যাটফর্মগুলোতে শুরু হয়েছে কেনাকাটার হিড়িক।


Blinkit: ১০ মিনিটে সোনার ডেলিভারি
দ্রুত ডেলিভারি প্ল্যাটফর্ম Blinkit এবার ধনতেরাসে এক অভিনব উদ্যোগ নিয়েছে। তারা MMTC-PAMP-এর সঙ্গে অংশীদারিত্বে গ্রাহকদের ঘরে পৌঁছে দিচ্ছে ২৪ ক্যারেট ৯৯৯.৯+ বিশুদ্ধতার সোনা ও রূপা। ক্রেতারা ১ গ্রাম লোটাস গোল্ড বার, ০.৫ গ্রাম লোটাস গোল্ড কয়েন, এবং ১০ গ্রাম লক্ষ্মী-গণেশ সিলভার কয়েন Blinkit অ্যাপ থেকেই অর্ডার করতে পারবেন।


প্রতিটি পণ্যই আসবে ট্যাম্পার-প্রুফ প্যাকেজিং-এ, সঙ্গে থাকবে ওপেন বক্স ডেলিভারি সুবিধা, যাতে ক্রেতারা ডেলিভারির সময় প্যাকেট খুলে কয়েন পরীক্ষা করতে পারেন। Blinkit জানিয়েছে, ধনতেরাসে নিরাপত্তা ও বিশুদ্ধতার ক্ষেত্রে MMTC-PAMP-এর নির্ধারিত প্রটোকল কঠোরভাবে মানা হবে।

আরও পড়ুন: তিতিবিরক্ত হলেও জেলেনস্কির ওতেই মজে ট্রাম্প, সবার সামনেই করলেন ভূয়সী প্রশংসা, দেখুন ভিডিও


Swiggy Instamart: সোনা-রূপা এখন মিনিটের অপেক্ষা
Swiggy Instamart-ও পিছিয়ে নেই। সংস্থা জানিয়েছে, তারা নির্বাচিত মেট্রো শহরে ধনতেরাস উপলক্ষে বিশেষ অফারে সোনা ও রূপা ঘরে পৌঁছে দেবে। ক্রেতারা ০.১ গ্রাম থেকে শুরু করে ১০ গ্রাম পর্যন্ত সোনার কয়েন ও ১ কেজি রূপার ইট পর্যন্ত অর্ডার করতে পারবেন।
Swiggy ইতিমধ্যেই অংশীদারিত্ব করেছে Kalyan Jewellers, Malabar Gold & Diamonds, Muthoot Exim, MMTC-PAMP, Mia by Tanishq, Voylla, ও নতুন ব্র্যান্ড Gullak-এর সঙ্গে, যাতে গ্রাহকরা পান সার্টিফায়েড সোনা ও রূপার কয়েন।


Zepto, BigBasket এবং Amazon: অনলাইন কেনাকাটায় উৎসবের ছোঁয়া
দ্রুত ডেলিভারি অ্যাপ Zepto এই ধনতেরাসে মিনিটের মধ্যেই সোনার কয়েন ডেলিভারি করছে।
অন্যদিকে, Tata-র মালিকানাধীন BigBasket ঘোষণা করেছে Tanishq-এর সঙ্গে তাদের অংশীদারিত্ব। গ্রাহকরা এখান থেকে কিনতে পারবেন লক্ষ্মী-গণেশ (৯৯৯.৯ বিশুদ্ধতা) রূপার কয়েন (১০ গ্রাম), Tanishq ২২ ক্যারেট সোনার কয়েন (১ গ্রাম) এবং লক্ষ্মী মোটিফসহ ২২ ক্যারেট গোল্ড কয়েন (১ গ্রাম)।


Amazon-ও ধনতেরাসে সোনার বাজারে বড় ঘোষণা করেছে। সংস্থাটি Caratlane, PN Gadgil, Joyalukkas, PC Chandra, এবং Malabar Gold & Diamonds-এর মতো ব্র্যান্ডের পণ্য বিক্রি করছে, যেখানে রয়েছে ৫ লক্ষাধিক ডিজাইনের গয়না সংগ্রহ।


Tanishq, PC Chandra, Senco-র অফার
বিখ্যাত ব্র্যান্ড যেমন Tanishq, Kalyan Jewellers, Malabar Gold, Joyalukkas, PM Gadgil, Senco Gold & Diamonds, এবং PC Chandra Jewellers-এর অনলাইন ও অফলাইন স্টোরে চলছে বিশেষ ছাড়। অনেক জায়গায় মেকিং চার্জে ১০০ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যা ক্রেতাদের আরও আকৃষ্ট করছে।


অনেকে এখনও ঐতিহ্য মেনে স্থানীয় গয়নার দোকানেই কেনাকাটা করতে পছন্দ করেন। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, হলমার্কযুক্ত সোনা বা রূপা কিনুন, যাতে বিশুদ্ধতা নিশ্চিত থাকে।


এইভাবে ধনতেরাস ২০২৫-এ ভারতজুড়ে চলছে সোনা ও রূপা কেনার উৎসব—অনলাইন থেকে অফলাইন, Blinkit থেকে Amazon—সব জায়গায় একটাই বার্তা: ধন ও সমৃদ্ধির প্রতীক এই দিনে সোনার আলোয় ভরিয়ে তুলুন আপনার ঘর।