আজকাল ওয়েবডেস্ক: যদি আপনার ক্রেডিট স্কোর ভাল থাকে তাহলে লোন নিয়ে বিশেষ কিছুই ভাবতে হবে না। দেশের বেশিরভাগ ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন ঋণদানকারী সংস্থা সকলেই একেবারে লাল কার্পেট পেতে আপনার জন্য অপেক্ষা করবে। 


যদি আপনার ক্রেডিট স্কোর ৮১৭ থাকে তাহলে সেখানে জানবেন আপনি নিশ্চিত জোনে রয়েছেন। দেশের বেশিরভাগ প্রতিষ্ঠান আপনাকে লোনের জন্য বারে বারে আবেদন করবে। আসলে ক্রেডিট স্কোর হল আপনি কতটা ভাল লেনদেন করেন তারই প্রমাণ। সেখানে ৩০০ থেকে শুরু করে ৯০০ পর্যন্ত স্কোর থাকলে তারা ঋণদানকারী সংস্থার নজরে থাকেন।


তবে যদি কারও স্কোর ৭৫০ থাকে তাহলে সেটি অসাধারণ হিসেবে মানা হয়। তবে ৮১৭ হল এমন একটি স্কোর যেখানে আপনি নিশ্চিত মনে ঘুমোতে যেতে পারবেন। বেশি হলে ক্ষতি নেই। তবে এটি হল একটি নির্দিষ্ট মাত্রা যেখানে সকলেই আপনার ওপর ভরসা করতে পারেন।


যদি আপনার স্কোর ৮১৭ থাকে তাহলে আপনি অতি সহজেই পার্সোনাল লোন পেতে পারেন। ক্রেডিট কার্ড দিয়ে যথেচ্ছা লেনদেন করতে পারেন। যদি অন্য কোনও লোন নিতে তাহলে সেখানে আপনার কাছে কম নথি থাকলেও কোনও অসুবিধা হয় না। সেখানেও আপনার বিরাট প্লাস পয়েন্ট হতে পারে এই ৮১৭।


যদি আপনি কোনও ব্যাঙ্কে গিয়ে লোনের জন্য আবেদন করেন তাহলে সেখানেও আপনার এই ক্রেডিট স্কোর বিরাট ভূমিকা নেবে। দ্রুত লোন পেতে আপনার বেশি সমস্যা হবে না। ভাল ক্রেডিট স্কোর আপনাকে সবসময় যে সুবিধা দেবে সেখান থেকে আপনার কাছে সমস্ত লোনের দরজা অতি সহজেই খুলে যাবে। 


যদি সঠিক সময়ে নিজের লোন শোধ করতে পারেন তাহলে ক্রেডিট স্কোর ভাল থাকে। ক্রেডিট কার্ডের কী পরিস্থিতি রয়েছে সেখান থেকে ক্রেডিট স্কোর ভাল থাকে। যদি দীর্ঘসময় ধরে আপনার ক্রেডিট ইতিহাস ভাল থাকে তাহলে সেখান থেকে ক্রেডিট স্কোর ভাল থাকে। যদি আপনার উপর বেশি চাপ থাকে তাহলে সেখান থেকে আপনার ক্রেডিট স্কোর কম থাকবে। যদি সঠিক সময় লোন না দিতে পারেন তাহলে সেখান থেকেও আপনার ক্রেডিট স্কোর কম থাকবে।


তবে যদি নিজের ক্রেডিট স্কোরকে ভাল রাখতে চান তাহলে সেখান থেকে লোন পাওয়া অতি সহজ হয়ে যায়। তাই নিজের ক্রেডিট স্কোরকে দেখে নিন এবং সেইমতো কাজ করে যান। তাহলেই দেখবেন লোন নেওয়ার সময় বাড়তি চাপ হবে না। আপনি অতি সহজেই লোন পাবেন। সমস্ত ঋণদানকারী সংস্থা আপনাকে লোন দেওয়ার জন্য ব্যস্ত থাকবে।