আজকাল ওয়েবডেস্ক: ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে সকলেই পছন্দ করেন। তবে স্পেশাল ফিক্সড ডিপোজিট থাকে প্রতিটি ব্যাঙ্কে। সেখানে যদি হিসেব করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে আপনার ঘরে সঠিক লাভের টাকা ঢুকতে পারে।
এই স্পেশাল ফিক্সড ডিপোজিটে সময়সীমা থাকে ৪৪৪ দিন, ৪০০ দিন, ৩০০ দিন। এগুলি রেগুলির ফিক্সড ডিপোজিট থেকে অনেকটাই অন্য ধরণের হয়ে থাকে। এখানে নির্দিষ্ট সময় ধরে বাড়তি সুদের হার পাওয়া যায়।
এসবিআই: ৪৪৪ দিনের স্পেশাল ফিক্সড ডিপোজিট হিসেবে রয়েছে এসবিআই অমৃত বৃষ্টি যোজনা। এখানে জেনারেল সিটিজেনরা সুদ পাবেন ৬.৮৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৩৫ শতাংশ। সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৪৫ শতাংশ। এটি চালু রয়েছে চলতি বছরের ১৬ মে থেকে।
কানাড়া ব্যাঙ্ক: এখানেও থাকছে ৪৪৪ দিনের স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম। এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৭.২৫ শতাংশ সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৭৫ শতাংশ হারে সুদ। এটি চালু হয়েছে চলতি বছরের ১০ এপ্রিল থেকে।
ব্যাঙ্ক অফ বারোদা: এখানেও রয়েছে ৪৪৪ দিনের স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম। এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৭.১০ শতাংশ সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৬০ শতাংশ সুদ। সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৭০ শতাংশ হারে সুদ। এটি চালু রয়েছে চলতি বছরের ৫ মে থেকে।
ইন্ডিয়ান ব্যাঙ্ক: এখানে ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে। এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৭.১৫ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৬৫ শতাংশ হারে সুদ। সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৯০ শতাংশ হারে সুদ। এটি চালু রয়েছে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নিয়ে বিনিয়োগ করবেন। যদি আপনি কোনও ক্ষতির সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।
