আজকাল ওয়েবডেস্ক: পুজোর কয়েকদিন যে বৃষ্টি ভালোই ভোগাবে, সেই সতর্কবার্তা আগেই দিয়েছিল হাওয়া অফিস। মহালয়ার ভোর থেকে ষষ্ঠীর দুপুর, মেঘলা আকাশ, বৃষ্টি। তার মাঝেই ঠাকুর দেখার ঢল শহর থেকে শহরতলিতে।

 

ষষ্ঠীর রাতেই হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বড় আপডেট দিল। বুধবার রাতের আপডেটে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণ চব্বিশ পরগণার একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বেশ কিছু জায়গায় জারি হলুদ সতর্কতা।

 

আগামিকাল কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের ঘূর্ণাবর্ত ধীরে ধীরে সরে যাচ্ছে। আজ, বুধবার ও বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে শুক্রবার থেকে। 

 

 শুক্রবার উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এই জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও শনিবার পর্যন্ত টানা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।