আজকাল ওয়েবডেস্ক: পুজো জুড়ে মাঝারি থেকে ভারি বৃষ্টির সতর্কতা ছিল। যদিও শুক্রবার পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টির তেমন দেখা মেলেনি। বৃষ্টি মূলত পন্ড করেনি ঠাকুর দেখা। তবে কি শেষ দিনে বাধা হবে বর্ষণ? কি বলছে হাওয়া অফিস?
আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, শনিবার অর্থাৎ পুজোর একেবারে শেষ দিনে দুই বঙ্গেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দশমীতেও ভাসবে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের একাধিক জেলা।
কী জানাচ্ছে হাওয়া অফিস? তাদের পূর্বাভাস অনুযায়ী এদিন দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা। কেমন থাকবে বৃষ্টির পরিমাণ? জানা গিয়েছে, দিনভর টানা প্রবল বর্ষণ নয়, জেলায় জেলায় হালকা বৃষ্টি হয়ে পারে দিনের যে কোনও সময়। তবে বাকি দিন আবহাওয়া শুষ্ক থাকবে। তবে শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা।
অন্যদিকে, হালকা বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। কোচবিহারে। একই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, শনিবারই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন ঘূর্ণাবর্ত।
