আজকাল ওয়েবডেস্ক: জাস্টিস ফর আরজি কর। এমনই এক কর্মসূচিতে যোগাদানের সময় পরিচয় হয়েছিল যুবকের সঙ্গে। প্রতিবাদের কর্মসূচিতে যোগ দিতে দিতে পরিচয়টা শুধু পরিচয় থাকল না। বন্ধুত্বও হল। একসময় সেই সম্পর্ক ঘনিষ্টতায় পৌঁছে যায় বলেই সূত্রের খবর। শেষপর্যন্ত ১৯ বছরের এই তরুণীকেই মত্ত অবস্থায় ধর্ষণ করে তার ভিডিও ভাইরাল করে ব্ল্যাকমেল করার অভিযোগ ওঠে সেই প্রতিবাদী যুবকের বিরুদ্ধে।
খড়দহ থানার অন্তর্গত এমএস মুখার্জি রোড এলাকায় ওই মহিলাকে ধর্ষণের অভিযোগে অবশেষে গ্রেপ্তার হয়েছে দুই যুবক। মহিলাকে ধর্ষণ করার সময়ের সেই ভিডিও তুলে সেই ভিডিও দিয়ে মহিলাকে ব্ল্যাকমেল করার অভিযোগে তাদের গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। নির্যাতিতা ওই মহিলা খড়দহ থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে আগরপাড়া ও বেলঘড়িয়া থেকে দুই অভিযুক্ত অর্ঘ্য দাস ও শুভম ধর নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
দু’জনেই পরস্পরের বন্ধু বলে জানা গিয়েছে। সোমবার তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে। তবে খড়দহ বলরাম হাসপাতালের চিকিৎসক কৌশিক রায় অবশ্য এই ঘটনা নিয়ে কিছু বলতে নারাজ।
এই ঘটনার পর এলাকায় যথেষ্টই চাঞ্চল্য দেখা যায়। প্রশ্ন তুলেছেন অনেকেই কীভাবে একটি ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ মঞ্চে একসঙ্গে সামিল হওয়ার পরেও অভিযুক্ত এই কাণ্ড ঘটায়! কারুর মতে, অসৎ উদ্দেশ্য নিয়েই তরুণীর ঘনিষ্ট হয় অভিযুক্ত।
