আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে থাকবে না কাঁটাতারের বেড়া। সোশ্যাল মিডিয়ায় রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের 'বিতর্কিত' ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে নদিয়া-সহ গোটা রাজ্যজুড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। 

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রানাঘাটের বিজেপি সাংসদের সাসপেনশন দাবি করেছেন। সেইসঙ্গে তিনি জানান, যদি সাসপেন্ড না করা হয় তবে বুঝতে হবে দলের শীর্ষ নেতৃত্বের সম্মতিতেই একথা বলেছেন ওই বিজেপি সাংসদ। বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, বিজেপি যদি দেশের অখন্ডতায় বিশ্বাসী হয় তবে সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ নিক। 

উল্লেখ্য, নদিয়ার কৃষ্ণনগর ব্লকের গেদে সীমান্ত লাগোয়া মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতে শুক্রবার দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়ে সাংসদ জগন্নাথ সরকার একটি 'বিতর্কিত' মন্তব্য করেন। তিনি বলেন, ২০২৬-এ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার থাকবে না। তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল তৈরি করে। তৃণমূলের তরফে সমালোচনা করা হয়। 

এরপরই নিজের বক্তব্যের সাফাই দিতে গিয়ে জগন্নাথ দাবি করেছেন তাঁর বক্তব্যের সঠিক ব্যাখ্যা হয়নি। কেন তিনি একথা বলেছেন সে বিষয়ে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলার উন্নয়ন আবার শুরু হবে। অখন্ড ভারতের যে অংশগুলি একসময় ভারতের সঙ্গে ছিল তারা আবার ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে। জগন্নাথের দাবি, উন্নয়নের টানে নাকি বাংলাদেশ আবার ভারতের সঙ্গে যুক্ত হয়ে যেতে চাইবে!

এর আগে একাধিকবার বিজেপির নেতারা রাজ্যে অনুপ্রবেশ নিয়ে অভিযোগ করেছেন। পাল্টা জবাবে তৃণমূল প্রশ্ন তুলেছে, সীমান্তের দায়িত্ব রাজ্য পুলিশের হাতে নয়। বিএসএফের হাতে। যা কেন্দ্রের অধীনে।