বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ২১ : ১২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: নর্থ ইস্টের পর মুম্বইয়ের কাছে হার। জোড়া ধাক্কায় দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে কার্লেস কুয়াদ্রাতের দল। টেবিলের দশ নম্বরে ইস্টবেঙ্গল। শনিবার অ্যাওয়ে ম্যাচে হায়দরাবাদের মুখোমুখি লাল হলুদ। থংবয় সিংটোর দলে কোনও বিদেশি নেই। ১৯ জন ফুটবলার দল ছেড়েছে। এটাই কামব্যাকের আদর্শ মঞ্চ। কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরবেন ক্লেইটন সিলভা। তবে চোটের জন্য ছিটকে গিয়েছেন পার্দো লুকাস। তাঁর বদলি হিসেবে শীঘ্রই ইস্টবেঙ্গলে যোগ দেবেন আলেকজান্ডার। তবে শনিবার শুরু থেকেই চার বিদেশি নিয়ে দল সাজাবেন কুয়াদ্রাত। দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ে ফেরার বিষয়ে আশাবাদী। একইসঙ্গে চোট পাওয়া বিদেশিদের বদলি হিসেবে দ্রুত নতুন বিদেশি খোঁজায় কর্তাদের প্রশংসায় ভরিয়ে দিলেন কোচ। কুয়াদ্রাত বলেন, "চোট পেয়ে পার্দো ছিটকে যাওয়ায় হতাশ। ও দলকে সাহায্য করছিল। তবে ক্লাব দ্রুত পরিবর্ত ফুটবলার খুঁজে এনেছি। যা একদমই সহজ নয়। সবাই মিলিত হয়ে কাজ করছে। এর জন্য প্রশংসা করতেই হবে। আমার আলেকজান্ডারের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে। ভিসা পেলেই কলকাতায় চলে আসবে। এরকম ফুটবল ক্যালেন্ডার হওয়ায় চোট-আঘাত লেগেই থাকবে। তবে সেটার জন্য আমরা প্রস্তুত। শনিবার আমাদের জিততেই হবে। ফোকাসড থাকতে হবে। আমরা চারজন বিদেশি নিয়ে নামব। এইধরনের লিগে কেউ ফেভারিট হয় না। লিগ টেবিলে সব দলগুলোই গায়ে গায়ে আছে। একটা দুটো জয় পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। আশা করছি বাকি ন"টা ম্যাচে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে পারব।"
মুম্বইয়ের বিরুদ্ধে চারজন হাতে থাকলেও, তিনজনকে প্রথম একাদশে রেখেছিলেন স্প্যানিশ কোচ। ভিক্টর ভাস্কুয়েজকে আঠারো জনের দলে রাখেন। কিন্তু শনিবার প্রথম থেকেই খেলবেন মেসির সতীর্থ। তবে সদ্য দলের সঙ্গে যোগ দিয়েছে দুই বিদেশি। ৯০ মিনিট খেলার জন্য কি ফিট তাঁরা? কোনও অজুহাত দিতে চান না লাল হলুদ কোচ। কুয়াদ্রাত বলেন, "৯০ মিনিট খেলতে পারবে কিনা সেটা সময় বলবে। তবে চারজন বিদেশিই প্রথম একাদশে থাকবে। পুরো না খেলতে পারলে সেটার জন্য রিজার্ভ বেঞ্চ আছে। আগের ম্যাচে ফেলিসিও ৯০ মিনিট খেলেছে। ভিক্টরও সুযোগের অপেক্ষায় আছে।" হায়দরাবাদ ম্যাচে কার্ডের জন্য মহেশ এবং চুংনুঙ্গাকে পাওয়া যাবে না। কিন্তু নন্দকুমারের মধ্যে ধারাবাহিকতার অভাব রয়েছে। ডার্বিতে নিয়ম করে গোল করলেও পারফরম্যান্স গ্রাফ ওপর-নীচে হচ্ছে। এই নিয়ে অবশ্য ভাবিত নন ইস্টবেঙ্গল কোচ। কুয়াদ্রাত বলেন, "উইঙ্গার এবং নম্বর নাইনের পারফরমেন্সে ধারাবাহিকতা থাকে না। বিশ্বফুটবলেও এটা দেখা গিয়েছে। বিগ মনস্টার মেসি, রোনাল্ডো আলাদা। সবাই ওদের মতো জিনিয়াস হয় না। যে টানা ৫-৬টা ম্যাচে ভাল খেলবে। আমি বার্সার অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ছিলাম। সেখানেও একই। এখন যেমন লেওয়ানডোস্কির মতো ফুটবলারের ফর্ম নিয়েও চর্চা চলছে। এটা কি ভাবা যায়! সুতরাং উইঙ্গারদের ফর্ম আপ-ডাউন হওয়া খেলারই অঙ্গ।" সুপার সিক্সে যাওয়ার বিষয়ে এখনও আশাবাদী কুয়াদ্রাত। কোনও নির্দিষ্ট পয়েন্ট সেট করতে চান না। জানান, তাহলে দলের ওপর চাপ বেড়ে যাবে। তাই যত সম্ভব ম্যাচ জেতার চেষ্টা করবেন তাঁরা। শুক্রবার সকালে যুবভারতীতে অনুশীলন করে হায়দরাবাদ উড়ে যাবে ইস্টবেঙ্গল দল।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
কাউন্টিতে পাঁচ উইকেট, বোর্ডকে নিজের উপস্থিতির জানান দিলেন একসময়ের তারকা স্পিনার ...
খেলার টিকিটে নয়, বিশ্বকাপ আয়োজন করে কোন ঘুরপথে ভারতের ১১ হাজার কোটি উপার্জন, দেখুন ...
বাবরের সঙ্গে জুটি বাঁধতে পারেন কোহলি, কোন টুর্নামেন্টে একই দলে দেখা যাবে ভারত-পাক মহাতারকাকে?...
Asian Champions Trophy: রাজকুমারের হ্যাটট্রিক, মালয়েশিয়াকে গোলের মালা পরাল ভারত...
প্রেম করতেন একজনের সঙ্গে, বিয়ে করলেন আরেকজনকে, বিরাট–রোহিত দু’জনেই বুঁদ ছিলেন এই মহিলার প্রেমে ...
আনোয়ারের জরিমানার বিরুদ্ধে আবেদন করবে ইস্টবেঙ্গল ...
চলে গেলেন বাংলার টেবিল টেনিসের দ্রোণাচার্য জয়ন্ত পুশিলাল...
এমবাপ্পে, হালান্ড: ভবিষ্যতের ব্যালন ডি অর জয়ীদের তালিকায় কারা? জানিয়ে দিলেন সিআর সেভেন...
যোগরাজের বর্তমান স্ত্রী যুবরাজের মা নন? সিং পরিবারের সম্পর্কের ইতিহাস ঘিরে রহস্য সর্বত্র ...
অ্যাথলিট প্রেমিকাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল, সেই প্রেমিকেরও মৃত্যু হল ঝলসে ...
মানোলোর কোচিংয়ে মুখ থুবড়ে পড়ল ভারত, ঘরের মাঠে সিরিয়ার কাছে হার ৩ গোলে ...
বাংলাদেশকে এখানে খেলতে দেব না, হুঙ্কার হিন্দু মহাসভার, কিন্তু কেন? ...
এক বা দুই নয়, ইংল্যান্ডকে হারাতে দশ বছর লেগে গেল শ্রীলঙ্কার ...
এবার আসুক অস্ট্রেলিয়ায়, দেখে নেব, ভারতকে হুঙ্কার এই অসি পেসারের...
ইতালির জাতীয় দলের এই প্রাক্তন ফুটবলারকে নাকচ করে দিল আইএসএল ক্লাব, কারণ জানুন ...