রবিবার ২৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: সৃজিত নন! রানা সরকারের ‘লহ গৌরাঙ্গের নাম রে’র পরিচালক তিগমাংশু ধুলিয়া?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ জানুয়ারী ২০২৪ ২০ : ৫৫


শহরে পা রেখেই শোরগোল ফেলে দিয়েছেন ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার’-এর পরিচালক তিগমাংশু ধুলিয়া। টলিউডে জোর খবর, রানা সরকারের তিন বছর আগে ঘোষিত ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নাকি খুব শিগগিরিই ফ্লোরে যাচ্ছে। তাকে ফ্লোরে আনতে চলেছেন তিগমাংশু স্বয়ং। সব ঠিক থাকলে তিনিই এই ছবির পরিচালক। ২০২১-এ আনুষ্ঠানিক ঘোষণার সময় ঠিক ছিল, ছবিটি সৃজিত মুখোপাধ্যায় পরিচালনা করবেন। নানা টালবাহানার পরে শোনা যায়, পরিচালকের দম ফেলার ফুরসত নেই। তাই তিনি চুক্তিপত্রে সই করে পরিচালনা থেকে সরে দাঁড়িয়েছেন। তখনই একাধিক সাক্ষাৎকারে রানা জানিয়েছিলেন, পরিচালকের অভাবে এই ছবি বন্ধ হবে না। সম্প্রতি, শহরের সাহিত্য উৎসবের আলোচনা চক্রে আমন্ত্রিত হয়ে এসেছিলেন তিগমাংশু। তখনই তাঁর সঙ্গে নাকি কথা হয়েছে প্রযোজকের। সে কথা তিনি সমাজ মাধ্যমে আভাসে বুঝিয়েওছেন।

কী লিখেছেন দাগ ক্রিয়েটিভ মিডিয়ার কর্ণধার? তাঁর বার্তা, ‘তিগমাংশু বাংলা ছবি করলে কোন বাংলা ছবি পরিচালনা করবেন?’ তখনই নাকি উঠে আসে ‘লহ গৌরাঙ্গের নাম রে’র নাম। প্রযোজকের আভাস এবং টলিপাড়ার গুঞ্জনের সত্যতা কতটা? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। প্রযোজক খবর উড়িয়ে দেননি। বরং হেঁয়ালি উস্কে দিয়ে জানিয়েছেন, ক্রমশ প্রকাশ্য! এরপরেই প্রশ্ন জেগেছে, আগে ঠিক হওয়া অভিনেতাদের নিয়েই কি পরিচালক ছবি বানাবেন? এই উত্তরও জানা যায়নি। প্রযোজকের দাবি, সবটাই প্রাথমিক স্তরে। কথা চলছে। এও জানিয়েছেন, তিগমাংশুর সঙ্গে একটি হিন্দি ছবি বানানোরও খুব ইচ্ছে তাঁর।

২০২১-এর শীতে প্রথম আনুষ্ঠানিক ভাবে নামঘোষণা হয় ছবির। সেই সময় শোনা গিয়েছিল, বাংলা বিনোদন দুনিয়ার এক ঝাঁক তারকা অভিনয় করবেন। শ্রীচৈতন্যের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়। আছেন পাওলি দাম, প্রিয়াঙ্কা সরকার, ব্রাত্য বসু, তৃণা সাহা প্রমুখ। শ্রী রামকৃষ্ণের ভূমিকায় থাকবেন অঞ্জন দত্ত। ছবিতে অভিনয়ের কথা ছিল যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের। হাতে একাধিক ছবি থাকার কারণে পরে সরে দাঁড়ান উভয়েই। এও শোনা গিয়েছিল, ছবিতে শ্রীচৈতন্য দেবের জীবনের বড় একটা অংশ থাকবে। থাকবে চৈতন্যদেবের অন্তর্ধান রহস্যের খুঁটিনাটিও। তবে যদিও পুরোপুরি পিরিয়ড ফিল্ম হবে না এই ছবি। সেই অনুযায়ী নবদ্বীপের মায়াপুরে, কলকাতা, পুরী, ওড়িশা মিলিয়ে শুট হবে। ২০২৩-এ রানা ‘নটী বিনোদিনী’র সাজে প্রিয়াঙ্কার লুক প্রকাশ্যে আনতেই ছবি ঘিরে নতুন চর্চা শুরু হয়েছিল। অনেকেই ভেবেছিলেন, রামকমল মুখোপাধ্যায়ের ‘নটী বিনোদিনী’র সঙ্গে পাল্লা দিতেই প্রযোজকের এত আয়োজন। যদিও তিনি তা মানতে চাননি। তবে ছবির শুটিং তখনও শুরু হয়নি।



টলিপাড়া বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে বসলেও নিন্দুকেরা কিন্তু খবরে বিশ্বাস করেনি। তাদের দাবি, একই ভাবে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘ধূমকেতু’র মুক্তি নিয়েও প্রযোজক একের পর এক তারিখ ঘোষণা করেছিলেন। আজও তা প্রেক্ষাগৃহের মুখ দেখল না। সেই জায়গা থেকে তাদের প্রশ্ন, ‘লহ গৌরাঙ্গ’র ক্ষেত্রেও এমন কিছু ঘটবে না তো?




নানান খবর

নানান খবর

অঙ্কুশ-ঐন্দ্রিলার জীবনে এল একরত্তি! খুদে সদস্যের ছবি ভাগ করে সুখবর দিলেন অভিনেতা

'অমর সঙ্গী'র পর ফের ধারাবাহিকে শ্যামৌপ্তি, নতুন পথ চলা নিয়ে কী বললেন অভিনেত্রী?

অজান্তেই একে অপরকে ভালবেসে ফেলেছে 'পুতুল-ময়ূখ', শুটিং ফ্লোরে ফাঁস হল কোন‌ সিক্রেট?

অরিজিৎ সিং-এর কণ্ঠে নস্টালজিয়া ফেরাল 'মেট্রো ইন দিনো'র গানের ঝলক, শহরের ইতিকথায় প্রকাশ্যে এল 'ফার্স্ট লুক'

শুরুর আগেই বাধার মুখে তিন নতুন ধারাবাহিক! কী কারণে হঠাৎ শুটিং বন্ধ 'রাণী ভবানী', 'দাদামণি' ও 'কুসুম'-এর?

অরুণিমার প্রেমে পড়লেন অর্জুন! সায়ন্তন মুখোপাধ্যায়ের হাত ধরে ভালবাসার নতুন গল্প বুনবেন জুটিতে 

‘পুবের জানালা’ খুলছেন অর্ণ মুখোপাধ্যায়, দেখবেন প্রিয়াঙ্কা-গৌরবের পাহাড়ি প্রেমের দৃশ্য, প্রকাশ্যে ফার্স্ট লুক

পর্দায় ফের 'কালী' রূপে আসছেন পায়েল দে‌! কোন ধারাবাহিকে নতুন রূপে দেখা যাবে অভিনেত্রীকে? 

ফের এক ফ্রেমে মাধুরী-সঞ্জয় দত্ত! ‘খলনায়ক’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন সুভাষ ঘাই?

রাজনন্দিনীর সঙ্গে জুটিতে সায়ন, 'দুই শালিক'-এর পর 'রাজা রামকান্ত' হয়ে ছোটপর্দায় ফিরছেন নায়ক?

জামিন পাওয়ার পর গুরুতর অসুস্থতায় ভুগছেন নুসরত ফারিয়া! কী হয়েছে অভিনেত্রীর?

'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে 'অপারেশন সিঁদুর'-এর সেনার স্ত্রী! তুলে ধরলেন কোন হাড় হিম করা অভিজ্ঞতা?

প্রথম সপ্তাহেই ৯০-এর বেশি হল 'হাউসফুল'! বক্স অফিসে রেকর্ড গড়ল 'একেনবাবু'! 

নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?

কী বীভৎস! চোখ খুলে বেরিয়ে এসেছে আরিয়ানের, কী চলছে সিরিয়ালের অন্দরে?

প্রথমবার হিন্দি সিরিজে জন ভট্টাচার্য! বলি তারকাদের সঙ্গে কোন রহস্যে জড়াবেন অভিনেতা?

রাজকুমার রাও-কে নিয়ে ফের হাসির ছবি পরিচালনায় সুজিত সরকার! দ্বিতীয় নায়ক কে জানেন?

‘হেরা ফেরি ৩’-এ এবার ‘বাবু ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠি? ‘কালীন ভাইয়া’র মন্তব্যে তোলপাড় নেটপাড়া!

সোশ্যাল মিডিয়া