বুধবার ২৯ অক্টোবর ২০২৫
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৯ অক্টোবর ২০২৫ ১০ : ২৫Pallabi Ghosh
নিতাই দে, আগরতলা: এ.আই ও ইন্টারনেটকে ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। প্রযুক্তিকে জানার জন্য প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। মানুষের কল্যাণের জন্য প্রযুক্তির ব্যবহার করা প্রয়োজন। মঙ্গলবার আগরতলার লিচুবাগানস্থিত সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে ১১টি সরকারি কলেজে (দ্বিতীয় পর্যায়) ওয়াই-ফাই সুবিধার উদ্বোধন এবং ২০২৪ - ২৫ শিক্ষাবর্ষের জন্য মুখ্যমন্ত্রী যুব যোগযোগ যোজনার সূচনা অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
তথ্য ও প্রযুক্তি দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, 'ওয়াই-ফাই ব্যবস্থা থাকলে কাজেরও অনেক সুবিধা হয়। আগেই রাজ্যের ১৯টি সরকারি কলেজে ওয়াই-ফাই পরিষেবা চালু হয়েছে। আজ ১১টি কলেজে এই সুবিধা প্রদান করা হচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে প্রযুক্তিগত ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে। এতে উপকৃত হবেন ছাত্রছাত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রযুক্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন ভারতবর্ষের যুব সম্প্রদায় (১৮ থেকে ৩৫ বছর) মোট জনসংখ্যার প্রায় ৬০ থেকে ৬৫%। যেটা আমাদের কাছে গর্বের বিষয় এবং পৃথিবীর কোনও দেশে এই বিপুল সংখ্যায় যুব শক্তি নেই। ২০৪৭ এর মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করতে এই যুব শক্তি একটা বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে। দেশের অর্থনীতি এখন ১১তম স্থান থেকে চতুর্থ স্থানে চলে এসেছে। ২০৪৭-এ ৩০ প্লাস ট্রিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আর বিকশিত ত্রিপুরা ২০৪৭ এর জন্য ইতিমধ্যে রূপরেখা ঘোষণা করেছে ত্রিপুরা।'
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, 'ত্রিপুরা এখন সব বিষয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগে দেশের তৃতীয় পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে ত্রিপুরা। ইউনেস্কোর গাইডলাইন মেনে এটা করতে হয়েছে। গোয়া এবং মিজোরামের পরে এই স্থান অর্জন করেছে ত্রিপুরা। বর্তমানে সবক্ষেত্রে প্রযুক্তি নির্ভরতা রয়েছে। অপারেশন সিঁদুরে প্রযুক্তির গুরুত্ব আমরা প্রত্যক্ষ করেছি। রাজ্যে মুখ্যমন্ত্রী যুব যোগযোগ যোজনায় কলেজের ফাইনাল ইয়ারে পাঠরত ছাত্রছাত্রীদের মোবাইল কেনার জন্য ৫ হাজার টাকা দেওয়া হয়। এখন কলেজগুলিতে ওয়াই-ফাই চালু হওয়ায় ইন্টারনেটের জন্য আর নিজেদের পয়সা খরচ করতে হবে না তাঁদের।'
আলোচনায় মুখ্যমন্ত্রী আরও বলেন, 'রাজ্য সরকার স্টার্ট আপ পলিসি করেছে। বাইরে থেকেও বিনিয়োগকারীরা আসছেন রাজ্যে। ডাটা সেন্টার গড়ে তোলার জন্য এয়ারটেলকে জায়গা দেওয়া হয়েছে। মেডিক্যাল সায়েন্সেও প্রযুক্তি ছাড়া হয় না। এ.আই (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স) ও ইন্টারনেটকে ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে মেডিক্যাল সার্ভিস ও কৃষি ক্ষেত্রে দারুণ কাজ হচ্ছে এখন। আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবই কিন্তু প্রযুক্তি নির্ভর। প্রযুক্তির মাধ্যমে মানুষকে সেরা পরিষেবা প্রদান করতে হবে। তবে প্রযুক্তিকে ভালর জন্য ব্যবহার করা প্রয়োজন।' রাজ্যে আরও মোবাইল টাওয়ার স্থাপনের জন্যও গুরুত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ডিজিটাল শিক্ষার প্রসারে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তথ্য ও প্রযুক্তি দপ্তরের অধীনে এই মুখ্যমন্ত্রী যুব যোগযোগ যোজনা বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৫ - ২৬ অর্থবর্ষে সরকারি কলেজের প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে স্মার্ট ফোন কেনার জন্য ৫ হাজার টাকা করে দেওয়া হবে। এতে ১০ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। আর প্রযুক্তিকে জানার জন্য প্রযুক্তিকে ব্যবহার করতে হবে ছেলেমেয়েদের। এতে নতুন কিছু জানতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রনজিত সিংহ রায়, উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্যে, তথ্য প্রযুক্তি দপ্তরের অধিকর্তা, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, আর্ট কলেজের অধ্যক্ষ অভিজিত ভট্টাচার্য সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ।
নানান খবর
ঝুঁকি নাকি পুরস্কার? তেজস্বী যাদবের অ্যাসিড টেস্ট
পোড়া পোড়া গন্ধ কেন! নিমেষের মধ্যে যাত্রীদের নামালেন বাস চালক, তাঁর বুদ্ধিতেই আগুন থেকে বাঁচলেন সকলে
প্রকৃতির কাছেই হার মানল দিল্লি সরকার, কেন হল না ‘কৃত্রিম বৃষ্টি’
মান্থা-র খেলায় বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ, ঘন্টায় গতিবেগ ১১০ কিমি, জারি চরম সতর্কতা
পরিবার পিছু একজনের চাকরি, মহিলাদের আড়াই হাজার! জনমোহিনী অঙ্কেই বিহারে বাজিমাতের চেষ্টা মহাগঠবন্ধনের
সাইক্লোন মান্থা আছড়ে পড়ছে অন্ধ্রে, কত সময় লাগবে উপকূল পার করতে, জেনে নিন এখনই
স্রেফ হাসার জন্য চাকরি খোয়াতে হচ্ছিল এক কর্মীকে! আসল ঘটনা জানাতেই চক্ষু চড়কগাছ সবার
১৯৭১ সালের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সময় কেন ভারতীয় নৌবাহিনী হাজার হাজার কনডোম অর্ডার করেছিল?
জোড়া ঘূর্ণিঝড়ের সাঁড়াশি আক্রমণ! পূর্ব-পশ্চিমের যৌথ দুর্যোগে আশঙ্কার মেঘ বাংলাতেও
গতি বাড়ল আরও, কমল দূরত্ব, ঘূর্ণিঝড় মান্থা স্থলভাগে প্রবেশের আগেই ঘনঘন বদলাচ্ছে রূপ, রইল মেগা আপডেট
ঠেলাঠেলি করেও বসার জায়গা নেই! সহযাত্রীকে কিল, চড়, ঘুষি, লোকাল ট্রেনের মহিলা কামরায় হুলস্থুল কাণ্ড
মঙ্গলবার থেকেই বাংলায় চালু এসআইআর, তালিকায় নাম না থাকলে কী করবেন জানেন?
খেলছিল শিশু, আচমকা একদল বেওয়ারিশ কুকুরের হামলায় যা অবস্থা হল তার, জানলে চমকে উঠবেন আপনিও
রজনীকান্ত-ধনুষের বাড়িতে বোমা আতঙ্ক! চেন্নাইয়ে তীব্র চাঞ্চল্য, নিরাপত্তা বাড়াল পুলিশ
অভিনয়ের পাশাপাশি এবার ক্যামেরার পিছনে শ্রুতি দাস, কোন নতুন দায়িত্বে ধরা দেবেন অভিনেত্রী?
জাতীয় দলে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন এই ভারতীয় অলরাউন্ডার, কোন পজিশনে খেলবেন তাও নাকি ঠিক করে ফেলেছেন
বলিউডে অজস্র অবদান! সতীশকে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার প্রদানের আবেদন জানিয়ে মোদিকে চিঠি
এক হাতে ছুরি, অন্য হাতে ফুল! মোদিকে নিয়ে এবার কী বললেন ট্রাম্প জানুন
ফের দুর্ঘটনা জগদ্ধাত্রী পুজোয়, মণ্ডপের সামনেই দর্শনার্থীকে ধাক্কা লরির, রক্তে ভেসে গেল রাস্তা, তারপর?
ক্যানবেরায় বৃষ্টির ভ্রুকুটি, পুরো ম্যাচ হওয়া নিয়ে আশঙ্কা
পাক ক্রিকেটে ফের বিতর্ক, বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে সই তো করলেনই না, উল্টে শর্ত চাপালেন রিজওয়ান
পিচ নিয়ে ভাবছেন না সূর্যরা, বুমরা ফিরলেও প্রথম একাদশ নিয়ে থাকছে ধোঁয়াশা
‘মান্থা’র দাপটে ফুঁসছে দিঘা এবং মন্দারমণির সমুদ্র, উপকূল জুড়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি, পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
'পাকা ধানে মই', ঘূর্ণিঝড় মান্থার জেরে ভারী বৃষ্টি বাংলায়, বিপুল পরিমাণ ফসল নষ্ট, মাথায় হাত কৃষকদের
রোদ উধাও, ঝমঝমিয়ে বৃষ্টি বাংলায়, আজ ৪ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, কতদিন চলবে ভোগান্তি?
‘পাকিস্তানে সন্ত্রাস ছড়াতে নয়াদিল্লির পুতুল হয়ে কাজ করছে কাবুল’, শান্তি বৈঠক ভেস্তে যেতেই হাওয়ায় কথা ছুঁড়ছেন খোয়াজা আসিফ
মাঠের বাইরের ঘটনায় খবরে ইয়ামাল, শাকিরা-পিকের বাড়ি কিনবেন বার্সা তারকা
হারানো সম্ভব অস্ট্রেলিয়াকেও, ভারতকে নিয়ে ভয় রয়েছে ওদেরও, অজিদের সতর্ক করলেন মিতালী
এল ক্লাসিকো জিতে রিয়াল শিবিরে অসন্তোষ, দল ছাড়ার ইঙ্গিত ভিনির
ইউক্রেনের ড্রোন হামলায় কেঁপে উঠল মস্কো, নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা পুতিনের
কেমন আছেন শ্রেয়স? আপডেট দিলেন বোর্ড সচিব
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ, গাজার ওপর হামলার নির্দেশ দিলেন নেতানিয়াহু
গিলের দিকে তাকাতে গিয়ে এই তারকার উপরে অবিচার করা হচ্ছে, গম্ভীরকে খোঁচা আকাশ চোপড়ার
ভারতসেরাদের ড্র, ইস্টবেঙ্গলের পর মোহনবাগানকেও আটকে দিল ডেম্পো
শৈশব পেরিয়ে যৌবনে নিউরো ডাইভারসিটি জীবন: সঙ্গীর অভাবে লাঞ্ছনা, সামাজিক অবমূল্যায়ন নাকি শিক্ষার ঘাটতি?
জামাইকার দোরগোড়ায় ‘শতাব্দীর বৃহত্তম ঝড়’, আতঙ্কের প্রহর গুনছেন বাসিন্দারা