সোমবার ০৫ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | Airports: বিমান যাত্রীদের জন্য বিশেষ পদক্ষেপ কেন্দ্রের

Pallabi Ghosh | ১৬ জানুয়ারী ২০২৪ ১৬ : ৫১Pallabi Ghosh


বীরেন ভট্টাচার্য, দিল্লি: চলতি শীতের মরশুমে লাগাতার উড়ান বিলম্বিত হওয়ার ঘটনা নিয়ে দেশজুড়ে প্রবল সমালোচনার ঝড় উঠেছে। তৃণমূল সাংসদ সাকেত গোখলে ইতিমধ্যেই ডিজিসিএ এবং অসামরিক বিমান মন্ত্রকে চিঠি দিয়েছেন। মঙ্গলবার বিমানের উড়ান এবং যাত্রীদের হেনস্থা হওয়া ঠেকাতে ৬ দফা পরিকল্পনা ঘোষণা করলেন অসামরিক বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। যাত্রীদের সমস্যা ও হেনস্থার মোকাবিলায় এই নতুন পদক্ষেপ বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, "যাত্রীদের সমস্যার জন্য প্রতিটি মেট্রো শহরের বিমানবন্দরে ওয়ার রুম তৈরি করবে বিমানবন্দর এবং বিমান সংস্থাগুলি। এই সমস্ত বিমানবন্দরগুলিতে ২৪ ঘণ্টার জন্য পর্যাপ্ত সংখ্যক সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হবে।" তিনি আরও জানিয়েছেন, ঘন কুশায়াতেও দিল্লি বিমান বন্দরের ২৯এল রানওয়েকে অবতরণ এবং উড়ানের জন্য উপযোগী করে তোলা হবে। প্রসঙ্গত, চলতি জানুয়ারিতে ঘন কুয়াশা এবং কার্যকরী ও চালু রানওয়ে কম থাকায় দিল্লি বিমানবন্দরে উড়ান বিলম্বিত হয়েছে। সেই পরিস্থিতির মোকাবিলায় উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জানান, গত বছর যে রানওয়েটি জি২০ সম্মেলনের পরেই বন্ধ করে দেওয়া হয়েছে, সেটিও চালু করা হবে খুব দ্রুত। তবে যাত্রীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন অসামরিক বিমানমন্ত্রী। সকাল ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঘুন কুয়াশার কারণে উড়ান এবং অবতরণ বিলম্বিত হয়ছে। এবার থেকে ঘন কুয়াশাতেও যাতে বিমান ওঠানামা করতে পারে, দ্রুত তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
এদিকে, গত সোমবার ইন্ডিগো বিমান বিলম্বিত হওয়ায় পাইলটের ওপর এক যাত্রীর হামলার ভিডিও সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সেই যাত্রী সনল বিজ তাঁর এক্স অ্যাকাউন্টে জানিয়েছেন, "একজন সহযাত্রী হিসেবে আমার মনে হয়েছে, ঘটনাটির ওপর আলোকপাত করা প্রয়োজন। আমি কখনই হিংসাকে সমর্থন করি না। শুধুমাত্র ঘটনাটিতে আলোকপাত করাই আমার উদ্দেশ্য ছিল।" এরপরেই তিনি বলেন, "খারাপ আবহাওয়ার জন্য উড়ান ৫ ঘণ্টা দেরি করে। দুপুর ১২.২০টায় বোর্ডিং শুরু হয়। সেই বিমানে শিশু, প্রবীণ নাগরিক সহ মোট ১৮৬জন যাত্রী ছিলেন। ১২.৪০টার মধ্যে বোর্ডিং সম্পন্ন হয়ে গেলেও ২.৫০টা পর্যন্ত বিমানের গেট খোলা ছিল এটিসি থেকে ছাড়পত্র না মেলায়।" সনল বিজ জানিয়েছেন, ১.৩০টায় পাইলট জানান একজন কর্মীর অপেক্ষা করা হচ্ছে এবং খুব দ্রুতই বিমান উড়ান শুরু করবে। এর অর্থ, কর্মীরা ভুল তথ্য দিয়েছেন। তাঁর অভিযোগ, অপেশাদার আচরণ করেছেন বিমানের কর্মীরা। প্রবীণ যাত্রীরা একাধিকবার পানীয় জলের অনুরোধ জানালেও, বিমানের কর্মীরা নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত থাকায় তা করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। সনল বিজ জানান, অবশেষে দুপুর ২.৪০টায় বিমানের গেট বন্ধ হয়। ইন্ডিগো বিমান সংস্থার কর্মীদের অপেশাদার আচরণের তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সনল বিজ।




নানান খবর

নানান খবর

পাঞ্জাবের গুরুদাসপুরে গ্রেপ্তার পাক নাগরিক, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টায় ইসলামাবাদ?

যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি! বুধে রাজ্যে রাজ্যে সিকিউরিটি ড্রিলের নির্দেশ কেন্দ্রের, বাজানো হবে সাইরেন

পাক হ্যাকারদের নিশানায় সামরিক বিভাগ! তথ্য চুরির চেষ্টা, অফলাইন করা হল ওয়েবসাইট: রিপোর্ট

আর কয়েকঘণ্টায় রাজ্যে রাজ্যে তুমুল ঝড়-বৃষ্টি, আগামী কয়েকদিনেও মুহুর্মুহু বজ্রপাত! আবহাওয়ার বড় আপডেট জানুন এখনই

মালিকের গোপনাঙ্গে পোষ্য কুকুরের আক্রমণ, প্রবল রক্তক্ষণে প্রাণ গেল যুবকের, হায়দ্রাবাদে হৃদয়বিদারক কাণ্ড

“ভূতের নাচে দেবতা হয়ে ওঠা”—দক্ষিণ ভারতের প্রাচীন ভূতা কোলার গল্প

“আমার দায়িত্ব”—১৯৮৪ শিখবিরোধী দাঙ্গা নিয়ে কংগ্রেসের ভুল স্বীকার করলেন রাহুল গান্ধী

'যোগ্য জবাব', শত্রুদের বড় হুঙ্কার দিয়ে দেশবাসীর চাহিদাপূরণের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের

পাকিস্তানকে কোণঠাসা করতে নয়া চাল, পাকিস্তানের প্যানেলিস্টদের আমন্ত্রণ জানানো নিয়ে বিরাট ঘোষণা

ভয়ঙ্কর, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের করিডর! চাপা পড়ে নিহত তিন রোগী

গঙ্গা-যমুনা-সিন্ধু নয়, জানেন ভারতের প্রাচীনতম নদী কোনটি? এখনও বয়ে চলেছে

রাজস্থানে আটক পাক সেনা, সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারত-সীমান্তে

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির সংঘর্ষ, সজোরে ধাক্কা বাইকেরও, ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল ৬ জনের

'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ

পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান

সোশ্যাল মিডিয়া