
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২০২৫
বুড়োশিব দাশগুপ্ত
নরেন্দ্র মোদিকে এখন সমর্থন জোগাড় করতে অন্যান্য দেশের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। কারণ দু’টি। এক, আমেরিকার বাজারে রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ এবং দুই, এইচ১-বি ভিসার ফি বৃদ্ধি করে এক লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা) করে দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণ। মোদির জাপান এবং চীন সফর, শাংহাইয় কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। রাশিয়া, চীন এবং ভারত একত্রিত হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় কেউ কেউ ট্রাম্পের মনোভাব নরম হতে দেখেছেন। আমরা দেখতে পেয়েছি যে মার্কিন রাষ্ট্রপতি তাঁর ‘ভাল বন্ধু’ নরেন্দ্রকে তাঁর ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
কিন্তু কূটনীতি কেবল আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। কখনও কখনও আমরা ট্রাম্পের পাগলামির মধ্যে কিছু অদ্ভুত কারণ খুঁজে পাই। সহজ কথায়, তিনি ভারত এবং চীনকে তাঁর কথা শুনতে বাধ্য করতে চান। তিনি চান ভারত তার কৃষি বাজার আমেরিকান পণ্যের জন্য উন্মুক্ত করুক। যা ভারত অনুমোদন করবে না যাতে দেশ খাদ্যের প্রয়োজনে আবার বহিরাগতদের উপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। ট্রাম্পও চান না যে মোদি রাশিয়া থেকে তেল কিনুক, যা মোদি শুনবেন না। ভারতের স্বাভাবিকভাবেই তার পণ্য কেনার জন্য তার বাজার বেছে নেওয়ার অধিকার রয়েছে। ক্ষুব্ধ হয়ে ট্রাম্প ঘোষণা করেন যে তিনি এই বছরের শেষের দিকে কোয়াড (QUAD) বৈঠকে ভারতে যোগ দেবেন না। তিনি ভুলে গিয়েছেন যে আমেরিকার ঘোষিত শত্রু ভারত নয়, বরং চীন এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি মোকাবিলার জন্য ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার সাথে কোয়াড গঠিত হয়েছে।
আরও পড়ুন: আমেরিকার বাজারের বিকল্প খুঁজতে হবে ভারতকে
বিশ্বের যে কোনও জায়গায় তেলের ভান্ডারের দিকে সকল দেশের নজর থাকে এবং দক্ষিণ চীন সাগরে বিশাল তেলের ভান্ডার মজুদ থাকার সম্ভাবনা রয়েছে। যেহেতু এটিকে ‘চীন’ সাগর বলা হয়েছে, তাই চীন এই অঞ্চলটিকে নিজের বলে দাবি করে। যেহেতু এটি ভারত মহাসাগরের একটি সম্প্রসারিত অংশ, তাই ভারতও এই অংশটিকে তার নিজের বলে দাবি করে। এবং যেহেতু এটি প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে, তাই বিশ্ব (পড়ুন মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া) দাবি করে যে এটি তাদেরও। আমেরিকার সহায়তায় ভারতীয় নৌবাহিনী মাঝেমধ্যে সেখানে নৌ-মহড়া চালায়। চীন কড়া নজর রাখে।
ট্রাম্প পুতিনের সঙ্গে বন্ধুত্ব পাতার চেষ্টা করেছিলেন। তাতে কাজ হয়নি। তিনি চীনের সঙ্গে ঝামেলা মেটানোর চেষ্টা করেছিলেন। তাও ব্যর্থ হয়েছে। তিনি ক্ষুব্ধ যে ভারতের মতো ‘নরম’ নিশানাও কঠোর আচরণ করছে। যদিও ভারত চীনকে বন্ধুত্বপূর্ণ প্রস্তাব দিচ্ছে- পর্যটকদের এখন মানস সরোবর ও তিব্বতে ভ্রমণের জন্য ভিসা দেওয়া হবে। ভারত নীরবে ভারত মহাসাগর অঞ্চলে বিকল্প বাণিজ্য রুট তৈরি করছে। ভারতকে ঘিরে ফেলার জন্য চীনের ‘স্ট্রিং অফ পার্ল’ কৌশল মোকাবিলা করার জন্য, ভারত তার ‘ডায়মন্ড নেকলেস’ কৌশল তৈরি করছে। চাবাহার বন্দর ব্যবহার করার জন্য ইরানের সঙ্গে চুক্তি হল গোয়াদরের মাধ্যমে চীন-পাকিস্তান বাণিজ্য পথকে এড়িয়ে মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্যে প্রবেশের একটি কৌশল। ভারত মলদ্বীপ এবং সেশেলসকে সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে যাতে সেখানে তাদের অবস্থান তৈরি করা যায়। যা সমুদ্রের উপর নজরদারি করতে সহায়তা করবে।
১৯৮০-এর দশকে চীন এবং ভারত অর্থনৈতিক অগ্রগতির দিক থেকে সমান ছিল। কিন্তু আজ, সামরিক ও অর্থনৈতিকভাবে চীন ভারতের চেয়ে পাঁচ গুণ শক্তিশালী। তারা ভারতের চেয়ে দশ বছর আগে অর্থনৈতিক উদারীকরণ শুরু করেছিল এবং একটি সুপার পাওয়ার হওয়ার জন্য সঠিক জায়গায়- যেমন, শিক্ষা ও গবেষণা, অবকাঠামো এবং প্রযুক্তিতে বিনিয়োগ করেছিল। চীন প্রতিরক্ষা খাতে ২৪৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করে, যেখানে ভারতের প্রতিরক্ষা বাজেট ৭২.৬ বিলিয়ন ডলার। যার মধ্যে চীন নৌবাহিনীতে ৩০ শতাংশ ব্যয় করে, যেখানে ভারতে ব্যয় প্রায় ২০ শতাংশ। এই বিশাল অসম খেলার ক্ষেত্রে, ভারতকে টিকে থাকার জন্য আরও কঠোর এবং কার্যকর কৌশল গ্রহণ করতে হবে।
ভারতের জন্য এটা মোটেও স্বাচ্ছন্দ্যকর নয় যে তার চারদিকে ‘ড্রাগন’ নিঃশ্বাস ফেলুক। আর ঠিক এটাই ঘটছে। বাংলাদেশ তার চট্টগ্রাম বন্দর চীনের সঙ্গে ভাগাভাগি করছে। হাম্বানটোটা বন্দরে শ্রীলঙ্কা এবং গোয়াদর বন্দরে পাকিস্তানও তাই। এটি স্থল ও সমুদ্রপথে বাণিজ্যের জন্য নতুন সিল্ক রুট (ওয়ান বেল্ট, ওয়ান রোড ইনিশিয়েটিভ) তৈরির চীনের উচ্চাকাঙ্ক্ষার অংশ। ইউরোপে যাওয়ার রাস্তা তৈরির জন্য পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরের কিছু অংশ চীনের কাছে হস্তান্তর করেছে। মায়ানমার এবং সম্প্রতি নেপালের অস্থিরতা ভারতের জন্য খুব একটা স্বাচ্ছন্দ্যকর নয়।
আমেরিকার সঙ্গে সম্পর্কের বিপর্যয়ের ভারসাম্য বজায় রাখার জন্য ভারতকে পূর্ব দিকে আরও বেশি করে ডানা ছড়িয়ে দিতে হবে। কিন্তু এখানে চীনের চ্যালেঞ্জ ভয়াবহ। স্থল ও সমুদ্র উভয় স্থানেই এর উপস্থিতি রয়েছে।
সঙ্গী মেসেজের উত্তর দিতে দেরি করলেই কেঁপে ওঠে বুক? সামান্য উদ্বেগ নয়, নেপথ্যে থাকতে পারে মারাত্মক কারণ
একই সঙ্গে পাঁচ মহিলা যাত্রীর উপর ঝাঁপিয়ে পড়লেন উবার ড্রাইভার! হাড় হিম করা কাণ্ড রাজধানীর কাছেই
সিন্ধু নিয়ে পাকিস্তানের সব জারিজুরি শেষ, কোন ছক কষছে ভারত
‘সলমন আমাদের জুতো চাটবে’ ‘টাইগার’কে কেন বেনজির আক্রমণ রণবীর কাপুরের ছবির পরিচালকের?
রোজ শুধু এক চামচ চিয়া সিড! শরীরের কী কী লাভ হবে জানলে এখনই কিনতে ছুটবেন
লাদাখে সোনম ওয়াংচুকের বিরুদ্ধে সিবিআই তদন্ত
সুপার কাপে একই গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল, ৩১ অক্টোবর হতে পারে ডার্বি
মন খারাপ করলেই আজেবাজে খাবার খেতে ইচ্ছে করে? ‘ইমোশনাল ইটিং’-এর শিকার নন তো? কী এই সমস্যা?
খোদ আইজির ফোন ছিনতাই! বেহাত যাবতীয় গোয়েন্দা তথ্য? বিজেপি শাসিত রাজ্যে কেলেঙ্কারি কাণ্ড
১০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, ৩৯ বছর জেল খাটার পর আদালত বলল, ‘আপনার কোনও দোষ ছিল না’
ভয়ঙ্কর অভিশাপের কোপে ইশান-দেবলীনা! হাড় হিম করা ভৌতিক কাণ্ডের সাক্ষী হবেন আর কোন টলি তারকারা?
ছুটি পেলেই সারাদিন শুয়ে-বসে সিনেমা-সিরিজ দেখেন! অজান্তেই মৃত্যুকে আহ্বান জানাচ্ছেন না তো? জেনে নিন
কাজ থেকে ছাঁটাই, বদলা নিতে বস-এর হাত দু'টুকরো করে দিল কর্মী
চলন্ত মেট্রোর কামরায় ধুতি তুলে প্রস্রাব করছে বৃদ্ধ! ভিডিও ভাইরাল হয়ে বিতর্ক
বিয়ের পর হিন্দু মহিলাদের গোত্র বদলে যায়, উত্তরাধিকার মামলায় জানাল সুপ্রিম কোর্ট
ফের আরিয়ান খানের পিছনে লাগলেন সমীর ওয়াংখেড়ে! মানহানির মামলা করে কত কোটি টাকা দাবি করলেন?
এভাবেও দান করা যায়! কী ঘোষণা করলেন বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি
ষষ্ঠী থেকে দশমী, দুর্গাপুজোয় কবে কোন রঙের পোশাক পরা শুভ? সঠিক রং বাছলেই পাবেন দেবীর আশীর্বাদ
দুবাইয়ে কার্যত 'সেমিফাইনাল', পাকিস্তানকে সতর্ক করে দিলেন বাংলাদেশ অধিনায়ক, জাকের বললেন...