বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ২৬Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: মণিপুরে চলমান অশান্ত পরিস্থিতির মধ্যে কুকি-জো জঙ্গি সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ‘সাসপেনশন অব অপারেশন্স’ (SoO) চুক্তি নবীকরণের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ৩ সেপ্টেম্বর শুরু হওয়া এই বৈঠক শেষ হওয়ার কথা আজ, ৪ সেপ্টেম্বর। নির্ভরযোগ্য সূত্রের দাবি, প্রবল আপত্তি সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এই চুক্তি নবীকরণের দিকেই এগোচ্ছে। রাজ্যের বিভিন্ন মেইতেই সংগঠন বারবার দাবি জানিয়ে এসেছে, এই চুক্তি বাতিল করতে হবে। তাদের অভিযোগ, কুকি-জো জঙ্গি গোষ্ঠীগুলি SoO-র নিয়ম ভেঙে চলেছে এবং ২০২৩ সালের মে মাস থেকে শুরু হওয়া জাতিগত সংঘর্ষে সক্রিয় ভূমিকা নিয়েছে। মেইতেই সংগঠনগুলির মতে, যুদ্ধবিরতি কার্যত জঙ্গিদের আরও শক্তিশালী হওয়ার সুযোগ দিয়েছে।
৩ সেপ্টেম্বর দিল্লিতে দুপুর বারোটা নাগাদ কুকি-জো কাউন্সিল (KZC)-এর নেতারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে বিকেল তিনটের দিকে SoO-ভুক্ত কুকি-জো সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলে। যদিও আলোচনায় চূড়ান্ত সমাধান হয়নি, সূত্রের খবর অনুযায়ী, উভয় পক্ষ একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে এবং নবীকরণে সই করা হবে।
এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষে নেতৃত্ব দেন রাজেশ কাম্বলে, জয়েন্ট ডিরেক্টর (নর্থ-ইস্ট), এবং এ. কে. মিশ্র, যিনি উত্তর-পূর্বের জন্য কেন্দ্রের উপদেষ্টা ও আলোচক। মণিপুর সরকারের পক্ষে ছিলেন অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ অশুতোষ কুমার এবং রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের শীর্ষকর্তা অশোক। তবে রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে মণিপুর সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে।
কুকি-জো পক্ষ থেকে আলোচনায় অংশ নেন কুকি ন্যাশনাল অর্গানাইজেশন (KNO) ও ইউনাইটেড পিপল’স ফ্রন্ট (UPF)-এর চারজন করে প্রতিনিধি। নবীকরণের চুক্তিতে তাদের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারিও সই করবেন বলে জানা গেছে।
কুকি-জো সংগঠনগুলি নবীকরণের পাশাপাশি মণিপুর থেকে পৃথক একটি প্রশাসনিক কাঠামো গঠনের দাবি আবারও তুলেছে। ২০২৩ সালের সংঘর্ষের পর থেকেই এই দাবি প্রবল হয়েছে। তবে কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত রাজনৈতিক দাবি নিয়ে কোনও প্রতিশ্রুতি দেয়নি। আলোচনা সীমাবদ্ধ রাখা হয়েছে কেবলমাত্র যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি পর্যন্ত। এই চুক্তির সময়ে রাজনৈতিক গুরুত্বও প্রবল। কারণ, চলতি মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মণিপুর সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। ১৩ সেপ্টেম্বর তিনি প্রতিবেশী আসামে যাওয়ার কথা। যদি মণিপুর সফর নিশ্চিত হয়, তবে এটি হবে মে ২০২৩-এ শুরু হওয়া ভয়াবহ জাতিগত সংঘর্ষের পর প্রধানমন্ত্রীর প্রথম সফর।
২০২৩ সালের মে মাস থেকে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত ২৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হাজার হাজার মানুষ জীবিকা হারিয়েছেন, এবং প্রায় ৬০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। এখনও বহু মানুষ গাদাগাদি করে শিবিরে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিন কাটাচ্ছেন। রাজ্য কার্যত দুই সম্প্রদায়ের ভিত্তিতে বিভক্ত হয়ে পড়েছে। ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে। এমতাবস্থায়, SoO চুক্তির নবীকরণ কেবল নিরাপত্তা বা শান্তির প্রশ্ন নয়, বরং আসন্ন প্রধানমন্ত্রী সফরের প্রেক্ষাপটে তা রাজনৈতিক বার্তাও বহন করছে।
মণিপুরের বর্তমান সংকটকে বোঝার জন্য SoO চুক্তি কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং রাজ্যের দীর্ঘমেয়াদি রাজনৈতিক দ্বন্দ্বের প্রতিফলন। কুকি-জো সংগঠনগুলো দাবি করছে যে তাদের অস্ত্রবিরতির আওতায় রাখা উচিত, কারণ এটি অন্তত একটি অস্থায়ী শান্তি বজায় রাখছে। কিন্তু মেইতেই সংগঠনগুলো অভিযোগ করছে, এই চুক্তির ফলে বিদ্রোহী গোষ্ঠীগুলি নিরাপদ আশ্রয় পেয়েছে এবং সহিংসতায় পরোক্ষভাবে উৎসাহিত হচ্ছে। ফলে মণিপুরের সমাজে এক ধরনের গভীর অবিশ্বাস জন্ম নিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র সরকার একদিকে শান্তি আলোচনাকে টিকিয়ে রাখতে চাইছে, অন্যদিকে মেইতেই সমাজের ক্ষোভকে পুরোপুরি উপেক্ষা করতে পারছে না। এই দ্বন্দ্ব মণিপুরের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করেছে। রাজ্য প্রশাসন ও নিরাপত্তা বাহিনীও ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে, কারণ সামান্য সিদ্ধান্তগত ভুলই নতুন করে সহিংসতা উসকে দিতে পারে। তাই SoO নবীকরণের সিদ্ধান্ত শুধু একটি কাগুজে স্বাক্ষর নয়, বরং মণিপুরের ভবিষ্যৎ স্থিতিশীলতার জন্য একটি পরীক্ষামূলক পদক্ষেপ।

নানান খবর

স্বামীর 'ওতে'ই নজর, আর সহ্য করতে না পেরেই ভরা বাজারে স্ত্রীকে গুলি? পুলিশকে যা জানালেন ব্যক্তি

জিএসটি সংস্কার: বিরোধী-শাসিত রাজ্যগুলি কীভাবে রাজি হল? জানুন রফা-সূত্রের অন্দরের কাহিনী

হিমাচল প্রদেশে কুল্লুতে ভয়াবহ ভূমিধস, সাত কাশ্মীরি শ্রমিকের মৃত্যু

বিজয় মাল্যর তৃতীয় স্ত্রী এক রহস্যময়ী, প্রাক্তন বিমানসেবিকা কিংফিশার কর্তার চেয়ে ২৩ বছরের ছোট, তাঁর নাম...

সিগারেট, ফ্রুট জ্যুস, পান মশলা, এক ধাক্কায় দাম বাড়বে তরতরিয়ে! বদলে যাবে এসি-টিভির দামও, দেখে নিন তালিকা

পকেটে বাড়বে চাপ? GST-তে এবার দুই-স্তরের কর ব্যবস্থা, কী হবে ফল? জানুন এখনই

সদ্যজাতদের শরীরে এখান ওখান খুবলে খেয়েছিল ইঁদুর, হাসপাতাল নিয়ে ক্ষোভের মাঝেই প্রাণ গেল, কী সাফাই হাসপাতালের?

চার দশকে এমন ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব, মৃত বেড়ে ৩০, পরিস্থিতি বিচারে তিন রাজ্যে বন্ধ স্কুল, জেনে নিন কোথায় কবে

জনমতের পাল্টা হাওয়া: মোদি সরকারের জনপ্রিয়তা কমছে, গণতন্ত্র নিয়ে উদ্বেগ বাড়ছে – ইন্ডিয়া টুডে MOTN সমীক্ষা

অতিবৃষ্টিতে অতিসঙ্কট! উত্তরভারত জুড়ে রেড অ্যালার্ট জারি আবহাওয়া দপ্তরের

বিজেপিশাসিত মধ্যপ্রদেশে বেহাল স্বাস্থ্য পরিষেবা, সরকারি হাসপাতালে নবজাতকের দেহ খুবলে খেল ইঁদুর!

হাইওয়ের কাছে বাড়ি তৈরি করছেন, এই নিয়মগুলি জানেন তো, নইলে সমূহ বিপদ

ই-এপিক: কী এই নতুন ভোটার কার্ড, থাকছে কী কী সুবিধা?

ওমা এরা কারা? বর-কনের সঙ্গে অতিথি হিসেবে ছবি তুলছে একদল বেওয়ারিশ কুকুর! ভিডিও প্রকাশ পেতেই হইহই
'এ যেন অবিকল স্মিতা পাটিল!' সুস্মিতা সেনের মেয়ে রেনের ছবি দেখে তাজ্জব নেটপাড়া, কীভাবে সম্ভব এতটা মিল?

ট্রাম্পের 'তুঘলক' নীতিতে দিশাহারা অবস্থা, ২৫০ বছরে এই প্রথম এক বড় সংকটের সামনে আমেরিকা!

সর্বাঙ্গীন সুন্দর হোক বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসব, অভিনব উদ্যোগ চন্দননগর কমিশনারেটের

‘নো এন্ট্রি ২’-এর নায়কেরা এবার ডাবল রোলে! তবে দিলজিতের জায়গায় কে?

ঘুমের সময় এই একটি ভুলেই বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি! জানেন কীভাবে ঘুমালে হার্টের রোগীরা থাকবেন নিরাপদ?
এবার বায়োপিকে সানি লিওনি! বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালনায় কাকে পর্দায় ফুটিয়ে তুলবেন 'দুষ্টু ছবি'র নায়িকা?

পাকিস্তানে শাসন করতে বড় কিছু করা পরিকল্পনা করছেন মুনির, শেহবাজ শরিফের সঙ্গে গোপন বৈঠকে কী কথা হল

মিসপাসের বন্যা, ফিনিশিংয়ের অভাবে এল না জয়, আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র ভারতের

তাঁর ওটাই পৃথিবীতে দীর্ঘতম! বিশেষ অঙ্গ লম্বা হওয়ার সুবিধা-অসুবিধা কী? গিনেস বুকে নাম তুলে প্রকাশ্যে জানালেন যুবক

ভুলেও ব্যবহার করবেন না এই সব ঘরোয়া টোটকা, মারাত্মক ক্ষতি হতে পারে!

এক কেজি নুনের দাম ৩৫ হাজার টাকার বেশি! বিশ্বের সবচেয়ে দামী লবণ, কোথায় মেলে, কী এর বিশেষত্ব?

যতই দামি লিপস্টিক লাগান, অল্প সময়েই ঘেঁটে যায়? কোন কৌশলে দীর্ঘক্ষণ ধরে রাখতে পারবেন ঠোঁটের রং

যৌনতার কথায় ডুবে দিনরাত, ৮০'র বৃদ্ধা বুঝতেই পারলেন না প্রেমিকের 'ফাঁদ', হুঁশ ফিরল সর্বস্ব খুইয়ে

প্রয়াত ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম

'এক-দেড় বছর অবসাদে ছিলাম', আইপিএলের দারুণ সফল ক্রিকেটারের স্বীকারোক্তি

মধ্যপ্রাচ্যের এই একটি গাছের বীজ খেলে ছুঁতে পারবে না হার্টের সমস্যা! হৃদরোগ থেকে বাঁচতে নিয়ম করে খান এই অভাবনীয় খাবার
'আমাদের রোজ কথা না হলেও, বন্ধুত্বে ছেদ পড়েনি কখনও,' জয় বন্দ্যোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠানে এসে আর কী বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

সন্তানের চোখের সমস্যা হয়তো আপনি টেরই পাচ্ছেন না! শিশুর কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

মহানায়ক উত্তম কুমারের প্রাক জন্ম শতবার্ষিকীতে স্মৃতিতে ভাসলেন তারকারা

কেন্দ্রীয় বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন, ২০২৪-এর মধ্যে যাঁরা এসেছেন তাঁদের কী হবে জিজ্ঞাসা মুখ্যমন্ত্রীর