বুধবার ২৪ সেপ্টেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ০৮ আগস্ট ২০২৫ ১৪ : ৩৪Abhijit Das
বুড়োশিব দাশগুপ্ত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের প্রভাব এখন তাঁর শত্রু ছাড়াও 'বন্ধু'দের উপরও পড়ছে বলে মনে হচ্ছে। ট্রাম্প ভারতীয় পণ্যের উপর প্রাথমিকভাবে ২৫ শতাংশ কর আরোপ করার পরেও ভারতের এই ভ্রান্ত ধারণার ছিল যে তারা আমেরিকার 'বন্ধু'। কিন্তু ভারত রাশিয়া থেকে তেল আমদানি না করার মার্কিন নির্দেশ মানতে অস্বীকার করায় ট্রাম্প আরও ২৫ শতাংশ (মোট ৫০ শতাংশ) কর আরোপ করেন। প্রথম শুল্ক আরোপের পর ভারত ধীরে সুস্থে প্রতিক্রিয়া জানিয়েছিল। বিদেশ মন্ত্রকের বিশ্বাস ছিল যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য বর্ধিত আলোচনা অবশেষে সম্পন্ন হবে। এখন ট্রাম্প ৫০ শতাংশ কর ঘোষণা করার পর, ভারত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে চীনে কূটনৈতিক সফরে যাচ্ছেন শীঘ্রই এবং ভারতের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ডোভালকে রাশিয়া সফর করতে বলেন। উভয়ই আমেরিকার ঘোরতর শত্রু।
জওহরলাল নেহেরুর রাশিয়ার দিকে ‘ঝুকে’ থাকার প্রবণতার ফলে ভারতের সঙ্গে আমেরিকার কখনই সুসম্পর্ক ছিল না। পরিস্থিতি আরও খারাপ হয় যখন ইন্দিরা গান্ধী পাকিস্তানের সঙ্গে যুদ্ধে গিয়ে বাংলাদেশ তৈরি করেন। কিন্তু মনমোহন সিংয়ের সময় আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সম্পর্কের কিছুটা উন্নতি হয়। যদিও সেখানে সরকার পরে যাওয়ার ভয় ছিল কারণ, চুক্তির বিরোধীতা করে সরকারের উপর থেকে সহযোগিতার হাত সরিয়ে দিয়েছিল বামেরা। নরেন্দ্র মোদির শাসনকালে, তাঁর ভাল জনসংযোগ (বিয়ার হাগ ইত্যাদি) এবং জয়শঙ্করের দক্ষ আলোচনার কারণে, দুই দেশের মধ্যে ডিজিটাল সহযোগিতা এবং প্রতিরক্ষা বিনিময়ের ক্ষেত্রে প্রযুক্তিগত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সম্পর্কের আরও উন্নতি ঘটে। ভারত আমেরিকার থেকে আরও প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে রাজি হয়। আমেরিকার দীর্ঘদিনের অভিযোগ ভারত রাশিয়ান প্রতিরক্ষা সরঞ্জামের উপর অতিরিক্ত নির্ভরশীল।
আরও পড়ুন: ভারতীয় অর্থনীতি কি সত্যিই ‘মৃত’?
কিন্তু এখন, সম্পর্ক আবারও ভেঙে যাচ্ছে বলে মনে হচ্ছে। অপারেশন সিঁদুরের পর ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ করে দিয়েছেন, যা ভারত দৃঢ়ভাবে অস্বীকার করেছে। ভারত জানিয়েছে, কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপে যুদ্ধ থামানো হয়নি। ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাঁকে ফিল্ড মার্শালের স্বীকৃতি দিয়েছিলেন। সাম্প্রতিক সময়েও সন্ত্রাসবাদকে উৎসাহিত করার জন্য পাকিস্তান বিশ্বে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কিন্তু ট্রাম্প পরিস্থিতি উল্টে দিয়েছিলেন এবং পাকিস্তানকে ভারতের চেয়েও ঘনিষ্ঠ মিত্র হিসেবে বেছে নিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করেছিলেন যে বিশ্বজুড়ে চীনের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমেরিকা ধীরে ধীরে ভারতের সঙ্গে তার সম্পর্ক উন্নত করছে। পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা ভারতীয়রা সর্বদা সন্দেহের চোখে দেখেছে। আমেরিকা এই সুযোগকে কাজে লাগিয়ে দক্ষিণ চীন সাগর (যার সমুদ্রতল তেল সমৃদ্ধ বলে মনে করা হয়) অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য আমেরিকা, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চার দেশের সমন্বয়কারী ‘কোয়াড’-এর মতো সংস্থা তৈরি করেছে।
আরও পড়ুন: এখনও অর্ধেক আকাশ ‘মেঘাচ্ছন্ন’
মনে হচ্ছে আমরা বিশ্ব কূটনীতিতে এক বিরাট পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। ট্রাম্প কি বিশ্বকে পূর্ব ও পশ্চিম শিবিরে ভাগ করতে চাইছেন? পূর্ব শিবিরে কি চীন, রাশিয়া এবং ভারত থাকবে? এটা কি যুক্তিসঙ্গত? অনেক আমেরিকান রাজনৈতিক বিশেষজ্ঞ ইতিমধ্যেই ট্রাম্পের পদক্ষেপগুলি আমেরিকাকে একটি বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে বর্ণনা করছেন। এটা ঠিক যে, আমেরিকায় ভারতের বার্ষিক ৮০ বিলিয়ন ডলারের রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা সাধারণ আমেরিকান নাগরিকদের তাদের দৈনন্দিন চাহিদা পূরণের জন্য আসন্ন মুদ্রাস্ফীতি নিয়ে চিন্তিত।
বিশেষজ্ঞরা বলছেন আমেরিকাকে সেরা বানানোর বদলে ট্রাম্প অন্যান্য দেশের থেকে বিচ্ছিন্ন করে ফেলছেন। যা কখনওই সমৃদ্ধির জন্য আদর্শ হতে পারে না। আজকের আমেরিকান অর্থনীতির নিয়ন্ত্রণকারী বিশাল তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির জন্য ভারত একটি বিশাল বাজার। ট্রাম্প কি মাইক্রোসফ্ট, অ্যাপল বা গুগলকে ভারতে ব্যবসা না করার জন্য বলতে পারেন? ইলন মাস্ক ইতিমধ্যেই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ভারতে বিনিয়োগ করতে চান। ভারত ও আমেরিকার মধ্যে এই বিরোধ উভয় দেশের স্বার্থের জন্য ক্ষতিকর। আমরা এখনও একটি সম্মানজনক মীমাংসার আশা করি।

নানান খবর

ঘরকুনো স্বভাব নিয়ে সবাই কটাক্ষ করে? তবু আলসেমি ছাড়তে পারেন না? দাওয়াই এই পাঁচ দৈনন্দিন কাজেই

এক্স-র পায়ে শিকল, ভারতের কোন আইন এবার মানতে হবে

উৎসবের আবহে ঘরের রূপ পাল্টে দিতে পারে জানালার নতুন সাজ! কীভাবে নামমাত্র খরচে সাজাবেন বাড়ির জানালা?

সকালে ঘুম ভাঙতেই কাশি? তিন কারণে হতে পারে মারাত্মক রোগের ইঙ্গিত! পুজোর সময়ে কোন লক্ষণ উপেক্ষা করলেই বিপদ?

'সবার নিজস্ব চিন্তাভাবনা আছে,' দুই সতীর্থের আচরণ নিয়ে মুখ খুললেন পাক পেসার

'আমরা দুর্বল, তবে আমাদের ক্ষতি নয়', ভারতের কাছে বিধ্বস্ত হওয়ার পরে অদ্ভুত যুক্তি শোয়েবের

মৃত্যু হল পায়ের ভৃত্য, আফগান কিশোরের ভাগ্য দেখে সকলেই অবাক

দাঁতে ব্যথা থেকেই দেখা দিতে পারে স্ট্রোক-হৃদরোগ! দাঁত না মাজলে কেন বেড়ে যায় সংবহনতন্ত্রের সমস্যা?

'আমি দেখব ও কী করে মারে...', অভিষেক শর্মাকে ওপেন চ্যালেঞ্জ শোয়েবের, পাকিস্তান কি শুনবে?

বুকে নয়, পায়ে চাপ দিয়েই বুঝুন হার্টের অবস্থা! ৫ সেকেন্ডের পরীক্ষায় নিজেই পরীক্ষা করুন হৃদযন্ত্রের স্বাস্থ্য

এবার বড়পর্দায় প্রেমের ছবিতে সীমা বিশ্বাস! কী বললেন অভিনেত্রী?

চেনেন না বাংলাদেশকে, সাংবাদিককে পালটা প্রশ্ন আফ্রিদির, 'টাইগার আবার কারা?'

পারফিউম ছাড়া দিন চলে না? অজান্তেই ডেকে আনছেন না তো ক্যানসার, বন্ধ্যাত্বের ঝুঁকি! ভয়ঙ্কর সতর্কবার্তা দিলেন গবেষকরা

শ্রীলঙ্কাকে হারিয়েই ট্রফি জয়ের হুঙ্কার এই পাক ক্রিকেটারের

ইউরোপে ২০২৪ সালের গ্রীষ্মে তীব্র গরমে ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু: সমীক্ষা

কাচের কফিনে শেষযাত্রায় ‘বন্ধু’ জুবিন গর্গ, শেষ বিদায় জানাতে গিয়ে কী লিখলেন পাপন?

ছয় ছক্কায় সব রেকর্ড তছনছ করে দিলেন বৈভব, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাণ্ডব ১৪ বছরের ব্যাটারের

সাগরপার থেকে কলকাতার ময়দান, জেদি মেয়ের জন্য দ্বীপের মহিলাদের মধ্যে বেড়েছে ফুটবলে উৎসাহ

ভরা বাজারে এ কী সাহস? পোষাক নিয়ে কু মন্তব্য করায় তীব্র বাকবিতণ্ডায় জড়ালেন যুবতী, ভিডিও ভাইরাল

দুর্গাপুজোয় সম্প্রীতির বার্তা ইস্টবেঙ্গলে, সুপার কাপে বিদেশির সংখ্যা নিয়ে কী বললেন শৌভিক?

‘শাহরুখের সঙ্গে একই বছরে জাতীয় পুরস্কার পেলাম, এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে!’ আবেগে ভাসছেন অর্জুন

‘দ্য ব্যাডস অফ বলিউড’ কি আদৌ একাই পরিচালনা করেছেন আরিয়ান? বিস্ফোরক জবাব সিরিজের অন্যতম মুখ্য অভিনেত্রীর!

নেপালের হাওয়া কি ভারতেও! রাজ্যের দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ লাদাখে, আগুন ধরানো হল বিজেপি কার্যালয়ে