
শুক্রবার ৩০ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের একটি ছোট্ট গ্রামে জন্ম। যেখানে ক্রিকেটের নামমাত্র নেই। খেলার থেকে পড়াশোনাকে বেশি গুরুত্ব দেওয়া হত। সেখান থেকে সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় দলে সুযোগ পাওয়া স্বপ্নের মতো। কখনও বয়সভিত্তিক ক্রিকেট খেলেননি। রাতে ওয়েটার হিসেবে কাজ করতেন। অতিমারীর সময় ফল বিক্রি করেন। এমন একটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন, যা তাঁর ক্রিকেটীয় জীবন শেষ করে দিতে পারত। কিন্তু হাল ছাড়েননি হায়দার আলি। বর্তমানে ৩০ বছর বয়স বাঁ হাতি স্পিনারের। আরব আমিরশাহির প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম। বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আইএলটি ২০ তেও নজর কাড়েন।
আন্তর্জাতিক ক্রিকেটে হায়দার আলির যাত্রা বলিউডের কাহিনির থেকে কিছু কম নয়। শুধু গ্ল্যামারটাই নেই। পাকিস্তানের ছোট্ট গ্রাম কামালিয়া আজমত শাহতে জন্ম। ক্রিকেটার হওয়ার কোনও সম্ভাবনাই ছিল না। গ্রামে কোনও মাঠ ছিল না। ছিল না নেট। সর্বোপরি, খেলার অনুমতি ছিল না। নিজের কাকুর কাছে বড় হয়েছেন হায়দার। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ম্যাট্রিক পাস না করা পর্যন্ত ক্রিকেটে হাত দেওয়া যাবে না। যার ফলে অনূর্ধ্ব-১৪, ১৬ দলের হয়ে খেলা হয়নি তাঁর। পাস করার পর লাহোরে চলে যান। গ্রাম থেকে পাঁচ ঘণ্টার দূরত্ব। একদিকের টিকিট কেটে নিজের স্বপ্নের উড়ানে চেপে বসেন হায়দার। আখতার মুমতাজের অধীনে লুধিয়ানা জিমখানা ক্লাবে দাখিল হন। দিনে ক্রিকেট খেলতেন, রাতে রুটিরুজির জন্য ওয়েটারের কাজ করতেন। হায়দার আলি বলেন, 'আমি একটা ছোট্ট গ্রাম থেকে এসেছি যেখানে কোনও পরিকাঠামো ছিল না। আমার কাকু, যে আমার এবং আমার পড়াশোনার দেখভাল করতেন, তিনি আমাকে খেলতে দেননি। উনি বলতেন প্রথমে ম্যাট্রিক পাস করতে হবে। তারপর আর আমি তোমাকে আটকাবো না। আমি লাহোরে এসে রাতে ওয়েটারের কাজ করতাম। দিনে ক্রিকেট খেলতাম এবং জিমে যেতাম। আমার পরিবার কিছু জানত না। ওরা শুধু জানত, ওদের ছেলে লাহোরে ক্রিকেট খেলছে।'
তারপর কোভিড আসে, এবং সবকিছু বদলে যায়। ম্যারেজ হলগুলো বন্ধ হয়ে যায়। চাকরি চলে যায়। বাধ্য হয়ে অতিমারীর সময় ফল বিক্রি করতে হয় হায়দারকে। কিন্তু ক্রিকেট ছাড়েননি। যদিও আবার হতাশা তাঁকে গ্রাস করে। মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন। ফল সরবরাহের সময় অটোরিক্সা উল্টে যাওয়ায় ৩০ ফুট উঁচু ব্রিজ থেকে নীচে পড়ে যান। অনেকেই বলেছিল, এখানেই ক্রিকেট জীবন শেষ। কিন্তু হাল ছাড়েননি। হায়দার বলেন, 'আমি প্রায় চার বছর ফল বিক্রেতা হিসেবে কাজ করি। কিন্তু ক্রিকেট ছাড়িনি। আমি নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যেতাম। কারণ ক্রিকেট আমার ভালবাসা এবং আমার বাবার স্বপ্ন। কিন্তু আবার দুর্ঘটনার কবলে পড়ি। অটো উল্টে যায়। কাঁধ, পা, নাক ভাঙে। কিন্তু আমি খুব ভাগ্যবান। ভগবান আমাকে দ্বিতীয় জন্ম দেয়। অনেক বড় বড় ক্রিকেটার, এমনকী টেস্ট প্লেয়াররা বলেছিল, আমার ক্রিকেট জীবন শেষ হয়ে গিয়েছে। কিন্তু আমি সেটা মানিনি। আমি কঠোর পরিশ্রম চালিয়ে যাই। বিশ্বাস করতাম, ভগবান আমাকে সাহায্য করবে।'
স্বপ্ন অবলম্বন করে পাকিস্তানি মুদ্রায় মাত্র ১০ টাকা পকেটে নিয়ে দেশ ছাড়েন হায়দার। পাড়ি দেন সংযুক্ত আরব আমিরশাহিতে। প্রাথমিকভাবে সেভেন ডিস্ট্রিক্ট ক্রিকেট দলে সুযোগ পান। তাঁকে সাহায্যের হাত বাড়ান দলের মালিক মহম্মদ হায়দার এবং তাঁর বাবা আমির আলি। হায়দার বলেন, 'এই বিষয়টা আমার কাছে আবেগপ্রবণ। আমি দেশ ছাড়ার সময় আমার মা কান্নাকাটি করছিল। আমার বাবাও। আমি মাকে বলি, তোমাদের গর্বিত করার পরই আমি দেশে ফিরব। দুবাইয়ে প্রথম দুই বছর মহম্মদ হায়দার এবং তাঁর বাবা আমির আলি আমাকে সবদিক থেকে সাহায্য করে। যদিও তাঁদের সঙ্গে এখন আর যোগাযোগ নেই।' বর্তমানে কারওয়ান ক্রিকেট ক্লাবে খেলেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহির অন্যতম প্রিমিয়ার দল। এই উত্থানের জন্য বাবর ইকবালের কৃতিত্ব দেন। হায়দার বলেন, 'আমার দিন সকাল সাড়ে তিনটেয় শুরু হয়। প্রথমে সুইমিংয়ে যাই, তারপর প্র্যাকটিস। তারপর একটু ঘুমোই। তারপর ২-৩ টের সময় উঠে আবার প্র্যাকটিস করি। ৪৫ ডিগ্রি গরমের মধ্যে বোলিং এবং ফিল্ডিং ড্রিল করি। তারপর আমি জিমে যাই। বাকিরা কী করছে আমি তার ধার ধারি না।' চলতি বছরের ২১ মে সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেটে নিজের নাম খোদাই করেন হায়দার। চার ওভারে মাত্র ৭ রানে ৩ উইকেট তুলে নেন। যার ফলে শারজায় টেস্ট খেলিয়ে দেশ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ সিরিজ জেতে আরব আমিরশাহি। ওয়েটার, ফল বিক্রেতা থেকে ম্যাচ উইনিং পারফরম্যান্স। সবাইকে ভুল প্রমাণিত করে এগিয়ে চলেছেন হায়দার।
ক্রিকেট মাঠে বিপত্তি, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লেন বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা
প্রীতির দলের ভরাডুবি দেখে হাসতে হাসতে গড়িয়েই পড়লেন অনুষ্কা, রইল ভিডিও
আরও একবার মিলল 'মানবিক' রোহিতের পরিচয়, কিভাবে বাঁচিয়েছিলেন তরুণ ইন্টার্নের চাকরি?
‘আমার সুপারম্যান’, সূর্যকুমারের পরিবারে হঠাৎই অবসরের ঘোষণা, কী জানালেন তারকা ক্রিকেটার?
বাড়ল চুক্তি, আরও এক বছর ইস্টবেঙ্গলেই অস্কার
এশিয়ান অ্যাথলেটিক্সে পদকের বন্যা ভারতের, সোনা জিতল মিক্সড রিলে দল, রুপো তেজস্বিনের
নিলামেই বোঝা গিয়েছিল তারকা হবেন, ২০ লাখের জিতেশের দাম ছুঁয়েছিল আকাশ, রেকর্ড গড়ে এসেছিলেন বেঙ্গালুরুতে
ডেল স্টেন হওয়ার স্বপ্ন দেখেন, তাঁর দেশের বোলারের হাতেই মার খেলেন রিপন, জানুন বাংলাদেশের তারকা সম্পর্কে
কলকাতা লিগের গ্রুপ পর্বেই ডার্বি, গ্রুপ বি-তে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব
'ওর দ্বারা এটা হবেই না...ধৈর্য এত কম', ধোনিকে নিয়ে বিরাট মন্তব্য করলেন দেশের তারকা ক্রিকেটার, কেন বললেন একথা?
দ্বিমুকুট জয়, শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপ জিতল ইস্টবেঙ্গল
চূড়ান্ত অসম্মানিত শ্রেয়স! প্রাপ্য সম্মানটুকুও দিল না শাহরুখের কেকেআর, কী করল নাইটরা?
ইংল্যান্ড সফরের আগে খোঁড়াচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার, ছড়িয়ে পড়া ভিডিও চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের
নেই প্রেমিকা, দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতিতে ডুবে বাংলার এই ক্রিকেটার
দায়িত্ব নিয়েই দলে রাখলেন না নেইমারকে, তারকা ফুটবলারের যুগ কি শেষ ব্রাজিলে? কী বললেন ব্রাজিলের নতুন হেডস্যর অ্যানচেলোত্তি