শুক্রবার ৩০ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | তাঁর স্কিলে মজেছিল ইস্টবেঙ্গল-মহমেডান, নেশা-প্রেম এবং নিষিদ্ধপল্লীর ত্র্যহস্পর্শে শেষ হয়েছিল তারকার ফুটবল জীবন

KM | ২৮ মে ২০২৫ ১৭ : ২৭Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: কেউ তাঁকে বলতেন বোহেমিয়ান বাদশা। আবার কেউ তাঁর নাম দিয়েছিলেন দেবদাস। তিনি মজিদ বিসকর। কলকাতার ফুটবল মাঠে যাঁর উপস্থিতি ক্ষণস্থায়ী। কিন্তু ওই অল্প সময়ে হৃদয় জিতে নিয়েছিলেন সবার। 

একদিন উল্কার বেগে নেমে এসেছিলেন কলকাতার ফুটবলে। আবার আচমকাই ভ্যানিস হয়ে গেলেন শহর কলকাতা থেকে। কলকাতা ছাড়ার বহু বছর পরে ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে এসেছিল মজিদকে। কলকাতাকে তিনি ভোলেননি। ভোলেননি একসময়ের অনেক সতীর্থ এবং প্রতিপক্ষের ফুটবলারদেরও। 

১৯৭৮ সালে বিশ্বকাপ ফুটবলে ইরানের জাতীয় দলের জার্সি গায়ে ছিল তাঁর। মজিদ, জামশিদ নাসিরি ও খাবাজি এসেছিলেন ইস্টবেঙ্গলে। লাল-হলুদে ১২ নম্বর জার্সি পরতেন মজিদ। জামশিদ ৯ নম্বর। আর খাবাজি নিলেন ২১ নম্বর জার্সি। সেই প্রসঙ্গ নিয়ে গল্প বলেছিলেন মজিদ।  ইস্টবেঙ্গলে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে জামশিদকে পাশে বসিয়ে মজিদ গল্প বলেছিলেন, ''আমি ১২ নম্বর জার্সি নিই। জামশিদ নেয় ৯ নম্বর। ৯ আর ১২ যোগ করলে হয় ২১। খাবাজি এই ২১ নম্বর জার্সি নিল।'' 

ইস্টবেঙ্গলের সবুজ ঘাসে লেখা হল  মজিদ রূপকথা। ইরানি তারকা আসলে ছিলেন অ্যাটাকিং মিড ফিল্ডার। চোখজুড়ানো স্কিল ছিল। ছিল আরও অনেককিছু। এক ফুটবলপাগল একবার বলেছিলেন, ইডেন উদ্যানে অনুষ্ঠিত এক বড় ম্যাচে মজিদের সোল টানা দেখে তাঁর মনে হয়েছিল পৃথিবীটা যেন দুলে উঠল। একবার যাঁরা তাঁর খেলা দেখেছেন, তাঁরা কোনওদিন ভুলবেন না। মজিদ হয়ে উঠেছিলেন সবার থেকে আলাদা। হয়ে উঠেছিলেন অনন্য এক ফুটবলার। কলকাতা ছেডে চলে যাওয়ার পরেও চায়ের পেয়ালায় মজিদকে নিয়ে তুফান ওঠে। কত বড় ম্যাচের যে ভাগ্য নির্ধারণ করে দিয়েছিলেন তার ইয়ত্তা নেই। 

লাল-হলুদ জার্সিতে প্রথম বছরেই মজিদ যা ম্যাজিক দেখিয়েছিলেন, তাতে মহমেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা তাঁকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করতে থাকেন। ১৯৮২ সালে মজিদকে সই করায় সাদা-কালো শিবির। 

কলকাতার ফুটবল আকাশে এক তারকার উত্থান দেখেছিলেন ফুটবলপাগলরা। আবার কলকাতার আকাশ থেকেই এক তারাকে খসে পড়তে দেখা গিয়েছিল। সেই বোহেমিয়ান বাদশা  আসক্ত হয়ে পড়েছিলেন নেশায়। সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এক বিখ্যাত মহিলার সঙ্গে। পরবর্তীকালে কলকাতায় আসার পরে তাঁকে সেই মহিলা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি সেই অধ্যায় সযত্নে এড়িয়ে যান। এহেন মজিদ কলকাতার নিষিদ্ধপল্লীতে পুলিশের জালে জড়িয়ে পড়েন। সেই মজিদই হঠাৎ কলকাতা থেকে উধাও হয়ে যান বোহেমিয়ান বাদশা।  

তাঁর সমসাময়িকরা এখন অবসর জীবনযাপন করছেন। আর তিনি সকাল সাতটা-সাড়ে সাতটায় অফিসে ছুটছেন ইরানে। আট ঘণ্টা অফিসে কাজ করার পরে দুপুর তিনটে নাগাদ বাড়ি ফিরে আসেন। এখন আর মজিদ যুবক নন, বৃদ্ধ হয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলেও খবর। মজিদ অবশ্য বলেন, ‘‘আমি স্পোর্টসম্যান। আমার শরীর ঠিকই আছে। সমস্যা কিছু হচ্ছে না।’’ 
মজিদকে নিয়ে এখনও কলকাতা মেতে ওঠে। সেই আনন্দ যেন ছুয়ে যায় তাঁকেও। শহরের পাগলপারা উন্মাদনার কথা জানতে পেরে মজিদ আনর্গল, ‘‘আমাকে যাঁরা দেখেননি, সেই সময়ে যাঁরা জন্মাননি, তাঁরাও যে আমাকে মনে রেখেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাই।’’

এই শহর জানে মজিদের সবকিছু। মজিদও জানেন শহরের নাড়ির টান। মজিদ ও কলকাতার সম্পর্ক যে বহু পুরনো। কেউ ভোলেননি কাউকে। গানের কথায়, মজিদের কাহিনি যেন মান্না দে-র সেই গান, ‘হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে।’


Majid Bishkar Kolkata Football East Bengal

নানান খবর

নানান খবর

ক্রিকেট মাঠে বিপত্তি, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লেন বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা

প্রীতির দলের ভরাডুবি দেখে হাসতে হাসতে গড়িয়েই পড়লেন অনুষ্কা, রইল ভিডিও

আরও একবার মিলল 'মানবিক' রোহিতের পরিচয়, কিভাবে বাঁচিয়েছিলেন তরুণ ইন্টার্নের চাকরি?

‘আমার সুপারম্যান’, সূর্যকুমারের পরিবারে হঠাৎই অবসরের ঘোষণা, কী জানালেন তারকা ক্রিকেটার?

বাড়ল চুক্তি, আরও এক বছর ইস্টবেঙ্গলেই অস্কার

এশিয়ান অ্যাথলেটিক্সে পদকের বন্যা ভারতের, সোনা জিতল মিক্সড রিলে দল, রুপো তেজস্বিনের

নিলামেই বোঝা গিয়েছিল তারকা হবেন, ২০ লাখের জিতেশের দাম ছুঁয়েছিল আকাশ, রেকর্ড গড়ে এসেছিলেন বেঙ্গালুরুতে

ডেল স্টেন হওয়ার স্বপ্ন দেখেন, তাঁর দেশের বোলারের হাতেই মার খেলেন রিপন, জানুন বাংলাদেশের তারকা সম্পর্কে

কলকাতা লিগের গ্রুপ পর্বেই ডার্বি, গ্রুপ বি-তে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব

'ওর দ্বারা এটা হবেই না...ধৈর্য এত কম', ধোনিকে নিয়ে বিরাট মন্তব্য করলেন দেশের তারকা ক্রিকেটার, কেন বললেন একথা?

দ্বিমুকুট জয়, শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপ জিতল ইস্টবেঙ্গল

চূড়ান্ত অসম্মানিত শ্রেয়স! প্রাপ্য সম্মানটুকুও দিল না শাহরুখের কেকেআর, কী করল নাইটরা?

ইংল্যান্ড সফরের আগে খোঁড়াচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার, ছড়িয়ে পড়া ভিডিও চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের

নেই প্রেমিকা, দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতিতে ডুবে বাংলার এই ক্রিকেটার

দায়িত্ব নিয়েই দলে রাখলেন না নেইমারকে, তারকা ফুটবলারের যুগ কি শেষ ব্রাজিলে? কী বললেন ব্রাজিলের নতুন হেডস্যর অ্যানচেলোত্তি

সোশ্যাল মিডিয়া