
বুধবার ২৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গ্রুপের শেষ ম্যাচে পাঞ্জাবের কাছে হারের পর হার্দিক পাণ্ডিয়াকে তুলোধোনা করলেন বীরেন্দ্র শেহবাগ। তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। মুম্বইকে হারিয়ে প্রথম দুইয়ে জায়গা করে নিয়েছে পাঞ্জাব। এবার হার্দিকের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করলেন বীরু। চোটে হিমশিম খাওয়া সত্ত্বেও দীপক চাহারকে দিয়ে বল করানো নিয়ে প্রশ্ন তুললেন। হ্যামস্ট্রিংয়ে ব্যান্ডেজ বেঁধে খেলতে বাধ্য হন মুম্বইয়ের পেসার। বিরতির পরের দুই ওভারে কিছু রান দিয়ে বসেন। এটাই মেনে নিতে পারেননি শেহবাগ। হার্দিকের এই সিদ্ধান্তে চূড়ান্ত হতাশ তিনি। মনে করেন, এটাই পার্থক্য গড়ে দিয়েছে। বীরু বলেন, 'আমি এটা ধারাভাষ্য দেওয়ার সময় বলেছিলাম। দীপক চাহারের হ্যামস্ট্রিংয়ে স্ট্র্যাপ বাঁধা থাকলেও ওকে দিয়ে দুই ওভার বল করানো হয়। দুই ওভারে ২৮ রান দেয়। সেটাই ম্যাচ ঘুরিয়ে দেয়। চাহারকে দ্বিতীয় ওভার না দিয়ে যদি বুমরা বা হার্দিক বা অশ্বিনী বল করত, ১৭ রান বাঁচানো যেত। সেক্ষেত্রে পাঞ্জাব চাপে পড়ে যেত। অধিনায়ক হিসেবে বোলিং পরিবর্তনে হতাশ করেছে। সঠিক সময় পরিবর্তন করেনি। সেই কারণেই মুম্বই ব্যাকফুটে চলে যায়।'
জয়ের পর দলগত প্রচেষ্টার কথা উল্লেখ করেন শ্রেয়স আইয়ার। পাশাপাশি উইনিং মাইন্ডসেটেরও প্রশংসা করেন। শ্রেয়স বলেন, 'ব্যক্তিগতভাবে আমার মনে হয়, সবাই সঠিক সময় এগিয়ে এসেছে। আমরা জানতাম, আমাদের জিততেই হবে। ম্যানেজমেন্ট সহ বাকিদের অভিনন্দন। রিকি অসাধারণ। প্রত্যেকের বিশ্বাস অর্জন করতে পেরে ভাল লাগছে।' দলের সবার মধ্যে সুসম্পর্ক সাফল্যের চাবিকাঠি, মনে করছেন শ্রেয়স।
রেকর্ডের হ্যাটট্রিক কোহলির, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনুষ্কার ভিডিও
অবশেষে ফিরলেন রানে, ঐতিহাসিক শতরানের পর মাঠেই ডিগবাজি পন্থের
টসে একী কাণ্ড! পন্থদের বিরুদ্ধে মারাত্মক ভুল করে বসলেন কোহলিদের অস্থায়ী নেতা
চেন্নাইয়ের সবচেয়ে জঘন্য আইপিএল, এখনও মন কাঁদে অশ্বিনের
রোহিতকে নিয়ে সতর্কবাণী, প্লে অফের আগে মুম্বইকে সতর্ক করলেন প্রাক্তন তারকা
ইংল্যান্ড সিরিজ নয়, রাহুলের মাথায় টি-২০ বিশ্বকাপের ভাবনা
'কোথায় এমন লেখা আছে?,' কেকেআর অধিনায়ককে তুলোধোনা বীরুর
আইপিএলের এলিট তালিকায় কোহলিকে ছুঁয়ে ফেলার হাতছানি, দ্বিতীয় প্লেয়ার হিসেবে এই নজির গড়বেন রোহিত
'ও কি আদৌ ফিট?' ধোনির ভবিষ্যৎ নিয়ে আলোচনাকে ঘিরে তুলকালাম