
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পাঁচমুড়ার গ্রামে আজও জীবিত রয়েছে এক প্রাচীন সংস্কৃতি যার নাম ‘চাকা পূজা’। কথিত আছে, মহাদেব শিবের জটাজুট থেকেই উৎপত্তি হয়েছিল কুম্ভকারদের। সেই সূত্র ধরেই শিবের উপাসক হয়ে উঠেছেন কুম্ভকাররা। আর চাকা পূজা হল তাদেরই এক বিশেষ ধর্মীয় আচার। এই আচারকে মূলত শিবপূজারই একটি বিশেষ অংশ হিসেবে ধরা হয়ে থাকে। জানা গিয়েছে, পাঁচমুড়ার এই গ্রামে প্রায় একশোরও বেশি কুম্ভকার পরিবার বসবাস করে।
পুরুষ কিংবা মহিলা, এদের মধ্যে অধিকাংশই মৃৎশিল্পের সঙ্গে যুক্ত। তবে চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন থেকে গোটা বৈশাখ মাসজুড়ে তারা কাজ বন্ধ রাখেন। কারণ, নিয়ম অনুযায়ী বাংলা বছরের এই সময়টা কাজ শুরু করার জন্য শুভ নয়। এক মাস ধরে চাকায় কোনওরকম কাজ না করেই পালন করা হয় এই বিশেষ পুজোর রীতিনীতি। জানা যায়, সংক্রান্তির আগের দিন চাকাটি ধুয়ে-মুছে পরিষ্কার করে রাখা হয়। তার ওপর কিছুটা কাদা মাটি রেখে ঘোরানো হয়। ঘোরাতে ঘোরাতে একসময় সেই মাটির আকৃতি গিয়ে দাঁড়ায় শিবলিঙ্গের আদলে।
এরপর ওই অবস্থায় এক মাস রেখে দেওয়া হয় চাকাটি। সেটাই যেন এক পূজিত দেবতার রূপ। এই সময় আত্মীয়স্বজনদের বাড়ি যাওয়া, সামাজিক যোগাযোগ বজায় রাখা, ও ঘরের প্রয়োজনে সময় দেওয়াই হয়ে ওঠে মুখ্য কাজ। কুম্ভকারদের কাছে এই চাকা পূজা শুধু মাত্র একটা ধর্মীয় অনুষ্ঠান নয়। বছরের এই একটা সময় তাদের কাছে বিশ্রামের সময়, আত্মপর্যালোচনার সুযোগ এবং শিকড়ে ফিরে যাওয়ার অন্যতম উপলক্ষ্য। জানা যায়, পূর্বপুরুষদের বিশ্বাস ও প্রথাকে সম্মান জানিয়ে আজও চালু রয়েছে এই রীতি।
‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের
এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি
শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ
স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪
প্রবল ঝড়-জলে ধেয়ে আসছে বিপদ, আগামী তিন ঘণ্টায় ভাসবে এই পাঁচ জেলা
বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ
অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা
'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার
চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়
হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের
বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন
ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা
লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া
গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ!
খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত