
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তুমুল ঝড়-বৃষ্টিতে বিপত্তি। চলন্ত ট্রেনের উপ বজ্রপাত। জ্বলে উঠল ট্রেনের একটি অংশ। আতঙ্ক যাত্রীদের মধ্যে। ঘটনাস্থল মুর্শিদাবাদ। বুধবার সন্ধে নাগাদ শিয়ালদহ থেকে লালগোলাগামী একটি ট্রেনের উপর বজ্রপাতের কারণে রাত ৮ টার পর থেকে মুর্শিদাবাদের রেজিনগর থেকে লালগোলাগামী লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে।
বুধবার সন্ধেয় লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি রেজিনগর স্টেশন ছেড়ে বেলডাঙা স্টেশনের দিকে যাওয়ার সময় জানপুর এলাকায় ১০৫ নম্বর রেলগেটের কাছে ট্রেনের একটি কামরার উপর বাজ পড়ে বলে জানা গিয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত না থাকলেও রাত আটটার পর থেকে রেজিগরের জানপুর সংলগ্ন এলাকায় ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে।ফলে ওই লাইন দিয়ে কোনও ট্রেন চলাচল করতে পারছে না।
প্রচুর সংখ্যক যাত্রী ওই ট্রেনের মধ্যে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। ট্রেনটিকে বহরমপুর বা পলাশীর দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য রেলের তরফ থেকে ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। ইন্দ্রনীল বিশ্বাস নামে ওই ট্রেনের এক যাত্রী বলেন, 'ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন কৃষ্ণনগর স্টেশন ছাড়ার পর থেকেই প্রচন্ড খারাপ ব্যবহার মধ্যে পড়ে। সন্ধের পর থেকেই এই এলাকায় প্রচন্ড ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। ট্রেনটি যখন রেজিনগর এবং বেলডাঙা স্টেশনের মাঝামাঝি জানপুর এলাকায় ছিল সেই সময় প্রচন্ড জোরে শব্দ হয় এবং ট্রেনটি জোরে ঝাঁকুনি দিয়ে থেমে যায়।'
ট্রেনের অন্য কয়েকজন যাত্রী বলেন, প্রাথমিকভাবে আমরা মনে করেছিলাম ট্রেনে বড় কোনও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর ফলে ট্রেন থেকে বহু যাত্রী প্রচন্ড বৃষ্টির মধ্যেই প্রাণ হাতে নিয়ে রেল লাইনের উপর ঝাঁপ দিতে শুরু করেন। তাঁরা বলেন, 'ট্রেন থেকে নেমে আমরা দেখতে পাই মহিলা কামরা সংলগ্ন অংশে গাছের ডালের উপর বাজ পড়ে সেটি ট্রেনের কম্পার্টমেন্টের ছাদের উপর পড়ে গেছে এবং প্যানটোগ্রাফ সহ সংলগ্ন অংশ ও ট্রেনের বিদ্যুৎবাহী তার দাউ দাউ করে জ্বলছে।'
সূত্রের খবর, এর কিছুক্ষণ পর চালক আবার ট্রেনটিকে চালানোর চেষ্টা করলে ফের একবার প্যানটোগ্রাফে আগুন লেগে যায়। তারপর থেকে ট্রেনটি ওই এলাকাতেই দাঁড়িয়ে রয়েছে। ট্রেনের বেশ কিছু যাত্রী জানান, রেজিনগর সংলগ্ন যে এলাকায় ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে সেখানে প্রচন্ড ঝড়-বৃষ্টির পরিস্থিতি, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ওই এলাকা থেকে জাতীয় সড়ক প্রায় দেড় কিলোমিটার দূরে। এই অবস্থায় যাত্রীরা ট্রেন থেকে নেমে নিজেদের গন্তব্যের দিকেও যেতে পারছেন না।
'অপরিষ্কার সহ্য হয় না', বিনা পারিশ্রমিকে এলাকার ঝাড়ু হাতে আশার আলো তিনি
বজ্রাঘাতে প্রাণহানি রুখতে উদ্যোগী শিক্ষক, ৭৫ হাজার গাছ পুঁতে গ্রামবাসীদের মন জয়
নোড়া দিয়ে দুই সন্তানের মাথা থেঁতলে দিল মা, শেষমেশ ভয়ঙ্কর পরিণতি, নদিয়ায় হাড়হিম কাণ্ড
মাত্র কয়েক সেকেন্ডের ঝড়, লণ্ডভণ্ড হুগলি চুঁচুড়া পুরসভার দুটি ওয়ার্ড
সুন্দরবনের আকাশেও রহস্যময় ড্রোন! রহস্যের কিনারা পুলিশের
ছাগল চুরি করতে এসেছিল ওরা, বাধা দিল খোদ হাতি? তারপর যা হল গ্রামে…
দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি, গুরুতর জখম কর্মচারী, লুঠ ৪০ লক্ষ টাকার সোনা
হাতে দু’ঘন্টা সময়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় ধেয়ে আসছে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট
গৃহপালিত পশুর পর অজানা কারণে সিতাইয়ে এক পরিবারের তিনজনের মৃত্যু, আতঙ্কিত গ্রাম, পরিদর্শনে স্বাস্থ্য আধিকারিক ও বিডিও
চন্দন দাস কি চা-বিস্কুট খাবে আর চলে যাবে? এসপিকে ধমক মুখ্যমন্ত্রী মমতার
বুধবার থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, রইল আবহাওয়ার বড় আপডেট
পচনশীল ও অপচনশীল আবর্জনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আয়োজিত হল র্যালি
পুলিশের জালে তিন মোবাইল চোর, উদ্ধার ৭০টি ফোন
মিলবে আধুনিক পরিষেবা, রেডক্রস সঞ্জীবন হাসপাতাল উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁজা
ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাবার, ছেলেকে দিয়ে দেহাংশ তোলাল পুলিশ