
বুধবার ২১ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: সিনেমার পর্দায় সাহসী আর সংবেদনশীল চরিত্রে যাকে দেখা যায়, বাস্তব জীবনেও তিনি ঠিক ততটাই সোজাসাপটা আর অনড়। অভিনেত্রী সায়ামি খের। সম্প্রতি জানালেন এমনই এক অভিজ্ঞতার কথা, যা তাঁকে নড়িয়ে দিয়েছিল কিশোরী বয়সেই।
‘ঘুমর’ এবং ‘চোকড’-এর মতো প্রশংসিত ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই নিজের আলাদা জায়গা তৈরি করেছেন সায়ামি। কিন্তু এই সফরটা আদৌ সহজ ছিল না। এক সাক্ষাৎকারে তিনি ফাঁস করলেন নিজের প্রথম দিককার এক চাঞ্চল্যকর অভিজ্ঞতা— স্ট্রাগলিং পিরিয়ডে কাস্টিং কাউচের সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে! যখন মাত্র ১৯ বছর বয়সে তাঁকে ‘কম্প্রোমাইজ’ করার ইঙ্গিত দেওয়া হয়েছিল এক দক্ষিণী ছবির প্রস্তাব দেওয়ার সময়।
সায়ামি বলেন, “আমি খুবই সৌভাগ্যবান যে আমার কেরিয়ারে বেশিরভাগ সময়েই সম্মানজনক অফার পেয়েছি। কিন্তু একবার এক মহিলা কাস্টিং এজেন্ট আমাকে ফোন করে বলেছিলেন, ‘তোমাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে।’ আমি ভেবেছিলাম, একজন মহিলা আরেকজন মহিলাকে এটা বলছেন— ব্যাপারটা আমার ভিতরটা নাড়িয়ে দেয়।”
তিনি আরও বলেন,“আমি তখন বারবার বলছিলাম, ‘ম্যাম, আমি বুঝতে পারছি না আপনি কী বলতে চাইছেন।’ আমি ওঁর প্রতিক্রিয়া বুঝতে চাইছিলাম। শেষে তিনি স্পষ্ট করে বলেন, ‘দেখো, বুঝে নিতে হবে তোমায়।’ তখন আমি বলেছিলাম, ‘দুঃখিত, আপনি হয়তো ভাবছেন আমি এমন কেউ, যে এই পথে হাঁটতে রাজি। কিন্তু আমার জীবনে কিছু সীমা আছে, যেটা আমি কখনও পার করিনি।’ এটা জীবনে একবারই হয়েছিল। আর সেটাও একটা মহিলার তরফেই এসেছিল।”
বলিউডে সায়ামির পথচলা শুরু হয়েছিল রাকেশ ওমপ্রকাশ মেহরার 'মির্জিয়া' দিয়ে, যেখানে তাঁর সঙ্গে অভিষেক ঘটেছিল অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরেরও। যদিও ছবিটি বক্স অফিসে চলেনি, সাইয়ামীর অভিনয় নজর কেড়েছিল অনেকের। এরপর একে একে তিনি কাজ করেছেন অনুরাগ কাশ্যপের ‘চোকড’, ‘আনপজড’, দক্ষিণী ছবি ‘হাইওয়ে’, নাগার্জুনার ‘ওয়াইল্ড ডগ’-এর মতো ছবিতে।
তবে সায়ামির অভিনয়ের প্রভূত প্রশংসা আসে আর বালকির স্পোর্টস ড্রামা 'ঘুমর'-এর মাধ্যমে, যেখানে তিনি এক বিশেষ সক্ষম ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেন। সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন। এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয় সমালোচক থেকে দর্শক— সকলের কাছেই।সম্প্রতি সায়ামিকে দেখা গেছে সানি দেওল ও রণদীপ হুডা অভিনীত অ্যাকশন ছবি 'জাঠ'-এ, যেখানে তিনি এক গুরুত্বপূর্ণ সহ-চরিত্রে ছিলেন। ছবিটি পরিচালনা করেছেন গোপীচাঁদ মালিনেনি, আর বিশ্বব্যাপী ₹১১৮.৩৬ কোটির ব্যবসা করেছে।
তবে সব সাফল্যের মাঝেও সাইয়ামীর এই সাহসী স্বীকারোক্তি এক নতুন আলো ফেলছে ইন্ডাস্ট্রির অন্ধকার কোণে। বিশেষ করে যখন একজন মহিলা নিজেই আরেক মহিলার কাছে এমন প্রস্তাব রাখেন, তখন প্রশ্ন ওঠে— এই শোষণ আর দুর্নীতির চক্র কোথায় গিয়ে শেষ হবে?
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!
বড়পর্দায় যাত্রা শুরু 'রাঙ্গামতি' মনিষার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
টলিপাড়ার শিল্পীদের কাজে বাধা দেওয়া যাবে না! ফেডারেশন-পরিচালক মামলায় হাইকোর্টের রায়
কান-এর লাল গালিচায় ছেঁড়া পোশাকে উর্বশী রাউতেলা! নায়িকার কাণ্ড দেখে ছিঃছিঃ নেটপাড়ায়
'অপারেশন সিঁদুর' নিয়ে ছবি তৈরির বিষয়ে ভিকির সঙ্গে তুমুল ঝামেলা অক্ষয়ের? খুল্লম খুল্লা টুইঙ্কল খান্না!
অনন্যা পাণ্ডের ‘ব্লাউজ’ পরে মঞ্চে উঠলেন টাইগার শ্রফ? অভিনেতাকে নিয়ে শুরু হাসির তুফান!