বুধবার ২১ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | প্লে অফের লড়াই থেকে ছিটকে যেতেই অজুহাত শুরু নাইটদের, বোর্ডের এই নতুন নিয়ম নিয়ে তুলে দিল প্রশ্ন

Rajat Bose | ২১ মে ২০২৫ ১২ : ৫৭Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএল প্লে অফের লড়াই থেকে ছিটকে গেছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। একটি ম্যাচ বাকি রয়েছে। সেটি অবশ্য নিয়মরক্ষার। 


এবার আইপিএলে বৃষ্টি ভালরকম থাবা বসিয়েছে। একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে। কলকাতার দুটি ম্যাচ ভেস্তে যায়। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার বিসিসিআই একটি নিয়ম চালু করে। মঙ্গলবার বোর্ড জানায়, ২০ ওভারের ম্যাচ শেষ করার জন্য ৬০ মিনিটের বদলে ১২০ মিনিট অপেক্ষা করা হবে। ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ শুরু করার সর্বশেষ সময় (রাত ১০.৫৬) যেটা ছিল সেটাও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আইপিএলের অন্যতম কর্তা হেমাঙ্গ আমিন ইমেল করে সব দলকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তাঁর যুক্তি, বৃষ্টির মরসুম শুরু হতে চলায় একাধিক ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এই সিদ্ধান্ত।


এদিকে, আইপিএলের দৌড় থেকে ছিটকে যাওয়া কলকাতা নাইট রাইডার্স এই যুক্তি মানতে পারছে না। বৃষ্টিতে এবার যদিও সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই। ইডেনে পাঞ্জাব এবং চিন্নাস্বামীতে বেঙ্গালুরু ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। দু’টি ম্যাচ জিতলে তারা নিশ্চিতভাবেই প্লে–অফের দৌড়ে থাকত বলে দাবি নাইটদের।


আর তাই সিদ্ধান্ত নেওয়ার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। কলকাতা–বেঙ্গালুরু ম্যাচ ভেস্তে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হল কি না, তা জানতে চেয়েছেন তিনি। মাইসোর লিখেছেন, ‘‌মরসুমের মাঝপথে নিয়ম বদল যে কোনও কোনও ক্ষেত্রে দরকারি সেটা আমরা জানি। তবে নিয়ম চালু করার ক্ষেত্রে একটা ধারাবাহিকতা থাকা উচিত বলে আমরা মনে করি।’‌ তিনি আরও লিখেছেন, ‘‌আইপিএল আবার শুরু হওয়ার সময়ে বোঝাই গিয়েছিল ১৭ মে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবে। সবাই পূর্বাভাস জানত। ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গেলেও ১২০ মিনিট বাড়তি দেওয়ার নিয়ম তখন থাকলে অন্তত পাঁচ ওভারের ম্যাচ করাই যেত।’‌ তিনি আরও লেখেন, ‘‌ওই ম্যাচের পরেই কেকেআরের প্লে অফের আশা শেষ হয়ে যায়। তাই তড়িঘড়ি নেওয়া সিদ্ধান্ত এবং ধারাবাহিকতার অভাব থাকা আইপিএলের মতো প্রতিযোগিতার ক্ষেত্রে কাম্য নয়। কেন আমরা এতটা ক্ষুব্ধ, সেটা আশা করি বুঝতে পারছেন।’‌ গোটা বিষয়টি নিয়ে বিসিসিআইকে নিয়ে মেল করেছেন মাইসোর। 

এটা ঘটনা বোর্ড নতুন নিয়মে জানিয়েছে দুপুরে যে ম্যাচ থাকবে, সেটি ৫.৩০টা থেকেও শুরু করা যেতে পারে। রাতের ম্যাচের ক্ষেত্রে ৯.৩০টা পর্যন্ত অপেক্ষা করা হতে পারে। দুপুরের ম্যাচের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ শুরু হওয়ার শেষ সময় সন্ধে ৬.৫৬। রাতের ম্যাচের ক্ষেত্রে রাত ১১.৫৬।

 

 


IPL 2025Kolkata Knight RidersIPL Playoffs

নানান খবর

নানান খবর

বাবর যুগ কি শেষ পাক ক্রিকেটে, বাংলাদেশের বিরুদ্ধে দলে জায়গা পেলেন না রিজওয়ান-আফ্রিদি

প্লে অফের ম্যাচ মুল্লানপুরে নিয়ে যাওয়ার পিছনে বড় ভূমিকা নিলেন এই প্রাক্তন ক্রিকেটার 

বৃষ্টির সম্ভাবনা, ওয়াংখেড়ে থেকে সরানো হোক দিল্লি–মুম্বই ম্যাচ, বোর্ডকে মেল পার্থ জিন্দালের

ধোনিকে হারিয়ে তাঁরই পা ছুঁয়ে প্রণাম, মাহিকে ‘‌গুরুদক্ষিণা’‌ বৈভবের 

মহা গুরুত্বপূর্ণ মুম্বই ম্যাচের আগে চাপে দিল্লি, চোট পেয়ে অনুশীলন থেকেই বেরিয়ে গেলেন রাহুল

আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার

এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল

কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে

রুতুরাজের সত্যিই চোট ছিল?‌ প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার 

দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ

এবারে ব্যালন ডি'অর অনুষ্ঠান কবে? জানিয়ে দিল আয়োজক সংস্থা

আইপিএলে দুরন্ত পারফরম্যান্স, ফের টিম ইন্ডিয়ার টি২০ দলে ফিরতে চলেছেন রাহুল

ভারত সিরিজের আগে আর মদ ছোঁবেন না, জানিয়ে দিলেন ইংরেজ অধিনায়ক

বেঙ্কটেশকে ছাঁটাই করতে চলেছে কেকেআর, রাখবে না পণ্ডিতকেও 

ভারত এশিয়া কাপ বয়কট করেছে!‌ শুনেই মাথায় বাজ পড়ার অবস্থা বোর্ড সচিবের 

সোশ্যাল মিডিয়া