
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ৯ মে ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। পশ্চিমবঙ্গ তথা বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে বিশ্বকবির জন্মদিন। এই শহরও পিছিয়ে নেই। তবে এই বছরের বিশেষ আকর্ষণ ছিল সিংহী পার্কের উদ্যোগে আয়োজিত ‘কবি প্রণাম’। অনুষ্ঠানটির ডিজিটাল পার্টনার ছিল আজকাল ডট ইন।
এই বছরই সিংহী পার্কের এই আয়োজন প্রথম। গত ১৭ মে গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের বিবেকানন্দ হলে আয়োজিত হয়েছিল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটি। বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ৮টায় শেষ হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গায়ক শ্রীকান্ত আচার্য্য, গায়িকা জয়তী চক্রবর্তী, সারোদবাদক দেবাঞ্জন চক্রবর্তী এবং তবলাবাদক বিভাস সাংহাই। এছাড়াও ছিলেন রাজ্য সরকারে যুগ্ম আবগারি কমিশনার তন্ময় চক্রবর্তী। মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন, মেয়র পারিষদ তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিষ কুমার, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বাসু, রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি সুপর্নানন্দ মহারাজ এবং কালচারাল সেক্রেটারি স্বামী প্রাণথানন্দ মহারাজ।
অনুষ্ঠানটিতে এক হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন। সিংহী পার্ক ক্লাবের সদস্য এবং তাঁদের পরিবার পরিজনদের এই অনুষ্ঠানের পাস দেওয়া হয়েছিল। অন্য যাঁরা এই অনুষ্ঠানটিতে যোগ দিতে চেয়েছিলেন তাঁদের পাস কিনতে হয়েছিল। ১ মে-র মধ্যে অনুষ্ঠানের অতিথিদের পাস বিলি করে দেওয়া হয়েছিল।
কবিগুরুর জন্মদিন ৯ মে কিন্তু ১৭ মে কেন রবীন্দ্র জয়ন্তী পালন করা হল? আজকাল ডট ইন-এর এই প্রশ্নের উত্তরে সিংহী পার্কের সহকারি কোষাধক্ষ্য জয়ন্ত গুছাইত জানান, ক্লাবের তরফ থেকে জিডি বিড়লা, উত্তম মঞ্চ ছাড়াও আরও অনেক জায়গায় যোগাযোগ করা হয়েছিল। কিন্তু কোথাও খালি পাওয়া যাচ্ছিল না। অবশেষে ১৭ মে তারিখে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার খালি পাওয়া যায়। তাই ওই দিনই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। এই বছরের উদ্যোগে যে পরিমাণ সাড়া মিলেছে তাতে আপ্লুত উদ্যোক্তারা। আগামীদিনে আরও বড় পরিসরে এই অনুষ্ঠানটি আয়োজন করতে চান তাঁরা।
পোশাক আর দাড়ি দেখেই ইন্টার্নকে ‘জঙ্গি’ বলে দাগিয়ে দিলেন অধ্যাপক? মেডিক্যাল কলেজে তৈরি অনুসন্ধান কমিটি
শিয়ালদহ বা হাওড়ার ছবি তুললেই বিশাল বিপদ? নতুন নিয়ম জেনে সাবধান হোন
বৈঠকে কাটল জট, তিন দিনের ধর্মঘট থেকে পিছিয়ে এল বাস মালিক সংগঠন
ভারত–পাক সংঘাতের আবহে কলকাতার আকাশে রহস্যময় একাধিক ড্রোন, এল কোথা থেকে?
রবীন্দ্র সরোবরে গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির
দেশের হয়ে কথা বলবেন বিদেশে, প্রতিনিধি দলে থাকছেন অভিষেক ব্যানার্জি
কলকাতা পুলিশের কনস্টেবল পা রাখলেন মাউন্ট এভারেস্টে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রীও
নতুন করে আলোচনার কোনও অবকাশ নেই, হঠকারি জায়গা থেকে সরে এসে সরকারের সঙ্গে সহযোগিতা করুন: ব্রাত্য
রহস্য না কি সম্মিলিত অপরাধ: চকোলেট কাড়ছে শৈশব, কীভাবে?
আন্দোলন করার অধিকার সকলের আছে, কিন্তু তা কখনও উগ্র, হিংস্র হয় না: অভিষেক
ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে বিরাট মিছিলের সাক্ষী কলকাতা, পা মেলালেন সেনারাও
শহরে ফের অগ্নিকাণ্ড, মিন্টো পার্কের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন
সাতসকালে বাগবাজারে চাঞ্চল্য, উদ্ধার ব্যক্তির দগ্ধ দেহ
কিডনিতে ক্যান্সার: কিডনিকে সুরক্ষিত রেখে ল্যাপ্রোস্কপি দ্বারা নজির স্থাপন আর জি কর হাসপাতালে
ডেটা সায়েন্স থেকে গণিত—ক্যালকাটা ম্যাথেমেটিক্যাল সোসাইটির উদ্যোগে শুরু ছাত্রছাত্রীদের বিশেষ ইন্টার্নশিপ, উপস্থিত থাকবেন এস এন ইউ-র উপাচার্য
ইন্টারভিউয়ে ডেকে সিগারেট অফার, সেদিনই বুঝেছিলাম আপনি থোড়া হটকে
বিনাদোষে পাঁচ-ছ’ শ মানুষকে আটকে গণতান্ত্রিক আন্দোলন চলতে পারে না, জানাল পুলিশ