
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: প্রথমবার টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ল সংযুক্ত আরব আমিরশাহি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করে দারুণ জয় ছিনিয়ে নিল আরব আমিরশাহি। এই জয়ের পর সিরিজ বর্তমানে ১-১ সমতায়। ২০১৬ সাল থেকে বাংলাদেশের বিরুদ্ধে টানা চারটি ম্যাচ হেরেছিল সংযুক্ত আরব আমিরশআহি। এদিনও প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ২০৫ রান।
একসময় মনে হচ্ছিল এদিনের ম্যাচও তাদের দখলেই যাবে। কিন্তু ম্যাচ একা হাতেই ঘুরিয়ে দিলেন সংযুক্ত আরব আমিরশআহি অধিনায়ক মহম্মদ ওয়াসিম। মাত্র ৪২ বলে ৮২ রানের ইনিংস খেলে দলকে ঐতিহাসিক জয় এনে দিলেন তিনি। কোনও টেস্ট না খেলা দলের আইসিসির স্থায়ী সদস্যের বিরুদ্ধে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল আরব আমিরশাহি। একই সঙ্গে ২০০-র বেশি রান তাড়া করে সংযুক্ত আরব আমিরশআহির প্রথম জয়।
ম্যাচের পর অধিনায়ক ওয়াসিম বলেন, ‘আমরা বাংলাদেশকে হারিয়ে দারুণ খুশি। আমি ছেলেদের বলেছিলাম আমরা এটা পারব, কারণ আমরা এখানকার কন্ডিশন জানি’। ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ছ’ওভারে ৬৮ রান তোলে সংযুক্ত আরব আমিরশআহি। ওয়াসিম ৩২ ও জহিব ২৩ বলে ৩০ রান করেন। শেষ দু’ওভারে তানজিম হাসান এবং নাহিদ রানা দেন ১৮ রান করে। পাওয়ার-প্লে শেষ হওয়ার পরও আক্রমণাত্মক মনোভাব বজায় রেখেছিলেন আমিরশাহির দুই ওপেনার। দশ ওভারে বিনা উইকেটে ১০৭ রান তোলে দল।
তারপরের পাঁচ ওভারে তিন উইকেট হারালেও ম্যাচের রাশ ছিল আমিরশাহির হাতেই। শেষের দিকে হায়দার আলি ৬ বলে ১৫ ও ধ্রুব পরাশর ৭ বলে ১১ রান করে ম্যাচের চিত্রটাই বদলে দেন। শরিফুল ইসলামের ১৯তম ওভারে ১৭ রান ওঠে। শেষ বলে জয় তুলে নেয় সংযুক্ত আরব আমিরশআহি। বাংলাদেশ দলে এ দিন ছিলেন না মুস্তাফিজুর রহমান। আইপিএলের জন্য বর্তমানে ভারতে রয়েছেন তিনি। প্রথমে ব্যাট করতে নেমে তানজিদ হাসান ৩৩ বলে ৫৯ ও লিটন দাস ৩২ বলে ৪০ রান করেন। শেষদিকে তৌহিদ হৃদয় (২৪ বলে ৪৫) ও জাকের আলির (৬ বলে ১৮) ইনিংসে বাংলাদেশ পৌঁছায় ২০৫ রানে। বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে সংযুক্ত আরব আমিরশআহি।
প্লে অফের লড়াই থেকে ছিটকে যেতেই অজুহাত শুরু নাইটদের, বোর্ডের এই নতুন নিয়ম নিয়ে তুলে দিল প্রশ্ন
প্লে অফের ম্যাচ মুল্লানপুরে নিয়ে যাওয়ার পিছনে বড় ভূমিকা নিলেন এই প্রাক্তন ক্রিকেটার
বৃষ্টির সম্ভাবনা, ওয়াংখেড়ে থেকে সরানো হোক দিল্লি–মুম্বই ম্যাচ, বোর্ডকে মেল পার্থ জিন্দালের
ধোনিকে হারিয়ে তাঁরই পা ছুঁয়ে প্রণাম, মাহিকে ‘গুরুদক্ষিণা’ বৈভবের
মহা গুরুত্বপূর্ণ মুম্বই ম্যাচের আগে চাপে দিল্লি, চোট পেয়ে অনুশীলন থেকেই বেরিয়ে গেলেন রাহুল
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ
এবারে ব্যালন ডি'অর অনুষ্ঠান কবে? জানিয়ে দিল আয়োজক সংস্থা
আইপিএলে দুরন্ত পারফরম্যান্স, ফের টিম ইন্ডিয়ার টি২০ দলে ফিরতে চলেছেন রাহুল
ভারত সিরিজের আগে আর মদ ছোঁবেন না, জানিয়ে দিলেন ইংরেজ অধিনায়ক
বেঙ্কটেশকে ছাঁটাই করতে চলেছে কেকেআর, রাখবে না পণ্ডিতকেও
ভারত এশিয়া কাপ বয়কট করেছে! শুনেই মাথায় বাজ পড়ার অবস্থা বোর্ড সচিবের