
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ইউটিউবার থেকে পাকিস্তানের গুপ্তচর। হরিয়ানার মেয়ে জ্যোতি মালহোত্রার কাহিনী আধুনিক যুদ্ধশাস্ত্রের সংজ্ঞাই পাল্টে দিচ্ছে। যেখানে গুপ্তচরবৃত্তির জন্য বিভিন্ন সংস্থা অন্য দেশের ইনফ্লুয়েন্সারদের ফাঁদে ফেলে তাঁদের দিয়ে নিজেদের পছন্দসই প্রচার চালাতে পারছে। একই সঙ্গে টাকা এবং বিলাসবহুল জীবনযাপনের লোভে পড়ে দেশের বিরুদ্ধে যেতে দু’বার ভাবছেনও না কেউ। শুক্রবার গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জ্যোতিকে। তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
কোভিড অতিমারির পর থেকে কন্টেন্ট তৈরির জগৎ ক্রমশ বিখ্যাত হয়ে উঠছে। এর পাশাপাশি প্রতিযোগিতাও বেড়েছে। যত বেশি সংখ্যক মানুষ ইনফ্লুয়েন্সার হওয়ার স্বপ্ন নিয়ে কন্টেন্ট তৈরির দিকে ঝুঁকছে, ততই তারা 'লাইক' এবং ভিউ পাওয়ার এক অবিরাম প্রতিযোগিতায় জড়িয়ে পড়ছে। এই গতি বজায় রাখার জন্য, তাদের ধারাবাহিকভাবে নতুন কন্টেন্ট তৈরি করতে হবে। এর জন্য প্রয়োজন যোগাযোগ এবং উদ্ভাবনী উপায়।
জ্যোতির 'ট্র্যাভেল উইথ জো' নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তাঁর প্রায় ৩,৭৭,০০০ অনুগামী রয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রায় আটটি দেশে ভ্রমণ করেছেন জ্যোতি। এর মধ্যে চীন এবং পাকিস্তানও রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে জ্যোতি পাকিস্তানি গুপ্তচরদের সংস্পর্শে আসেন। এরপরেই তাঁকে তালিম দেওয়া শুরু হয়।
হিসারের পুলিশ সুপারিনটেনডেন্ট শশাঙ্ক কুমার সাওয়ান জানিয়েছেন, জ্যোতি মালহোত্রার সামরিক বা প্রতিরক্ষা অভিযান সম্পর্কিত কোনও তথ্যে সরাসরি প্রবেশাধিকার ছিল না যা তিনি ভাগ করে নিতে পারতেন। তবে তিনি পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। শশাঙ্ক বলেন, "অবশ্যই তারা জ্যোতিকে তাদের এক কর্মী হিসেবে গড়ে তুলছিল। তিনি অন্যান্য ইউটিউব ইনফ্লুয়েন্সারদের সঙ্গেও যোগাযোগ রেখেছিলেন। তাঁরা পাকিস্তানের পিআইও-এর সঙ্গেও যোগাযোগ রেখেছিলেন।“ তিনি আরও বলেন, “এটিও একরকম যুদ্ধেরই শামিল। ইনফ্লুয়েন্সারদের দিয়ে নিজেদের কর্মসূচির প্রচার করানো।“
তদন্তকারীরা জানিয়েছেন, পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের সময় নিউ দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের আধিকারিক দানিশের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন জ্যোতি। বারবার তাঁর পাকিস্তান ভ্রমণ তাঁকে সন্দেহের তালিকায় ফেলে দেয়। তদন্তের অংশ হিসেবে পুলিশ তাঁর ফোন এবং অন্যান্য গ্যাজেটগুলিও জব্দ করেছে। গত বছরের মার্চ মাসে, তিনি পাকিস্তানি দূতাবাসে গিয়ে একটি ভিডিও আপলোড করেছিলেন।
শশাঙ্ক বলেন, “তাঁদের উদ্দেশ্য বোঝা উচিত। পাকিস্তান আমাদের জন্য একটি স্বাভাবিক দেশ নয়। সংঘাতের সময় একাধিক সফর, সামাজিকীকরণ এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং অনুগ্রহ রক্ষা দেশের ঐক্য ও সার্বভৌমত্বকে বিপন্ন করে।"
জ্যোতি পুলিশকে জানিয়েছেন যে দানিশ তাঁদের প্রথম সাক্ষাতেই তাঁর সঙ্গে বন্ধুত্ব পেতে ফেলে। পরে তাঁরা ফোনে কথা বলতে শুরু করেন। ২০২৩ সালে পাকিস্তান ভ্রমণের জন্য ১০ দিনের ভিসা পান জ্যোতি। দানিশ তাঁকে আলি আহওয়ান নামে একজনের সঙ্গে দেখা করতে বলেন। আলিই তাঁর ঘোরাফেরা এবং থাকার ব্যবস্থা করেছিলেন।পুলিশ জানতে পেরেছে, পাকিস্তানে জ্যোতি বেশ কয়েকটি হাই-প্রোফাইল পার্টিতে যোগ দিয়েছিলেন।
জ্যোতি পুলিশকে আরও জানিয়েছে, আলি পাকিস্তানি নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকেরও ব্যবস্থা করেছিল। সেখানে শাকির এবং রানা শাহবাজের সঙ্গে দেখা করেন জ্যোতি। সন্দেহ এড়াতে শাকিরের মোবাইল নম্বরটি 'জাট রানধাওয়া' নামে ফোনে সেভ করে রেখেছিলেন তিনি। তারপর ভারতে ফিরে হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট এবং টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে সকলের সঙ্গে যোগাযোগ রাখথে শুরু করেন এবং তথ্য পাঠাতে শুরু করেন।
বর্তমানে জ্যোতি মালহোত্রাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি আরও বলেন, "আমরা তাঁর আর্থিক লেনদেন, ভ্রমণের বিবরণ, কোথায় গিয়েছিলেন এবং কাদের সঙ্গে দেখা করেছিলেন তা খতিয়ে দেখছি।“ এই বিষয়ে হরিয়ানা পুলিশ কেন্দ্রীয় সংস্থাগুলির সঙ্গেও সমন্বয় রেখে চলছে। পুলিশ আরও জানতে পেরেছে, জ্যোতির জীবনযাত্রা তাঁর আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি সর্বদা বিমানে ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতেন, বিলাসবহুল হোটেলে থাকতেন এবং দামী রেস্তোরাঁয় খেতেন। পুলিশ জানিয়েছে, পাকিস্তানে ভ্রমণের টাকাও তাঁকে দেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে।
তদন্তকারীরা জানিয়েছেন, ওই ইউটিউবার একটি বড় ষড়যন্ত্র চক্রের অংশ। হরিয়ানা এবং পাঞ্জাব জুড়ে এই চক্রের অনেকেই ছড়িয়ে আছে।
জ্যোতির বাবা হ্যারিস মালহোত্রা জানিয়েছেন, তিনি ইউটিউব ভিডিও শ্যুট করার জন্য পাকিস্তানে গিয়েছিলেন এবং প্রয়োজনীয় অনুমতি নিয়েই সেখানে যেতেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, "ইউটিউবের জন্য ভিডিও শ্যুট করার জন্য পাকিস্তান এবং অন্যান্য জায়গায় যেত জ্যোতি।"
পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল এমন অভিযোগের জবাবে তিনি বলেন, "যদি তাঁর সেখানে কিছু বন্ধু থাকে, তাহলে কি সে তাঁদের ফোন করতে পারবেন না? আমার কোনও দাবি নেই, তবে আমাদের ফোন দিন। আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।" ইউটিউবারের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর
আধুনিক মিসাইল আঘাত হানতে পারে রাতের অন্ধকারেও, তাও কেন 'ব্ল্যাকআউট' করা হয়
অফিসের অতিরিক্ত কাজের চাপেই কি চরম পদক্ষেপ? বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যুতে তোলপাড়
ভয়ঙ্কর, দু'বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ মায়ের কিশোর প্রেমিকের বিরুদ্ধে
'ভারত ধর্মশালা নয়', এক শ্রীলঙ্কার নাগরিকের এদেশে থাকার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
'কুমিরের কান্না', কর্নেল সোফিয়াকে নিয়ে কুমন্তব্য করে শীর্ষ আদালতে ভর্ৎসিত মন্ত্রী, খারিজ ক্ষমাভিক্ষা
পুরীতে হুলস্থূল, টেবিলে বসে খাওয়া হচ্ছে প্রভু জগন্নাথের মহাপ্রসাদ! পরিবেশন করছেন খোদ সেবাইত
অপারেশন সিঁদুর নিয়ে বিরূপ মন্তব্য, গ্রেপ্তার করা হল অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, হোয়াটসঅ্যাপে পাঠাত তথ্য, জ্যোতির পর হরিয়ানাতেই গ্রেপ্তার আরও এক
'বিশ্ব সম্মান করে শুধু শক্তি ও সামর্থ্যকে', ভারতকে শক্তিশালীর করার বার্তা মোহন ভাগবতের
কার সঙ্গে কথা বলে সারাদিন? স্বামীর চরিত্র নিয়ে সন্দেহ, ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে স্ত্রী যা করলেন