
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইউক্রেন দেশটির বিস্তীর্ণ অঞ্চলকে ধ্বংস করে দিয়েছে। লক্ষ লক্ষ ইউক্রেনীয় গৃহহীন হয়ে পড়েছেন। আক্রমণকারী রাশিয়ান সেনাবাহিনীকে প্রতিহত করতে এবং যুদ্ধাপরাধ থেকে তাঁদের বিরত রাখতে সাধারণ নাগরিকদের তাঁদের মাতৃভূমির রক্ষক হতে হয়েছে। হাতে তুলে নিতে হয়েছে অস্ত্র।
সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণকারী এরকমই অস্ত্র হাতে তুলে নেওয়া নাগরিকদের একটি দল হল ‘বুচা উইচেস’। এটি স্বেচ্ছাসেবকদের একটি সম্পূর্ণ মহিলা দল। ইউক্রেনের শহর কিয়েভের বুচা শহরতলিতে রাশিয়ান বাহিনীর দ্বারা কথিত যুদ্ধাপরাধের পরেই এই দলের আত্মপ্রকাশ ঘটেছিল।
‘বুচা উইচেস’, ইউক্রেনের প্রথম সম্পূর্ণ মহিলা দল যাদের উপর রয়েছে আকাশপথে রাশিয়ান ড্রোন ধ্বংস করার দায়িত্ব। দলের মহিলাদের বেশিরভাগই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রিয়জনকে হারিয়েছেন অথবা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছেন।
মহিলা স্বেচ্ছাসেবকরা ইউক্রেনের রাজধানী কিয়েভের বুচা শহরতলির বাসিন্দা। যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যুদ্ধাপরাধের প্রাথমিক কেন্দ্রস্থল বলে জানা গিয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ান সৈন্যরা ৩৩ দিন বুচা নিজেদের দখলে রাখার সময় পুরুষ, মহিলা এবং শিশু-সহ ৪৫০ জনেরও বেশি সাধারণ নাগরিককে হত্যা করেছি। এছাড়াও হাজার হাজার মানুষকে নির্যাতন, ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ।
রাশিয়ার ভয়াবহ যুদ্ধাপরাধের পর বুচার মহিলারা ইউক্রেনের প্রথম সম্পূর্ণ মহিলা আকাশ প্রতিরক্ষা দল ‘বুচার উইচেস’ গঠনের জন্য এগিয়ে আসেন। দলের মহিলাদের কারও বয়স ১৯ তো কারও ৬০ বছরেরও বেশি। তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে রাশিয়ান ড্রোন, বিশেষ করে ইরানের তৈরি শাহেদ এবং রাশিয়ান গেরান ড্রোন প্রতিহত করা। এই ইউনিটের কেউই পেশাদার সৈনিক নন, তবে সাম্প্রতিক বছরগুলিতে তাঁদের অনেকেই ইউক্রেনের সামরিক বাহিনীতে চাকরির জন্য আবেদন করেছেন।
উল্লেখযোগ্যভাবে, দলের কোনও মহিলারই পূর্বে কোনও সামরিক প্রশিক্ষণের অভিজ্ঞতা নেই। যে কারণে তাদের 'মর্ডর' নামক একটি জায়গায় কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। এই বাহিনীর সৈন্যরা এখন ম্যাক্সিম এম১৯১০ মেশিনগান দিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। যা উড়ন্ত ড্রোনগুলিকে গুলি করে ধ্বংস করার জন্য পুনর্নির্মাণ করা হয়েছে।
এক রাতে সাত হাজার নিরীহ মানুষ নিধন! পাক সেনাপ্রধান টিক্কা খানকে ডাকা হত বাংলাদেশের কসাই নামে
ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার ২০২৫ জয় করল বাংলা ভাষায় অনূদিত প্রথম কন্নড় গ্রন্থ ‘হার্ট ল্যাম্প’
চ্যাটবটের 'জেলব্রেক' আতঙ্ক: মোবাইলেই বাসা বাঁধছে বিপজ্জনক জ্ঞান, এখনই সাবধান হন
শক্তিশালী সৌরঝড়ে নাকাল হবে সিগনালিং ব্যবস্থা! নাসার বিজ্ঞানীদের হুঁশিয়ারি চমকে দেবে
৭৮তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে আন্তর্জাতিক সংকট ও রাজনৈতিক প্রতিবাদের ছাপ, প্যালেস্তাইন প্রসঙ্গে তীব্র সমালোচনা
বিজ্ঞানীদের বার্তা, আসতে চলেছে মহাপ্রলয়, ‘মেগা সুনামি’ কোথায় আছড়ে পড়বে জানেন?
পাকিস্তানের ক্ষমতা এবার আসিম মুনির হাতে? বেনজির পদোন্নতি পাক সেনাপ্রধানের
সোনার টয়লেট চুরি করেও মুক্তি পেলেন কোটিপতির ছেলে, কীভাবে জানলে অবাক হবেন
১১ সপ্তাহ ধরে ত্রাণে বাঁধা, গাজায় পরবর্তী ৪৮ ঘণ্টায় প্রাণ হারাতে পারে ১৪ হাজার শিশু! হুঁশিয়ারি জাতিসংঘের
বিশ্বের ৭০ টি দেশে নেমে আসছে চরম অন্ধকার, কেন এমন দাবি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
লন্ডনে কবি প্রণাম, নৃত্য-গীতে পালিত হল রবীন্দ্রজয়ন্তী
হুড়মুড়িয়ে বাড়ছে কোভিড সংক্রমণ, ভিড় বাড়ছে হাসপাতালে, নজরে কি JN.1 ভ্যারিয়েন্ট?
ব্রিটেনে নতুন ব্যয়ে সঙ্কোচন নীতির বিরুদ্ধে গণবিক্ষোভের ঘোষণা, ৭ জুন রাস্তায় নামবে শ্রমিক ও অধিকারকর্মীরা
গাজায় পুনরায় হামলা, সীমিত মানবিক সাহায্য দেওয়ার ঘোষণা ইজরায়েলের
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মারণ রোগ: অস্থিতে ছড়িয়েছে প্রস্টেট ক্যানসার