
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েব ডেস্ক: অভিনেত্রী নুসরত ফারিয়াকে নিয়ে বাড়ছে বিতর্ক। জামিন না পেয়ে এবার জেলে নুসরত ফারিয়া! বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জেলেপাঠানো হয়েছে। এদিন সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই সঙ্গে আগামী ২২ মে পরবর্তী শুনানির পরবর্তী দিন ধার্য করেছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। সকালে নুসরত ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এদিকে এই মামলায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অভিনেত্রী নুসরত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত হচ্ছে। নির্দোষ প্রমাণিত হলে ওঁকে ছেড়ে দেওয়া হবে।
এদিকে বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলছেন, নুসরত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর। তিনি বলেন, আমাদের (অন্তর্বর্তী সরকার) প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন ফারুকী।
গোটা ঘটনায় ফারিয়ার ভক্তরাও বিস্মিত, দুঃখিত এবং ক্ষুব্ধ — কারণ ছোটপর্দা থেকে বড়পর্দা, তাঁর জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া।
প্রসঙ্গত , রবিবার দুপুরে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া। প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের অভিবাসন চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে ভাটারা থানায় একটি খুনের চেষ্টার অভিযোগ মামলা করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই তাঁকে আজ আটক করা হয়েছে। উল্লেখ্য, এএনআই সূত্রে খবর,নুসরত থাইল্যান্ড যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
ঘটনাস্থল থেকে তাঁকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হলেও পরে অভিনেত্রীকে স্থানয় যাওয়া হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অফিসে। বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। এএনআই সূত্র অনুযায়ী, মামলাটি গত জুলাই মাসে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত। সেই ঘটনার সময় নুসরত ফারিয়ার বিরুদ্ধে খুনের চেষ্টা ও উস্কানির অভিযোগ আনা হয়।
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!
বড়পর্দায় যাত্রা শুরু 'রাঙ্গামতি' মনিষার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
টলিপাড়ার শিল্পীদের কাজে বাধা দেওয়া যাবে না! ফেডারেশন-পরিচালক মামলায় হাইকোর্টের রায়
কান-এর লাল গালিচায় ছেঁড়া পোশাকে উর্বশী রাউতেলা! নায়িকার কাণ্ড দেখে ছিঃছিঃ নেটপাড়ায়
'অপারেশন সিঁদুর' নিয়ে ছবি তৈরির বিষয়ে ভিকির সঙ্গে তুমুল ঝামেলা অক্ষয়ের? খুল্লম খুল্লা টুইঙ্কল খান্না!
অনন্যা পাণ্ডের ‘ব্লাউজ’ পরে মঞ্চে উঠলেন টাইগার শ্রফ? অভিনেতাকে নিয়ে শুরু হাসির তুফান!