
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর' অভিয়ানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা। এরপরই পর পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে হামলার লক্ষ্যবস্তু করেছিল পাক বাহিনী। কিন্তু, বায়ুসেনার অসামান্য তৎপরতায় স্বর্ণ মন্দিরের কোনও ক্ষতি হয়নি। পাক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র গুলি গুলি করে নামানো হয়। ১৫তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি সোমবার এই তথ্য প্রকাশ করেছেন।
মেজর জেনারেলের দাবি, ভারতীয় সামরিক-বেসামরিক নির্মাণ, স্বর্ণ মন্দিরের মতো ধর্মীয় স্থানগুলিকে লক্ষ্য করে পাকিস্তান হামলা চালাতে পারে, এই পূর্বাভাস আগেই পেয়েছিল ভারতীয় সেনা। ফলে বাহিনী যেকোনও আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত ছিল।
মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি বলেন, "পাকিস্তানি সেনাবাহিনীর কোনও বৈধ লক্ষ্যবস্তু নেই জেনেও আমরা ধারণা করেছিলাম যে, তারা ভারতীয় সামরিক নির্মাণ, ধর্মীয় স্থান-সহ অসামরিক নানা জায়গাকে লক্ষ্যবস্তু করবে। এর মধ্যে স্বর্ণমন্দিরই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল। স্বর্ণমন্দিরে অতিরিক্ত প্রতিরক্ষার জন্য ভারতীয় বাহিনীর তরফে অতিরিক্ত আধুনিক বিমান সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছিল।"
পাকিস্তান ৮ মে আগ্নেয়াস্ত্র বোঝাই ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে বিমান আক্রমণ চালিয়েছে।
মেজর জেনারেলের কথায়, "আমরা এটি পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ প্রস্তুত ছিলাম। আমাদের সাহসী এবং সতর্ক বিমান প্রতিরক্ষা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর ঘৃণ্য পরিকল্পনা ব্যর্থ করে দেয় এবং স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে সমস্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করে।" তিনি বলেন, "আমাদের পবিত্র স্বর্ণমন্দিরে একটা আঁচড়ও লাগতে দেওয়া হয়নি।"
সেনাবাহিনী সোমবার একটি প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরে যে, কীভাবে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, L-70 এয়ার ডিফেন্স গান-সহ ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অমৃতসরের স্বর্ণমন্দির এবং পাঞ্জাবের শহরগুলিকে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা থেকে রক্ষা করেছিল।
মেজর জেনারেল বলেন যে, সশস্ত্র বাহিনী অপারেশন সিদুঁরের সময় "পরম নির্ভুলতার" সঙ্গে পাকিস্তানের অনেক স্থান লক্ষ্য করে, সন্ত্রাসবাদী সংগঠনগুলির সদর দপ্তর অবস্থিত মুরিদকে এবং বাহাওয়ালপুরের মতো এলাকায় আঘাত করেছিল।
#WATCH | Amritsar, Punjab: Indian Army shows a demo of how Indian Air Defence systems, including AKASH missile system, L-70 Air Defence Guns, saved the Golden Temple in Amritsar and cities of Punjab from Pakistani missile and drone attacks. pic.twitter.com/yulFvSFqKv
— ANI (@ANI) May 19, 2025
জেনারেল কার্তিক সি শেষাদ্রি বলেছেন, "এই (নয়টি) লক্ষ্যবস্তুর মধ্যে, লাহোরের নিকটবর্তী মুরিদকেতে লস্কর-ই-তৈয়বার সদর দপ্তর এবং বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের (জেইএম) সদর দপ্তর অবস্থিত, যেগুলি সম্পূর্ণ নির্ভুলতার সঙ্গে আঘাত করা হয়েছিল। এই হামলার পরপরই, আমরা একটি বিবৃতি জারি করে স্পষ্ট করে দিয়েছি যে, আমরা ইচ্ছাকৃতভাবে কোনও পাকিস্তানি সামরিক বা অসামরিক পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করিনি।"
২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে
আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন
স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও
চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা
১০০ দিনের কাজে চুড়ান্ত অসঙ্গতি: কংগ্রেসের তীব্র সমালোচনা মোদি সরকারের বিরুদ্ধে
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর
আধুনিক মিসাইল আঘাত হানতে পারে রাতের অন্ধকারেও, তাও কেন 'ব্ল্যাকআউট' করা হয়
অফিসের অতিরিক্ত কাজের চাপেই কি চরম পদক্ষেপ? বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যুতে তোলপাড়
পাকিস্তান নিজেদের গুপ্তচর বানিয়ে ফেলেছিল জ্যোতিকে, দেশের বিরুদ্ধে কীভাবে প্রলুব্ধ করা হল ইউটিউবারকে
ভয়ঙ্কর, দু'বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ মায়ের কিশোর প্রেমিকের বিরুদ্ধে
'ভারত ধর্মশালা নয়', এক শ্রীলঙ্কার নাগরিকের এদেশে থাকার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট