
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিদুরের সাফল্যের পর ভারতীয় সেনার অবদানকে কুর্নিশ জানাতে এবং সেনাদের সম্মান জানাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আয়োজন করা হয় এক মিছিলের। সেই মিছিলে পা মেলান ভারতীয় সেনার তিন বাহিনীর সৈনিকরাও। সেই সেনাদের মধ্যে অন্যতম ছিলেন সুবিধার কর্নেল রাজপাল সিং। জানা গিয়েছে, তিঞ্জ ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে দেশের জন্য লড়াই করেছিলেন। বর্তমানে ২১ নম্বর ব্যাটেলিয়ানের কর্মরত।
বেলুড় বাজার নেতাজি পার্ক থেকে বাদামতলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সকলের সঙ্গে হাঁটেন তিনি। তাঁর স্লোগান ছিল "ভারত মাতা জিন্দাবাদ"। জাতীয় পতাকা হাতে নিয়ে বহু মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন। চিত্তরঞ্জন দাশের ছবি গলায় নিয়ে মিছিলের নেতৃত্ব দেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়। এছাড়াও এদিন শহীদদের সম্মান জানানো হয়। বালির পাশাপাশি ভারতীয় সেনাদের সম্মান জানাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাওড়া ময়দানে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের এক সেনাকে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন, 'সেনাবাহিনী যেভাবে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা স্বার্থে লড়াই করছে তা অতুলনীয়। সেনা কর্মীদের আত্মবলিদান এবং তাদের সাহস সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনীর লড়াকু মানসিকতা যেভাবে অপারেশন সিঁদুরে সাফল্য এনেছে তাতে আমরা গর্বিত। আমরা সেনাদের পাশে আছি।' তাঁর কথায়, 'দেশের ১৩০ কোটি মানুষের দাবি পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে যাতে আমরা এই যুদ্ধ শেষ করতে পারি। যারা আমাদের দেশের এই নিরীহ মানুষগুলোকে নৃশংস ভাবে হত্যা করেছে তাদের কোনও ক্ষমা নয়। তাদের বিরুদ্ধে আমাদের সৈন্যবাহিনী যে ভূমিকা নিয়েছে তাকে কুর্নিশ জানাই।'
শিয়ালদহ বা হাওড়ার ছবি তুললেই বিশাল বিপদ? নতুন নিয়ম জেনে সাবধান হোন
বৈঠকে কাটল জট, তিন দিনের ধর্মঘট থেকে পিছিয়ে এল বাস মালিক সংগঠন
ভারত–পাক সংঘাতের আবহে কলকাতার আকাশে রহস্যময় একাধিক ড্রোন, এল কোথা থেকে?
রবীন্দ্র সরোবরে গাছ পড়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির
কবিগুরুর জন্মদিন উপলক্ষ্যে সিংহী পার্কের বিশেষ আয়োজন ‘কবি প্রণাম’
দেশের হয়ে কথা বলবেন বিদেশে, প্রতিনিধি দলে থাকছেন অভিষেক ব্যানার্জি
কলকাতা পুলিশের কনস্টেবল পা রাখলেন মাউন্ট এভারেস্টে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রীও
নতুন করে আলোচনার কোনও অবকাশ নেই, হঠকারি জায়গা থেকে সরে এসে সরকারের সঙ্গে সহযোগিতা করুন: ব্রাত্য
রহস্য না কি সম্মিলিত অপরাধ: চকোলেট কাড়ছে শৈশব, কীভাবে?
আন্দোলন করার অধিকার সকলের আছে, কিন্তু তা কখনও উগ্র, হিংস্র হয় না: অভিষেক
শহরে ফের অগ্নিকাণ্ড, মিন্টো পার্কের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন
সাতসকালে বাগবাজারে চাঞ্চল্য, উদ্ধার ব্যক্তির দগ্ধ দেহ
কিডনিতে ক্যান্সার: কিডনিকে সুরক্ষিত রেখে ল্যাপ্রোস্কপি দ্বারা নজির স্থাপন আর জি কর হাসপাতালে
ডেটা সায়েন্স থেকে গণিত—ক্যালকাটা ম্যাথেমেটিক্যাল সোসাইটির উদ্যোগে শুরু ছাত্রছাত্রীদের বিশেষ ইন্টার্নশিপ, উপস্থিত থাকবেন এস এন ইউ-র উপাচার্য
ইন্টারভিউয়ে ডেকে সিগারেট অফার, সেদিনই বুঝেছিলাম আপনি থোড়া হটকে
বিনাদোষে পাঁচ-ছ’ শ মানুষকে আটকে গণতান্ত্রিক আন্দোলন চলতে পারে না, জানাল পুলিশ