
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
সংবাদসংস্থা মুম্বই:
ফালকে-ঝঞ্ঝাট
১১ বছর পর ফের জুটি বাঁধলেন আমির খান ও রাজকুমার হিরানি—এবার লক্ষ্য ‘ভারতীয় সিনেমার জনক’ দাদাসাহেব ফালকের জীবন। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা হতেই নেটদুনিয়ায় শোরগোল। কিন্তু এই ঘোষণার পরেই সামনে এল আরেক চমক: ফালকের বায়োপিক তো এসএস রাজামৌলিও ২০২৩ সালেই ঘোষণা করেছিলেন! সেই ছবির নাম মেদ ইন ইন্ডিয়া আর গুঞ্জন অনুযায়ী, মুখ্য ভূমিকায় নাকি জুনিয়র এনটিআর। এই প্রসঙ্গে কড়া সুরে মুখ খুললেন দাদাসাহেব ফালকের নাতি চন্দ্রশেখর পুসলকর। এক সাক্ষাৎকারে বললেন—“রাজামৌলি বা ওঁর টিমের কেউ কখনও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। যদি ফালকের ওপর সিনেমা তৈরি হয়, তাহলে পরিবারের কথা না জেনে, আমাদের বাদ দিয়ে তা হতে পারে না।”
তবে আমির-হিরানির প্রজেক্ট নিয়ে চন্দ্রশেখরের অভিমত একেবারেই ভিন্ন। জানালেন, হিরানি টিমের সহকারী প্রযোজক হিন্দুকুশ ভারতদ্বাজ গত তিন বছর ধরে তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন, করেছেন গবেষণা ও তথ্য সংগ্রহ। চন্দ্রশেখরের কথায়, “ওরা আন্তরিকভাবে কাজ করছে, আমি সম্পূর্ণ সমর্থন জানাই। আমির-হিরানির নাম শুনে আমিও অবাক হয়েছি, কিন্তু ওরা বিশ্বাস অর্জন করেছে।”
বিজয়ের ‘লাইগার-দুঃখ’
‘লাইগার’-এর মুখ থুবড়ে পড়া যেন এক ধাক্কা হয়ে এসেছিল তাঁর কেরিয়ারে। তবে বিজয় দেবরাকোন্ডার মনোবল টলেনি। এবার ‘Kingdom’ নিয়ে ফিরছেন নতুন করে। সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যর্থতা এবং শেখার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন বিজয়।
বিজয় বলেন, “লাইগার তৈরি করার পুরো প্রক্রিয়াটাই আমি উপভোগ করেছি। মার্শাল আর্ট শিখেছি, শারীরিকভাবে নিজেকে গড়েছি, কথায় তোতলামির মতো ডিটেল নিয়ে কাজ করেছি। আমি পুরি জগন্নাথ স্যারের ভক্ত, ‘পোকিরি’ আমার প্রিয় সিনেমা। ওঁর সঙ্গে কাজ করাটা স্বপ্নের মতো ছিল।” তবে ছবি ফ্লপ করায় হতাশা ছিল, বলেই স্বীকার করেন বিজয়— “হ্যাঁ, খুব কষ্ট পেয়েছিলাম। চিত্রনাট্যে দারুণ একটা আইডিয়া ছিল, কিন্তু আমরা সেটাকে পর্দায় ফুটিয়ে তুলতে পারিনি। তবু কোনও অনুশোচনা নেই। এই অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে, বদলে দিয়েছে। ভবিষ্যতের বহু সিদ্ধান্তেই লাইগার-এর থেকে শেখা অভিজ্ঞতার প্রভাব থাকবে।”
ইব্রাহিমের পলক-ভরসা!
'নাদানিয়াঁ'-তে ইব্রাহিম আলি খানের প্রথম পারফরম্যান্সকে নিয়ে যত না আলোচনা, তার থেকেও বেশি ট্রোল! এমনকী এক পাকিস্তানি সমালোচক তাঁর নাক নিয়েও ঠাট্টা করেন। সোশ্যাল মিডিয়ায় এর কড়া জবাব দেন ইব্রাহিম। এবার সেই বিতর্কে মুখ খুললেন তাঁর বিশেষ বান্ধবী ও অভিনেত্রী পলক তিওয়ারি।
একসাক্ষাৎকারে পালক বলেন— “আজকাল তারকারথেকেও বেশি বিকোয় সেলেব-ট্রোলিং। এটা কোনও নতুন ব্যাপার নয়, কিন্তু এখন সীমা ছাড়িয়ে গেছে। জনমানসে এমন এক ঘৃণা তৈরি হয়েছে, যেখানে মানুষ শুধু ভুল ধরার জন্যই বসে থাকে।” তিনি আরও বলেন— “প্রথমে আমাদের চেহারা নিয়ে ট্রোল করা হয়, তার পর কেউ কসমেটিক প্রসিডিউরের সাহায্যে কিছু পরিবর্তন করলে বলা হয়, ‘এই উদাহরণটা খারাপ।’ মানে, প্রথমে ঘৃণা দিয়ে তাঁকে নিরাপত্তাহীনতায় ভোগাও তাঁকে, পরে আবার তাঁর শারীরিক বদল নিয়েও ট্রোল করো! এটা এক অবিরাম লুপ—তোমার নাক, চুল, ওজন, অভিনয়, কিচ্ছু না হলে বলবে তুমি শুধু ‘লাকি’। মূল কথা একটাই—তারা শুধু সমালোচনা করতেই চায়।”
ইনস্টাগ্রামে আনফলো, ছেলেকে নিয়ে পাহাড়ে নুসরত, সমুদ্রতটে যশ! সম্পর্কে কি উঁকি দিচ্ছে ভাঙনের ইঙ্গিত?
ভালবাসা না ধর্ম? 'ধর্ম সংকট'-এ প্রেম বনাম ধর্মের চোখরাঙানির লড়াইয়ে নামলেন সত্যম-রোশনি
দেখা মিলল ভয়ঙ্কর ছয় পেয়ে হাইব্রিড ডাইনোসরের! এখানেই কি তবে মানবসভ্যতার ইতি?
‘হীরামন্ডি’ থেকে সরাসরি কান–এ রাজরানির মতো আগমন, সিঁথির সিঁদুরেই বাজিমাৎ আদিতির
ওটিটিতে পা রাখছেন সানি দেওল! কোন পরিচালকের নির্দেশে কোন প্ল্যাটফর্মে দেখা যাবে তাঁর নয়া অ্যাকশন অবতার?
ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে বড় চমক! ‘সনম তেরি কসম ২’-এ পাকিস্তানি অভিনেত্রীর মরওয়া হোসেনের জায়গায় এবার শ্রদ্ধা?
ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করলেন যশ-নুসরত! রিল নয়, এবার কি রিয়েল লাইফেও 'আড়ি' দম্পতির?
প্রথমবার 'মা'-এর চরিত্রে শ্রীতমা দে, দুর্গাপুজোর প্রেক্ষাপটে আসছে কোন ছবি?
হলুদ বিকিনিতে 'ওয়ার ২'-এর টিজারে চমক কিয়ারার! প্রথমবার নায়িকার লাস্যময়ী রূপ দেখে রাতের ঘুম উড়ল ভক্তদের
পরমিত শেঠির সঙ্গে তিন দশক পেরোনো দাম্পত্যে ফাটল? আলাদা হওয়া নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী!
প্ল্যানচেট করে আত্মা ডাকায় মেতে উঠেছিলেন একসময়? অজানা হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ তুষার কাপুরের!
বড়পর্দায় যাত্রা শুরু 'রাঙ্গামতি' মনিষার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
টলিপাড়ার শিল্পীদের কাজে বাধা দেওয়া যাবে না! ফেডারেশন-পরিচালক মামলায় হাইকোর্টের রায়
কান-এর লাল গালিচায় ছেঁড়া পোশাকে উর্বশী রাউতেলা! নায়িকার কাণ্ড দেখে ছিঃছিঃ নেটপাড়ায়
'অপারেশন সিঁদুর' নিয়ে ছবি তৈরির বিষয়ে ভিকির সঙ্গে তুমুল ঝামেলা অক্ষয়ের? খুল্লম খুল্লা টুইঙ্কল খান্না!
অনন্যা পাণ্ডের ‘ব্লাউজ’ পরে মঞ্চে উঠলেন টাইগার শ্রফ? অভিনেতাকে নিয়ে শুরু হাসির তুফান!