
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গাড়ি তাঁর ভীষণ প্রিয়। ক্রিকেট ছাড়া গাড়ির প্রতি রোহিতের ভালবাসার কথা কারও অজানা নয়। শুক্রবার ওয়াংখেড়েতে তাঁর নামে স্ট্যান্ডের উদ্বোধন হয়েছে। পুরো পরিবার নিয়ে ওয়াংখেড়েতে গিয়েছিলেন রোহিত শর্মা। সেই অনুষ্ঠানের পর বেরিয়ে আসার সময় এক জনকে বকা দিতে দেখা যায় রোহিতকে।
কিন্তু কেন? জানা গেছে, ওয়াংখেড়ের অনুষ্ঠানের পর পরিবার নিয়ে বেরিয়ে আসছিলেন রোহিত। সেই সময় গাড়ি রাখার জায়গায় হঠাৎ দেখতে পান তাঁর গাড়ির একটা অংশ তুবড়ে গিয়েছে। এটা পছন্দ হয়নি রোহিতের। তিনি সঙ্গে সঙ্গে এক জনকে বলেন, ‘এটা কী?’ উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘রিভার্স’। রোহিত বলেন, ‘কার? তোর?’
প্রসঙ্গত, ক্রিকেটে রিভার্স সুইং খুবই পরিচিত। ওই ব্যক্তি মজা করে গাড়ির রিভার্স গিয়ারের সঙ্গে সেটার তুলনা করেছেন। বুঝিয়ে দিয়েছেন রিভার্স করতে গিয়েই গাড়িতে চোট লেগেছে। রোহিত ও ওই ব্যক্তির মধ্যে হওয়া এই কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে। এরপরেই পরিবার নিয়ে ওয়াংখেড়ে থেকে বেরিয়ে যান রোহিত।
এদিকে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের দিভেচা প্যাভিলিয়ন লেভেল ৩ নামে এত দিন যা পরিচিত ছিল, শুক্রবার থেকে সেটাই পরিচিত হল নতুন নামে। রোহিতের মা–বাবা সেই স্ট্যান্ডের উদ্বোধন করেন।
প্রসঙ্গত, সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত। আন্তর্জাতিক টি২০ থেকে আগেই সরে গিয়েছেন। এখন শুধু দেশের হয়ে ওয়ানডে ক্রিকেটেই খেলবেন রোহিত। সঙ্গে থাকবে আইপিএল।
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ
এবারে ব্যালন ডি'অর অনুষ্ঠান কবে? জানিয়ে দিল আয়োজক সংস্থা
আইপিএলে দুরন্ত পারফরম্যান্স, ফের টিম ইন্ডিয়ার টি২০ দলে ফিরতে চলেছেন রাহুল
ভারত সিরিজের আগে আর মদ ছোঁবেন না, জানিয়ে দিলেন ইংরেজ অধিনায়ক
বেঙ্কটেশকে ছাঁটাই করতে চলেছে কেকেআর, রাখবে না পণ্ডিতকেও
ভারত এশিয়া কাপ বয়কট করেছে! শুনেই মাথায় বাজ পড়ার অবস্থা বোর্ড সচিবের