
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এখনও লাল বলের ক্রিকেটে দেশের জার্সিতে অভিষেক হয়নি। কয়েকটা সফরে দলের সঙ্গে থাকলেও হাতেখড়ি হয়নি। এবার সেই অভিমন্যু ঈশ্বরণের অধিনায়কত্বে খেলবেন যশস্বী জয়েসওয়াল, ঈশান কিষাণ, করুণ নায়াররা। শুক্রবার ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় এ দল ঘোষণা করা হল। সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ এবং করুণ নায়ার। দলে আছে যশস্বী জয়েসওয়ালও। দ্বিতীয় ম্যাচের আগে শুভমন গিল এবং সাই সুদর্শন দলের সঙ্গে যোগ দেবে। নীতিশ কুমার রেড্ডি, শার্দূল ঠাকুর, ঋতুরাজ গায়কোয়াড়, খলিল আহমেদ, সরফরাজ খানও দলে রয়েছে। দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। সহ অধিনায়ক ধ্রুব জুরেল।
বিসিসিআইয়ের মিডিয়া বিবৃতি অনুযায়ী, শুভমন গিল এবং সাই সুদর্শন দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেবে। দুটো ম্যাচ যথাক্রমে ৩০ মে এবং ৬ জুন। ক্যান্টারবারি এবং নরদাম্পটনে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটো প্রথম শ্রেণির ম্যাচ খেলবে ভারতীয় এ দল। শেষ ম্যাচ ভারতীয় সিনিয়র দলের বিরুদ্ধে। রোহিত শর্মা এবং বিরাট কোহলির অবসরের পর ভারতীয় ক্রিকেটে, মূলত ব্যাটিংয়ে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। তাই করুণ নায়ার এবং অভিমন্যু ঈশ্বরণের দিকে বিশেষ নজর রাখা হবে। আনক্যাপড প্লেয়ারদের মধ্যে মানব সুথার, তনুষ কোটিয়ান, অংশুল কম্বোজ, তুষার দেশপান্ডে এবং হর্ষ দুবে ভারতীয় এ দলে সুযোগ পেয়েছেন।
'অফ সাইড ফিল্ডার্স' নিয়মের গেরোয় মুম্বই, কী এই নিয়ম? কী শাস্তি পেলেন হার্দিকরা?
ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করল ভারত, সুযোগ পেলেন বাংলার এই ক্রিকেটার
মোহনবাগান জার্সিতে দুরন্ত পারফরম্যান্স, জাতীয় দলে ডাক পেলেন বাংলার দীপেন্দু
আউট না হয়েও আউট পোড়েল! বাংলার ছেলে বলেই কি এই অবিচার? চলছে প্রবল চর্চা
একরাশ লজ্জা, আমিরশাহির কাছে টি২০ সিরিজ হেরে বসল বাংলাদেশ
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ