
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জেসি মুখার্জি টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ড! ব্যাটে-বলে দাপট দেখালেন একাধিক ক্রিকেটার। বিশেষ করে বলতেই হয় সুমিত মোহান্তর হ্যাটট্রিক-সহ পাঁচ উইকেটের কথা। এক কথায় অবিশ্বাস্য স্পেল করেন তিনি।
প্রথম ম্যাচে ঋত্বিক চ্যাটার্জি (৬৪) ও সাত্যকি দত্ত (৬৪)-র দুরন্ত ইনিংসে ইস্টবেঙ্গল ২০ ওভারে তোলে ২২২/৭।
স্পোর্টিং ইউনিয়নের হয়ে বিপিন চন্দ্র ৪টি উইকেট নেন। জবাবে স্পোর্টিং ইউনিয়ন গুটিয়ে যায় মাত্র ৯৬ রানে। সুমিত মোহান্ত (৫-১৬), বিকাশ সিং ও আকাশ ঘটক ২টি করে উইকেট নেন। ইস্টবেঙ্গল জেতে ১২৬ রানে।
অন্য ম্যাচে, মোহনবাগানের হয়ে রণজ্যোৎ সিং খাইরা মাত্র ৩০ বলে ৭৯ রান করেন। তাঁর ওই অবিশ্বাস্য ইনিংসে পুলিশ অ্যাথলেটিক্ ক্লাবকে ৫ উইকেটে হারায় সবুজ-মেরুন। পুলিশ অ্যাথলেটিক ২০ ওভারে তোলে ১৫৮/৭। প্রীতম ঘোষ (৪৭) লড়াই করেন কিছুটা। মোহনবাগান ১৪.৪ ওভারে ১৫৯/৫ করে ম্যাচ জিতে নেয়। বিকাশ সিং করেন ৩৭, সৌরভ কুমার ৩ উইকেট নেন।
ভবানীপুর ক্লাব ৭ উইকেটে হারায় বিএনআর রিক্রিয়েশন ক্লাবকে। বিএনআর ১৯.৪ ওভারে ১৩১ রানে অল আউট হয়ে যায়। আমির গনি ও শাকির হাবিব গান্ধি ২টি করে উইকেট নেন। জবাবে ভবানীপুর ১৩ ওভারে করে ৩ উইকেটে ১৩৩ রান। চিরাগ অপরাজিত থাকেন ৪৭ রানে। বিবেক সিং করেন ৩৮।
খিদিরপুর স্পোর্টিং ক্লাব বিশাল ব্যবধানে ১৪৬ রানে হারায় উত্তরপল্লি মিলন সংঘকে। শমীক কর্মকার (৬৭), বাদল সিং বালিয়ান (৬৪), উভাইস আহমেদ (৩৮) ও দীপক পুনিয়া (৩৮)-র ব্যাটে ২০ ওভারে স্কোর দাঁড়ায় ২৩৯/৫। জবাবে উত্তরপল্লি ৯৩ রানেই শেষ হয়ে যায়। দীপক পুনিয়া (৩/১৮), রোশন সিং, অখিলেশ যাদব ও ব্রিজেশ শর্মা ২টি করে উইকেট নেন।
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ
এবারে ব্যালন ডি'অর অনুষ্ঠান কবে? জানিয়ে দিল আয়োজক সংস্থা
আইপিএলে দুরন্ত পারফরম্যান্স, ফের টিম ইন্ডিয়ার টি২০ দলে ফিরতে চলেছেন রাহুল
ভারত সিরিজের আগে আর মদ ছোঁবেন না, জানিয়ে দিলেন ইংরেজ অধিনায়ক
বেঙ্কটেশকে ছাঁটাই করতে চলেছে কেকেআর, রাখবে না পণ্ডিতকেও
ভারত এশিয়া কাপ বয়কট করেছে! শুনেই মাথায় বাজ পড়ার অবস্থা বোর্ড সচিবের