
শনিবার ২৪ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বিসিসিআইয়ের সেন্ট্রাল চুক্তিতে ‘এ প্লাস’ গ্রেডে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। গত বছর টি২০ বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক ক্রিকেটের এই ফর্ম্যাট থেকে দু’জনেই সরে যান। এবার টেস্ট থেকেও দু’জনে সরে গেলেন। খেলবেন শুধু দেশের হয়ে ওয়ানডে ম্যাচ। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই দুই ক্রিকেটারই কী ‘এ প্লাস’ গ্রেডে থাকবেন। বোর্ডের নিয়ম সাধারণত বলে তিন ঘরানার ক্রিকেট খেলা ক্রিকেটারদেরই ‘এ প্লাস’ গ্রেডে রাখা হয়। কিন্তু বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়ে দিয়েছেন, রোহিত ও বিরাট ‘এ প্লাস’ গ্রেডেই থাকবেন।
গত মাসেই ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছিল বিসিসিআই। ‘এ প্লাস’ গ্রেডে রাখা হয়েছিল বিরাট, রোহিত, রবীন্দ্র জাদেজা ও বুমরাকে। এর মধ্যে রোহিত ও বিরাট এখন শুধু খেলবেন ওয়ানডে। জাদেজা টেস্ট এবং ওয়ানডে। আর বুমরা সব ঘরানাতেই আছেন। তবুও বিরাট ও রোহিত থাকছেন ‘এ প্লাস’ গ্রেডে।
সংবাদসংস্থা এএনআইকে বোর্ড সচিব বলেছেন, ‘টি২০ ও টেস্ট থেকে অবসর নিলেও রোহিত ও বিরাট ‘এ প্লাস’ গ্রেডেই থাকবেন। এই দুই ক্রিকেটারই এখনও ভারতীয় ক্রিকেট দলের অংশ। তাই ‘এ প্লাস’ গ্রেডের সুবিধা এই দুই ক্রিকেটার পাবেন।’
প্রসঙ্গত, ৭ মে টেস্ট থেকে অবসরের ঘোষণা করেন রোহিত। আর বিরাট গত শনিবারই বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন তিনি টেস্ট ক্রিকেট ছাড়তে চান। এরপর ১২ মে সোমবার টেস্ট থেকে অবসর ঘোষণা করেন বিরাট। তারপরেই শোরগোল পড়ে যায়। ইংল্যান্ড সিরিজের কথা ভেবে বোর্ড সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বলেছিল বিরাটকে। কিন্তু বিরাট নিজের সিদ্ধান্তে ছিলেন অবিচল।
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
'আমার বাড়িতে দুটো বিশ্বকাপ মেডেল আছে, আর কারও আছে?', ইংল্যান্ড সফরের আগে বড় মন্তব্য গম্ভীরের
গম্ভীরের সাজঘরে বাংলার দুই, একজন ছক্কা মারতে ওস্তাদ, আরেকজন বদলেছেন দ্রাবিড় মন্ত্রে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের