
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে ঘটনাবহুল সপ্তাহের পর ধীরে ধীরে আবার স্বাভাবিক হচ্ছে ক্রিকেট। ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। গত এক সপ্তাহে তিনটে বড় ঘটনা ঘটে গিয়েছে ভারতীয় ক্রিকেটে। প্রথমে টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা। ব্ল্যাকআউটের জন্য মাঝপথে বন্ধ হয়ে যায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। তারপর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। যুদ্ধবিরতির পর আবার আইপিএল শুরু করার পরিকল্পনা করেছে বিসিসিআই। শনিবার চিন্নস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএল। সেই অনুযায়ী ট্রেনিংও শুরু করে দিয়েছে দলগুলো।
মাঠে নেমে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। বর্তমানে টেবিলের চার নম্বরে রয়েছে হার্দিক পাণ্ডিয়ার দল। সবার আগেই আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়ে তাঁরা। বুধবার থেকে ট্রেনিং শুরু করে দেয় মুম্বই। নেটে রোহিত শর্মার ব্যাট করার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, 'ট্রেনিং শুরু হল।' রোহিতের ব্যাটিংয়ের আরও একটি ভিডিওতে ক্যাপশন দেওয়া হয়, 'আমরা রো আবার।' টেস্টে অবসরের পর স্টলওয়ার্টের মাঠে ফেরার আবেগতাড়িত বার্তা দেয় মুম্বই ইন্ডিয়ান্স। ২১ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মুম্বই। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট পাঁচবারের চ্যাম্পিয়নদের। দিল্লির থেকে এগিয়ে আছে মুম্বই। ১৬ পয়েন্ট সংগ্রহ করে এক এবং দুই নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। মাত্র কয়েকটা ম্যাচ বাকি। এই অবস্থায় প্রত্যেক ম্যাচই নকআউট।
উইকেটের পর অটোগ্রাফ দিতে দিতে কড়া শাস্তি, নিষেধাজ্ঞার মুখে পড়লেন দিগ্বেশ
অবসর নিয়ে কোনও কথা হয়নি, আরসিবির ড্রেসিংরুমের সিক্রেট ফাঁস সল্টের
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
বৃষ্টিতে পিছিয়ে গেল টস, ম্যাচ ভেস্তে গেলে প্লে অফের দৌড় থেকে বিদায় নেবে কেকেআর
ভূমিকা বদলাচ্ছে, বাকি আইপিএলে কোন পজিশনে ব্যাট করতে দেখা যাবে রাহুলকে?