
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ধর্মশালা ছাড়ল পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা। নিরাপত্তার বেষ্টনীতে হোসিয়ারপুর হয়ে বিভিন্ন গ্রুপে জলন্ধর রেল স্টেশনে পৌঁছয় দুই দলের ক্রিকেটাররা। এই খবর জানান কাংগ্রার এসপি শালিনী অগ্নিহোত্রী। একটি বিশেষ ট্রেনে দিল্লির উদ্দেশে রওনা হয়েছে দুই দলের ক্রিকেটাররা। কাংগ্রার পুলিশ সুপার শালিনী বলেন, 'শুক্রবার সকালে দুটো দলকে ৪০ থেকে ৫০টা ছোট গাড়িতে ধর্মশালা থেকে হোসিয়ারপুরে নিয়ে যাওয়া হয়। যা পাঞ্জাব বর্ডারে অবস্থিত। এই দলে প্লেয়ার, কোচিং স্টাফ থেকে শুরু করে ব্রডকাস্টের লোকজনও ছিল।'
দুই দলের সঙ্গে কাংগ্রা পুলিশের কনভয় যায়। গাড়িগুলো হোসিয়ারপুরে পৌঁছনোর পর প্লেয়ারদের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব পাঞ্জাব পুলিশ নিয়ে নেয়। সেখান থেকে বিশেষ ট্রেনের জন্য দুই দলকে জলন্ধর যেতে হয়। কাংগ্রার পুলিশ সুপার জানান, আগের দিন মাত্র ২০ মিনিটের মধ্যে স্টেডিয়াম ফাঁকা করে দেওয়া হয়েছিল। শালিনী অগ্নিহোত্রী বলেন, 'মাত্র ২০ মিনিটের মধ্যে স্টেডিয়াম খালি করে দেওয়া হয়। আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল সকলের নিরাপত্তা। দুই দলের প্লেয়ারদের সঙ্গে সঙ্গে মাঠ থেকে বের করে দেওয়া হয়। কড়া নিরাপত্তায় হোটেলে পৌঁছে দেওয়া হয়।' এই ঘটনার পরই জরুরী ভিত্তিতে আইপিএলের গভর্নিং বডির বৈঠক ডাকা হয়। শুক্রবার দুপুরে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত জানানো হয়।
উইকেটের পর অটোগ্রাফ দিতে দিতে কড়া শাস্তি, নিষেধাজ্ঞার মুখে পড়লেন দিগ্বেশ
অবসর নিয়ে কোনও কথা হয়নি, আরসিবির ড্রেসিংরুমের সিক্রেট ফাঁস সল্টের
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
বৃষ্টিতে পিছিয়ে গেল টস, ম্যাচ ভেস্তে গেলে প্লে অফের দৌড় থেকে বিদায় নেবে কেকেআর
ভূমিকা বদলাচ্ছে, বাকি আইপিএলে কোন পজিশনে ব্যাট করতে দেখা যাবে রাহুলকে?