
শুক্রবার ২৩ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতিতে সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে আইপিএল। বৃহস্পতিবার পাকিস্তানের ড্রোন আক্রমণের জেরে মাঝপথে বন্ধ হয়ে যায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচ। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টস ম্যাচ হবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। জরুরী ভিত্তিতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। বর্তমানে মিটিং চলছে। আইপিএলে অংশগ্রহণকারী বিদেশি ক্রিকেটাররা ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এদিন পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচ বাতিল প্রসঙ্গে অরুণ ধুমাল জানান, নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয় ম্যাচ। তবে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে এখনও কিছু জানাননি টুর্নামেন্টের চেয়ারম্যান। অরুণ ধুমাল বলেন, 'নিরাপত্তার জন্য ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কারণ জম্মুতে কিছু ঘটনা ঘটেছে। আমরা সেটাই জানতে পেরেছি। তাই আমাদের মনে হয়েছে, ম্যাচটা পরিত্যক্ত করে দেওয়াই ঠিক হবে।'
বৃহস্পতিবার ম্যাচ চলাকালীন একে একে নিভে যায় ধর্মশালার ফ্লাড লাইট। তারপরই মাঠ ছাড়েন ক্রিকেটাররা। কোনও ঝুঁকি নিতে চায়নি আইপিএল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। এই ঘটনার পর বৃহস্পতিবার রাতে দ্রুততার সঙ্গে খালি করে দেওয়া হয় ধর্মশালা স্টেডিয়াম। দুই দলের ক্রিকেটাররা নিরাপদভাবে হোটেলে পৌঁছে গিয়েছে। শুক্রবার বিশেষ ট্রেনে ধর্মশালা ছাড়বে ক্রিকেটাররা। পরিস্থিতির ওপর নজর রেখেছে আইপিএল কর্তৃপক্ষ। সেই অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শোনা যাচ্ছে, যুদ্ধকালীন পরিস্থিতির ভিত্তিতে সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে আইপিএল। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত বৈঠক চলতে পারে। আশা করা যাচ্ছে, শুক্রবার দুপুরের মধ্যে ছবিটা কিছুটা পরিষ্কার হবে।
উইকেটের পর অটোগ্রাফ দিতে দিতে কড়া শাস্তি, নিষেধাজ্ঞার মুখে পড়লেন দিগ্বেশ
অবসর নিয়ে কোনও কথা হয়নি, আরসিবির ড্রেসিংরুমের সিক্রেট ফাঁস সল্টের
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
বৃষ্টিতে পিছিয়ে গেল টস, ম্যাচ ভেস্তে গেলে প্লে অফের দৌড় থেকে বিদায় নেবে কেকেআর
ভূমিকা বদলাচ্ছে, বাকি আইপিএলে কোন পজিশনে ব্যাট করতে দেখা যাবে রাহুলকে?