
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান যুদ্ধের আঁচের মধ্যে বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন জায়গায় ব্ল্যাকআউট হচ্ছে। এই তালিকায় রয়েছে রাজস্থান, অমৃতসর, জম্মু। এবার পাকিস্তানের ড্রোন হামলার জের আইপিএলেও। ধর্মশালাতেও ব্ল্যাকআউট। পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের আলো নিভে যায়। যার ফলে বন্ধ হয়ে যায় খেলা। ১০.১ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে পাঞ্জাবের রান ছিল ১২২। ৭০ রানে সবে আউট হন প্রিয়নশ আর্য। ৫০ রানে অপরাজিত প্রভসিমরন সিং। নতুন ব্যাটার নামার আগেই অন্ধকার হয়ে যায় গোটা স্টেডিয়াম। প্রথমে একটি ফ্লাডলাইট টাওয়ারের আলো নিভে যায়। তারপর আরও দুটো ফ্লাডলাইট নিভে যায়। মাত্র একটি ফ্লাডলাইট জ্বলছিল। স্টেডিয়াম অন্ধকার হয়ে যাওয়ায় মাঠে ছাড়ে দুই দলের প্লেয়াররা।
সম্প্রচারকারী চ্যানেলে প্রথমে জানানো হয়, ফ্লাডলাইটের গোলযোগের জন্য খেলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কিন্তু আসল কারণ নিয়ে ধোঁয়াশা ছিল। বোঝাই যায়, ব্ল্যাকআউটের ফলেই নিভে গিয়েছে ধর্মশালার স্টেডিয়ামে আলো। প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ফ্লাডলাইটের সমস্যার জন্য খেলা বন্ধ আছে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তার মিনিট পাঁচেকের মধ্যেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। দ্রুত স্টেডিয়াম ফাঁকা করে দেওয়া হয়। ক্রিকেটারদের পাশাপাশি মাঠ ছাড়ে সমর্থকরাও। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। যার ফলে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট পাঞ্জাবের। সমসংখ্যক ম্যাচে ১৪ পয়েন্ট দিল্লির। এদিনের ম্যাচ ধর্মশালায় আয়োজন করা নিয়ে সমস্যা ছিলই। কিন্তু দুটো দলই পৌঁছে যাওয়ায় শেষ মুহূর্তে ম্যাচের স্থান পরিবর্তন করা সম্ভব হয়নি। খেলা শেষ হওয়ার পর রাতেই দুটো দলের ধর্মশালা ছাড়ার কথা ছিল।
উইকেটের পর অটোগ্রাফ দিতে দিতে কড়া শাস্তি, নিষেধাজ্ঞার মুখে পড়লেন দিগ্বেশ
অবসর নিয়ে কোনও কথা হয়নি, আরসিবির ড্রেসিংরুমের সিক্রেট ফাঁস সল্টের
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
বৃষ্টিতে পিছিয়ে গেল টস, ম্যাচ ভেস্তে গেলে প্লে অফের দৌড় থেকে বিদায় নেবে কেকেআর
ভূমিকা বদলাচ্ছে, বাকি আইপিএলে কোন পজিশনে ব্যাট করতে দেখা যাবে রাহুলকে?
'জানতাম আইপিএল আবার শুরু হবে, তাই প্রস্তুতি বন্ধ করিনি', বেঙ্গালুরু ম্যাচের আগে জানালেন নাইট তারকা
'জানতাম আইপিএল আবার শুরু হবে, তাই প্রস্তুতি বন্ধ করিনি', বেঙ্গালুরু ম্যাচের আগে জানালেন নাইট তারকা
ফিরছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার, বড় সেটব্যাক দিল্লির