
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: 'অপারেশন সিঁদুর' এর দিন ইডেনে বোমাতঙ্ক। কলকাতা নাইট রাইডার্স-চেন্নাই সুপার কিংস ম্যাচের দিন দুপুরে সিএবিতে অনামী মেইল আইডি থেকে একটি মেইল আসে। সেখানে ইডেনকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। বুধবার কেকেআর-চেন্নাই ম্যাচ চলাকালীন মেইলের সত্যতা স্বীকার করেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। স্নেহাশিস গাঙ্গুলি বলেন, 'একটা মেইল এসেছে। এই মেইল পাওয়ার পর আমরা কোনও ঝুঁকি নিতে চাইনি। পুলিশের সঙ্গে যোগাযোগ করি। ইডেনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
ভারত-পাকিস্তান যুদ্ধের বাতাবরণের মধ্যে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি সিএবি। অন্যান্য ম্যাচের তুলনায় বুধবার ইডেনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। সিভিল ড্রেসে প্রচুর পুলিশ ছিল। প্রত্যেক ম্যাচের আগেই স্নিফার ডগ দিয়ে গোটা স্টেডিয়াম পরীক্ষা করানো হয়। কেকেআর-সিএসকে ম্যাচে নিরাপত্তা আরও আঁটোসাঁটো ছিল। ম্যাচ শুরুর আগে ডাকা হয় বোম স্কোয়াডকে। বিকেল পাঁচটা নাগাদ গোটা স্টেডিয়াম, ড্রেসিংরুম, সিএবির অন্দরমহলে, প্রেস বক্স থেকে শুরু করে পার্কিং জোন খুঁটিয়ে পরীক্ষা করা হয়। প্রত্যেক গ্যালারিতে এদিন পুলিশের সংখ্যা দ্বিগুণ ছিল।
উইকেটের পর অটোগ্রাফ দিতে দিতে কড়া শাস্তি, নিষেধাজ্ঞার মুখে পড়লেন দিগ্বেশ
অবসর নিয়ে কোনও কথা হয়নি, আরসিবির ড্রেসিংরুমের সিক্রেট ফাঁস সল্টের
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
'অত সহজে সরে যাওয়া যায়!' ইডেনে ফাইনাল ফেরানোর বিষয়ে আশাবাদী সৌরভ
বৃষ্টিতে পিছিয়ে গেল টস, ম্যাচ ভেস্তে গেলে প্লে অফের দৌড় থেকে বিদায় নেবে কেকেআর
ভূমিকা বদলাচ্ছে, বাকি আইপিএলে কোন পজিশনে ব্যাট করতে দেখা যাবে রাহুলকে?
'জানতাম আইপিএল আবার শুরু হবে, তাই প্রস্তুতি বন্ধ করিনি', বেঙ্গালুরু ম্যাচের আগে জানালেন নাইট তারকা
'জানতাম আইপিএল আবার শুরু হবে, তাই প্রস্তুতি বন্ধ করিনি', বেঙ্গালুরু ম্যাচের আগে জানালেন নাইট তারকা
ফিরছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার, বড় সেটব্যাক দিল্লির